বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূণ সাধারণ জ্ঞান

১. Standard পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?- লন্ডন।

২. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক এবং কত সালে? – লর্ড কার্জন, ১৯০৫সালে।

READ ALSO

৩. বঙ্গ ভঙ্গের ফলে পূর্ব বাংলা বা বঙ্গ প্রদেশের রাজধানী কোথায় হয়?- ঢাকা।

৪. বঙ্গভঙ্গ রদ করেন কোন ইংরেজ শাসক এবং কত সালে? – ১৯১১ সালে, – লর্ড হার্ডিঞ্জ দিল্লীতে।

৫. বঙ্গ ভঙ্গের ফলে নতুন প্রদেশ কি? – পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ।

৬. বয়কটু কি?- বিলেতি পণ্য বর্জন।

৭. হিন্দু-মুসলমানের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?- ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তির মাধ্যমে।

৮. ‘মার্লি-মিন্টো সংস্কার আইন’ কত সালে জারি হয়?- ১৯০৯ সালে।

৯. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?- ১৯১৪ সালে।

১০. মন্টেগু-চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় কত সালে?- ১৯১৯ সালে।

১১. ১ম বিশ্বযুদ্ধে কোন দেশ জার্মানির পক্ষে যোগদান করে?- তুরস্ক।

১২. অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?- মহাত্মা গান্ধী।

১৩. খিলাফত আন্দোলন কার নেতৃত্বে, কবে সংঘটিত হয়?- মাওলানা মোহাম্মদআলী, ১৯২০ সালে।

১৪. ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন কে?- ক্ষুদিরাম, (১৯০৮)।

১৫. মাষ্টারদা সূর্যসেন কত সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন?- ১৮ এপ্রিল, ১৯৩০ সালে।

১৬. বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার’ কিসের সাথে জড়িত ছিলেন?- ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে।

১৭. স্বরাজ দলের নেতা কে ? – মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস দার।

১৮. Bengal pact বা বাংলাচুক্তি কি এবং কত সালে এ চুক্তি স্বাক্ষরিত হয়? -এটি হিন্দু মুসলি মিলনের জন্য একটি পদক্ষেপ যা ডিসেম্বর ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।

১৯. ‘কৃষক প্রজা পার্টি কার নেতৃত্বে কত সালে গঠিত হয়?- এ.কে. ফজলুল হক, ১৯৩৭ সালে।

২০. অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী কে?- শেরে বাংলা, এ, কে ফজলুল হক।

See also  That’s why-এর ব্যবহার উদাহরণ সহ

২১. দ্বিজাতিতত্ত্বকে, কত সালে ঘোষণা করেন?- মোহাম্মদ আলী জিন্নাহ, ১৯৩৯ সালে।

২২. ‘ঋণ সালিসী বোর্ড কত সালে গঠিত হয়?- ১৯৩৮ সালে।

২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?- ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ সাল- (ইংল্যান্ড, জার্মানির বিপক্ষে)।

২৪. কংগ্রেস ভারত ছাড় আন্দোলন শুরু করে কত সালে? ১৯৪২ সালে।

২৫. ব্রিটিশ সরকার ভারতে ক্রিপস মিশন প্রেরণ করে কত সালে? ১৯৪২ সালে।

২৬. পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় কত সালে? – ১৪ আগষ্ট, ১৯৪৭ ও ১৫ আগস্ট, ১৯৪৭।

২৭. ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন?- ব্র্যাডক্লিফ কমিশন।

২৮. ভারত-পাকিস্তানের বিভক্তের সময় বৃটিশ গভর্নর কে ছিলেন?- লর্ডমাউন্টব্যাটেন।

২৯. ভারত-পাকিস্তান কে বৃটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে?- দিল্লী ও করাচীতে।

৩০. কত সালে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?- ১৯৬৫ সাল (১৭ দিন)

৩১. পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করেন?- ইস্কান্দার মির্জা।

৩২. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কবে?- ৭ অক্টোবর ১৯৫৮ সাল।

৩৩. পূর্ব বঙ্গ প্রদেশের প্রথম মূখ্যমন্ত্রী কে হন?- খাজা নাজিমউদ্দীন।

৩৪. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?- ২৩ ফেব্রুয়ারী, ১৯৪৮ সাল।

৩৫. কার নেতৃত্বে, কবে যুক্তফ্রন্ট গঠিত হয়?- ফজলুল হক, ৪ঠা ডিসেম্বর, ১৯৫৩ সাল।

৩৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে গঠিত হয়?- ৩ এপ্রিল ১৯৫৪ সাল।

৩৭. বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?- ২৩ জুন ১৯৪৯ সাল

৩৮. ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP) কবে গঠিত হয়?- ১৯৫৭ সালে।

৩৯. “পূর্ব বাংলার নাম করে পূর্ব পাকিস্তান হয়- ২৩শে মার্চ, ১৯৫৬ সাল।

৪০. “বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেয়া হয় কবে?- ২৩শে মার্চ, ১৯৫৬ সাল।

৪১. “রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কবে, কোথায় গঠিত হয়? জানুয়ারী ১৯৪৮, ঢাকায়।

৪২. সর্বদলীয় রাষ্ট্র ভাষা সাম পরিষদ কবে গঠিত হয়- ৩০ জানুয়ারী ১৯৫২।

See also  NGO (এনজিও)-সর্বপ্রথম কোন দেশে চালু হয়

৪৩. “বাঙালী জাতির মুক্তির সনদ” নামে পরিচিত কোনটি?- ৬ দফা।

৪৪. আগরতলা ষড়যন্ত্র মামলা করে দায়ের করা হয়?-৩ জানুয়ারী, ১৯৬৮ সাল।

৪৫. সায়েন্টি জহুরুল হক কে গুলি করে হত্যা করা হয় কবে?- ১৫ ফেব্রুয়ারী, ১৯৬৯।

৪৬. নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান নিহত হয় কবে?- ২০ জানুয়ারী, ১৯৬৯।

৪৭. শহীদ আসাদ নিহত হয় কবে?- ২০ জানুয়ারী, ১৯৬৯ সাল।

৪৮. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়-৮ জানুয়ারি ১৯৬৯ সাল।

৪৯. বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?- ১৩ বছর বয়সে।

৫০. মুজিবনগর নামকরণ করেন কে-তাজউদ্দিন আহম্মেদ।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read more
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?