দক্ষিণ এশিয়ার একটি দেশ হলো ভারত। ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৩২ লাখ ৮৭ হজার ২৬৩ বর্গকিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার ৩ হাজার ২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃতি ২ হাজার ৯৩৩ কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা ১৫ হাজার ২০০ কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য ৭ হাজার ৫১৭ কিলোমিটার। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা–ব্রহ্মপুত্র। ভারতের বৃহত্তম হ্রদ হলো-চিল্কা হ্রদ। ভারত দক্ষিণ-পশ্চিমে আরব সাগর, দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর দিয়ে ঘেরা।