Paragraph Class 8: Load-Shedding

Paragraph Class 8: Load-Shedding

Load-Shedding

Paragraph Class 8: Load-Shedding: Load shedding means the discontinuity of supply of electricity for short or long time. Nowadays it has become a part of our daily life. There are many reasons for load-shedding.

The insufficient production of electricity is the main reason of it. Misuse and illegal connection of electricity are the other reasons of it. It occurs mostly at night because the demand of electricity is more than in the daytime. The bad effects of load-shedding are beyond description.

READ ALSO

It creates problem in the socio-economic development of the country. Mills and factories, shops, hospitals etc. become paralyzed due to load shedding. The sufferings of the students know no bounds. They sit in the darkness closing their books during the load-shedding.

They suffer a lot of if it occurs in the time of their examination. The patients also suffer terribly because operation stops in hospitals for load shedding. Load-shedding at night also encourages the thieves.

However, this problem should be solved at any cost. The concerned authority must take necessary steps to stop it. More power stations should be established. Illegal connection and system loss should also be stopped. After all, there is no alternative to be conscious about the misuse of electricity.

Load-Shedding-এর বাংলা অর্থ: বিদ্যুৎ বিভ্রাট

লোডশেডিং মানে স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা। আজকাল এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। লোডশেডিংয়ের অনেক কারণ রয়েছে।

বিদ্যুতের অপর্যাপ্ত উৎপাদনই এর প্রধান কারণ। বিদ্যুতের অপব্যবহার ও অবৈধ সংযোগ এর অন্য কারণ। এটি বেশিরভাগ রাতে ঘটে কারণ দিনের তুলনায় বিদ্যুতের চাহিদা বেশি থাকে। লোডশেডিংয়ের খারাপ প্রভাব বর্ণনার বাইরে।

See also  Completing Story class-8: Two Foolish Rats and a Cunning Monkey

এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমস্যার সৃষ্টি করে। কল-কারখানা, দোকানপাট, হাসপাতাল ইত্যাদি লোডশেডিংয়ের কারণে অচল হয়ে পড়ে। শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা নেই। লোডশেডিং-এর সময় তারা বই বন্ধ করে অন্ধকারে বসে থাকে।

তাদের পরীক্ষার সময় এটা ঘটলে তারা অনেক ভোগান্তিতে পড়েন। লোডশেডিংয়ের জন্য হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় রোগীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। রাতে লোডশেডিংও চোরদের উৎসাহিত করে। তবে যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করা উচিত।

এটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। অবৈধ সংযোগ ও সিস্টেম লসও বন্ধ করতে হবে। সর্বোপরি বিদ্যুতের অপব্যবহার রোধে সচেতন হওয়ার বিকল্প নেই।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?