আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি

২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা হয়েছে?
উঃ মাদোনা লিসা জেবার দিনিকে।

READ ALSO

৩. প্রশ্ন : ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে।
উঃ ল্যুভর জাদুঘরে (ফ্রান্স)।

৪. প্রশ্ন : লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের বিখ্যাত চিত্রকর।
উঃ ইতালির।

৫. প্রশ্ন ঃ “দি লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর কে?
উ : লিওনার্দো দ্যা ভিঞ্চি।

৬. প্রশ্নঃ ‘La Gioconda’ চিত্রকর্মটি কার আঁকা?
উ: লিওনার্দো দ্যা ভিঞ্চি।

৭. প্রশ্ন : মাইকেল অ্যাঞ্জেলো নামটি কিসের সাথে জড়িত?
উঃ ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর, কবি।

৮. প্রশ্ন : ‘সিসটাইন চ্যাপেলের ছাদের নকশা’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উ : মাইকেল অ্যাঞ্জেলো।

৯. প্রশ্ন : দি ম্যাডানো এন্ড চাইল্ড’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ মাইকেল অ্যাঞ্জেলো।

১০. প্রশ্নঃ ম্যাডানো অব দ্য ইয়ান উইভার’ চিত্রকর্মটির চিত্রকর কে?
উঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

১১.প্রশ্ন : দি হোলি ফ্যামিলি’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ মাইকেল অ্যাঞ্জেলো।

১২. প্রশ্ন ঃ ‘গোয়ার্নিকো’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ পাবলো পিকাসো।

১৩. প্রশ্ন : পাবলো পিকাসো কোন দেশের বিখ্যাত চিত্রকর?
উঃ স্পেনের।

১৪. প্রশ্ন : ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর।
উ : নেদারল্যান্ড।

১৪. প্রশ্ন : সানফ্লাওয়ার’ চিত্রটির চিত্রকর কে?
উঃ ভিনসেট ভ্যানগগ।

১৫. প্রশ্ন : সানরাইজ’ চিত্রটির চিত্রকর কে?
উঃ ক্লদ মোনে ৷

১৬. প্রশ্নঃ ‘মেডোনা-৪৩’ চিত্রটি কার আঁকা?
উ : জয়নুল আবেদীন।

১৭. প্রশ্ন : ‘মেডোনা-৪৩’ চিত্রটি কীসের ওপর আঁকা?
উ : দুর্ভিক্ষের ওপর।

১৮. প্রশ্ন : সূর্যলোকে নগ্নমূর্তি’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উ: পিয়েরে অগুস্ত রেনায়ো।

১৯. প্রশ্ন : সালভাদর ডালি’ কে?
উ : স্পেনের বিখ্যাত চিত্রকর ।

২০. প্রশ্ন : জ্যাকব এপস্টাইন কে?
উঃ একজন ব্রিটিশ ভাস্কর।

২১. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দামি সঙ্গীত শিল্পী কে?
উ : পপ গায়িকা জ্যানেট জ্যাকসন ৷

See also  যুক্তরাজ্য কয়টি দেশ নিয়ে গঠিত?

২২. প্রশ্নঃ জ্যানেট জ্যাকসন কোন দেশের?
উ: যুক্তরাষ্ট্রের।

২৩. প্রশ্ন : প্রিন্সেস ইন লাভ’ গ্রন্থের রচয়িতা কে?
উ : আনা পেস্তারনেক।

২৪. প্রশ্ন : “ড. জিভাগো” উপন্যাসের রচয়িতা কে?
উ : বরিস পেস্তারনেক।

২৫. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয় কত সালে?
উ : ১৮৯৫ সালে।

২৬. প্রশ্ন : প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে?
উ : লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র)।

২৭. প্রশ্নঃ বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকর কে?
উঃ ফ্রেডারিকো ফেলিনি (ইতালি)।

২৮. প্রশ্ন : ফ্রেডারিকো ফেলিনি কয়বার অস্কার পুরস্কার পান?
উঃ ৫ বার।

২৯. প্রশ্নঃ কোন বাঙালি চলচ্চিত্র পরিচালক ‘অস্কার পুরস্কার লাভ করেন?
উ : সত্যজিৎ রায় (পথের পাঁচালী ছবির জন্য)।

৩০. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ফ্রাঙ্কফুটে (জার্মানি)।

৩১. প্রশ্ন : স্ফিংস কোন দেশে অবস্থিত?
উ : মিসর।

৩২. প্রশ্ন : পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসা সফল ছবি কোনটি?
উঃ ব্রেড হার্ট।

৩৩. প্রশ্ন : পৃথিবীর সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্র কোনটি?
উ : টাইটানিক।

৩৪. প্রশ্নঃ “টাইটানিক’ ছবির পরিচালক কে?
উঃজেমস ক্যামরুন।

৩৫. প্রশ্ন : বহুল আলোচিত ‘ফায়ার’ ও ‘ওয়াটার’ ছবির পরিচালক কে?
উ: দীপা মেহতা পুরস্কার ও সম্মাননা

৩৬. প্র: বিশ্বের উচ্চতম মূর্তি ‘মাদার ল্যান্ড’ কোথায় অবস্থিত?
উঃ মস্কো (রাশিয়া)

৩৭. প্র: পৃথিবীর সবচেয়ে বড় মন্দির অ্যাক্টভার্ট কোন দেশে অবস্থিত?
উ: কম্বোডিয়া।

৩৮. প্র: নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উঃ আলফ্রেড নোবেল (সুইডেন)।

৩৯. প্রঃ আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
উ : ডিনামাইট।

৪০. প্র: আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন কবে?
উ : ১৮৩৩ সালে।

৪১. প্র : আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন কবে?
উঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬।

৪২. প্রঃ নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে?
উঃ ১৯০১ সালে।

৪৩. প্র: প্রথম (১৯০১ সালে) কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উ: ৫টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)।

৪৪. প্রশ্ন : বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় কতটি ক্ষেত্রেঃ
উঃ ৬টি (শান্তি,পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও অর্থনীতি)।

See also  Exclamatory sentence (example)-এর ১৪০টিরও বেশি উদাহরণ

৪৫. প্রশ্ন : অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
উঃ ১৯৬৯ সালে।

৪৬. প্রশ্ন : অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে?
উ : রাগনার ফ্রেশ ও জ্যান টিনবারজেন।

৪৭. প্রশ্ন : প্রতিবছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কোন তারিখে?
উ: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)।

৪৮. প্রশ্ন : নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত?
উঃ ১ কোটি ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)।

৪৯. প্রশ্নঃ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি ও কী কী?
উ : ৪টি। (ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়াল পার্লামেন্ট (নরওয়ে) (শান্তি) (খ) সুইডিশ একাডেমি (সাহিত্য)। (গ) রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স (পদার্থ, রসায়ন ও অর্থনীতি) (ঘ) ক্যারোলিনা ইনস্টিটিউট ও (সুইডেন) (চিকিৎসা)।

৫০. প্রশ্নঃ শাস্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে?
উ: নরওয়ে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?