18 Most Important Paragraph Class 8-বাংলা অর্থসহ: প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় Paragraph আসবে। তোমরা যদি ইংরেজী দ্বিতীয় পেপারে ভাল নাম্বার তুলতে চাও তহলে Paragraph পড়তে হবে। এই আর্টিকেলে গুরুত্বপূর্ণ ১৭টি Paragraph বাংলা অর্থসহ দেয়া হলো। এখান থেকে পরীক্ষায় কমন পড়বেই।
Paragraph (প্যারাগ্রাফ): Paragraph হল ছোট আকারের একটি গদ্য রচনা, যার সাহায্যে একটি idea কে সংক্ষিপ্ত তবে পরিপূর্ণ করে রচনা করা হয়ে থাকে। প্যারাগ্রাফ (Paragraph) আকারে ছোট হলেও এর মাঝে একটি Idea বা বিষয়বস্তু সংক্রান্ত পরিপূর্ণ এবং সুসংঘবদ্ধ উপস্থাপন করা হয়।
যেকোন বিষয় নিয়েই paragraph লেখা যায়, তবে যেকোন বিষয় বা Topic নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ, সাবলীল এবং সুন্দর করে প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে কিছু কৌশল জানা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যক। এজন্য সর্বপ্রথমে প্যারাগ্রাফের গঠন কাঠামো (paragraph structure) সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরী।
2. A Tea Stall
3. Traffic Jam
10. Tree Plantation
11. A Book Fair
15. A Winter Morning
16. A Rainy Day
18. The Importance of Learning English
কীভাবে একটি Paragraph লিখবেন-How To Write Paragraph
5W’s- H:
যেকোন বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে সম্ভব হলে 5W’s & H এর উত্তর খুঁজে বের করা উচিৎ। অর্থাৎ,
Who – কে?
What – কি?
When – কখন?
Where – কোথায়?
Why – কেন?
How – কিভাবে?
এদের মাঝে যতগুলোর উত্তর বের করে ফেলা সম্ভব, সেগুলোর সাহায্যে খুব সহজেই paragraph এর main idea/ topic idea খুঁজে বের করা সম্ভব। প্রাপ্ত সেই তথ্যের বর্ণনাকে যথাযথ ভাষায় সাজিয়ে লিখে ফেলা হলেই, সেই তথ্যগুলো সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত প্যারাগ্রাফের আকারে রূপ নেয়।
বিস্তারিত তথ্যকে সংজ্ঞায়িত করা বা স্পষ্ট করার মাধ্যমে এবং প্রাসঙ্গিক তথ্য সংযোজনের মাধ্যমে বর্ণনা করা। একটি শাব্দিক চিত্র আঁকো যা তোমার আলোচনার বিষয়গুলোকে স্পষ্ট করে তুলতে সাহায্য করবে।
উচ্চ পর্যায়ের ভাবার্থের চেয়ে সুন্দরভাবে চিত্রিত অংশগুলো পড়া এবং অনুসরণ করা সহজ হয়। Verbally fight বা শাব্দিকভাবে যুক্তি উপস্থাপন কর: তুমি বিষয়বস্তুভিত্তিক বাক্যে যে দৃষ্টিভঙ্গি নিয়েছে তার পক্ষে কারণ এবং যুক্তিগুলো দাও।
বিশেষ কিছু ঘটনার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত কর। ধারণাগুলোকে বৃহত্তর শ্রেণীতে সুসজ্জিত কর যেগুলো সাধারণ বৈশিষ্ট্য বহন করে। পারস্পরিক সম্পর্কগুলো এবং কারণগুলো দেখাও। যৌক্তিকতা সম্পর্কে সচেতন থাক।
একটি paragraph এর আকার খুব ছোট বা খুব বড় হওয়া উচিত না। একটি Paragraph বা অনুচ্ছেদটির সব বাক্যগুলো ব্যাকরণগতভাবে শুদ্ধ হওয়া বাঞ্ছনীয়।