বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী?
উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ।

২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৮ সালে।

READ ALSO

৩. প্রশ্ন : বাংলাদেশের কোন চলচ্চিত্রে সর্বপ্রথম জাতীয় সংগীত গাওয়া হয়?
উঃ ১৯৭০ সালে জহির রায়হানের নির্মিত জীবন থেকে নেয়া ছবিতে।

৪.প্রশ্ন : এফ. ডি. সিতে নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
উ : জাগো হুয়া সাভেরা।

৫. প্রশ্ন : মনপুরা ৭০’ কী?
উ : শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা একটি চিত্রকর্ম।

৬. প্রশ্ন : শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম কী কী?
উ : ম্যাডানো-৪৩, সংগ্রাম, মন ৭০, গায়ের বধূ, নবান্ন, মইটানা, পাইন্যারমা প্রভৃতি।

৭. প্রশ্নঃ বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন?
উ : ওস্তাদ আয়াত আলী খান।

৮. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক কে কে?
উ : আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।

৯. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী কে?
উ : বুলবুল চৌধুরী।

১০. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উ : শিল্পাচার্য জয়নুল আবেদীন।

১১. প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে?
উঃ জুয়েল আইচ।

১২. প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?
উঃ শামীম শিকদার।

১৩. প্রশ্ন :বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উঃ অলক রায়।

১৪. প্রশ্ন :বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে?
উ : রনবী (রফিকুন্নবী)।

১৫. প্রশ্ন :বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক কে?
উ : ড. আশরাফ সিদ্দিকী।

১৬. প্রশ্ন :বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে?
উঃ ওস্তাদ আলাউদ্দীন খাকে।

১৭. প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উঃ সিলেট অঞ্চলের।

১৮. প্রশ্ন : বাংলা সাহিত্যে বিখ্যাত ১৪০০ সাল কবিতাটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯. প্রশ্ন : রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উঃ ঝুমুর নৃত্য।

২০. প্রশ্ন : খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উঃ ধুপ নৃত্য।

২১. প্রশ্ন: বল নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের নৃত্য?
উঃ যশোর অঞ্চলের।

২২. প্রশ্ন : উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করার অগ্রপথিক কে?
উ : ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

২৩. প্রশ্ন : ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কবে ভারতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তোম’ উপাধি
ভূষিত করে?
উ : ১৯৬১ সালে।

২৪. প্রশ্ন: ওস্তাদ আলাউদ্দিন খা জন্মগ্রহণ করেন কোথায়?
উ : ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে।

২৫. প্রশ্ন : ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী ইত্যাদি লোকসংগীতের অনন্য সাধারণ গায়ক
ছিলেন?
উ : আব্বাস উদ্দীন আহমেদ।

২৬. প্রশ্ন : কত সাল থেকে বাংলা সন চালু হয়?
উঃ ১৫৫৬ সাল থেকে।

২৭. প্রশ্ন : ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী?
উ : জারি ।

২৮. প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
উ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।

২৯.প্রশ্ন : ‘লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম কি?
উঃ জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।

৩০. প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে?
উঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

৩১. প্রশ্ন : ‘দুর্ভিক্ষের উপর ম্যাডানো ৪৩’ ছবিটি কে একেছেন?
উঃ জয়নুল আবেদীন।

৩২. প্রশ্ন : প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে এঁকেছেন?
উঃ কামরুল হাসান।

৩৩. প্রশ্ন : ‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে….” গানটি প্রথম কবে স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রে সম্প্রচার করা হয়?
উঃ ১৯৭১ সালের ১৪ মার্চ।

৩৪. প্রশ্ন : জয়বাংলা বাংলার জয়…’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার ও আনোয়ার পারভেজ ।

৩৫. প্রশ্ন : জয়বাংলা বাংলার জয়…’ গানটি প্রথম কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়?
উঃ ১৯৭১ সালে ।

৩৬. প্রশ্ন : ‘জয়বাংলা বাংলার জয়…’ গানটি সুরকার কে?
উঃ আনোয়ার পারভেজ।

৩৭. প্রশ্ন : ‘খাঁচার ভিতর অচিন পাখি… গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ লালন ফকির।

৩৮. প্রশ্ন : ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়…’ গানটির শিল্পী কে?
উঃ শাহানাজ রহমতউল্লাহ।

৩৯. প্রশ্ন : ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়…’ গানটির গীতিকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার ।

৪০. প্রশ্ন: ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়…’ গানটির সুরকার কে?
উঃ আনোয়ার পারভেজ।

See also  Interrogative sentence এর ৮০টি উদাহরণ

৪১.প্রশ্ন : কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট…’ গানটির শিল্পী, গীতিকার ও সুরকার কে?
উঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

৪২. প্রশ্ন : কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট…’ গানটি কবে রচনা করা হয়?
উঃ ১৯২১ সালের ডিসেম্বরে।

৪৩. প্রশ্ন: এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে….’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ আবু জাফর।

৪৪. প্রশ্ন : এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে…’ গানটির শিল্পী কে?
উঃ ফরিদা পারভীন।

৪৫.প্রশ্ন : ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটির গীতিকার কে?
উঃ কবি কাজী নজরুল ইসলাম।

৪৬. প্রশ্ন : একতারা তুই দেশের কথা বলরে এবার বল…’ গানটির শিল্পী কে?
উঃ শাহনাজ রহমাতুল্লাহ।

৪৭.প্রশ্ন : ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল…’ গানটির গীতিকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার।

৪৮. প্রশ্ন : ‘একতারা তুই দেশের কথা বলরে এবার । বল….’ গানটির সুরকার কে?
উঃ সত্য সাহা।

৪৯. প্রশ্ন: তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…’ গানটির শিল্পী কে?
উঃ আবদুল জব্বার।

৫০. প্রশ্ন: তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…’ গানটির গীতিকার কে?
উঃ মোঃ মনিরুজ্জামান।

৫১. প্রশ্ন ঃ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়… গানটির সুরকার কে?
উঃ সত্য সাহা।

৫২. প্রশ্ন : পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ হালদার।

৫৩. প্রশ্ন : পদ্মা মেঘনা যমুনা’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ হালদার।

৫৪. প্রশ্ন : একুশে ফেব্রুয়ারির উপর লিখিত প্রথম কবিতা কোনটি?
উ : কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।

৫৫. প্রশ্ন : ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে’ এসেছি কবিতাটি কে রচনা করেন?
উ : মাহবুবুল আলম চৌধুরী।

৫৬. প্রশ্ন :বি মাহবুব উল আলম চৌধুরী কবে মারা যান?
উ : ২৩ ডিসেম্বর, ২০০৭ সালে।

৫৭. প্রশ্ন :একুশের সাড়া জাগানো প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা ভাত দে হারাম জাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো’ কবিতাটি কার লিখা?
উ : কবি রফিক আজাদের।

৫৮. প্রশ্ন: আমাদের সংগ্রাম চলবেই’ গানটির গীতিকার কে?
উঃ সিকানদার আবু জাফর।

৫৯. প্রশ্ন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানটির রচয়িতা এবং সুরকার কে?
উ: আবদুল লতিফ।

৬০. প্রশ্ন: সব কটি জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
উঃ নজরুল ইসলাম বাবু।

৬১. প্রশ্ন: সব কটি জানালা খুলে দাও না’ গানটির শিল্পী কে? উঃ সাবিনা ইয়াসমিন।

৬২. প্রশ্ন: ‘মোদের গরব, মোদের আশা’ গানটির গীতিকার কে?
উঃ অতুল প্রসাদ সেন।

৬৩. প্রশ্ন: আমি বাংলার গান গাই’ গানটির গীতিকার ও প্রথম শিল্পী কে?
উঃ প্রতুল মুখোপাধ্যায় ৷

৬৪.প্রশ্ন: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য গানটির গীতিকার, সুরকার ও শিল্পী কে?
উ: ভূপেন হাজারিকা।

৬৫. প্রশ্ন: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটির শিল্পী কে?
উ: মান্না দে (গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার)।

৬৬. প্রশ্ন: বাউল সম্রাট শাহ আব্দুল করিম মারা যান কবে?।
উঃ ১২ সেপ্টেম্বর, ২০০৯ সালে।

৬৭. প্রশ্ন: বাউল সম্রাট আব্দুল করিমের লেখা ও সুর করা বিখ্যাত গানগুলি কী কী?
উ: আমি কুলহারা লঙ্কিনী, মন কান্দে প্রাণ কান্দে রে, কান্দে আমার হিয়া, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আসি বলে গেল বন্ধু আইলো না, বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে, আইলা না আইলা নারে ৭. আমার বন্ধু বিহনে গো সয়না পরাণে গো একেলা ঘরে থাকতে পারি না, সখি কুঞ্জ সাজাও গো, রে দুনিয়া তোরে চায় না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে হয়, গাড়ি চলে, চলে না, চলে না রে, ।

৬৮.প্রশ্ন: ৫২’র ২১শে ফেব্রুয়ারির দিনটি বাংলা মাসের কত তারিখ ছিল?
উ : ৮ই ফাল্গুন।

৬৭.প্রশ্ন: ৫২’র ২১শে ফেব্রুয়ারির দিনটি কি বার ছিল?
উ : বৃহস্পতিবার।

৬৮. প্রশ্ন: ৭১’র ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় এ দিবসের দিনটি কি বার ছিল?
উ : বৃহস্পতিবার।

৬৯.প্রশ্ন: ৭১’র ২৬ মার্চ স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিনটি কি বার ছিল?
উ : শুক্রবার।

See also  So That-এর ব্যবহার উদাহরণ সহ

৭০.প্রশ্ন: ৭১র ২৫ মার্চ পাকিস্তান কর্তৃক বর্বর হত্যাযজ্ঞ চালিত রাতটি কি বার ছিল?
উ: বৃহস্পতিবার।

৭১. প্রশ্ন: শেখ মুজিব কর্তৃক রেসকোর্স ময়দানে ৭ মার্চ ৭১’র যে ভাষণ দেন সেদিনটি কি বার ছিল?
উ: রবিবার

৭২. প্রশ্ন: ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।

৭৩. প্রশ্ন: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির লেখক কে?
উ : মুনীর চৌধুরী।

৭৪.প্রশ্ন: কবর’ নাটকের মূল উপজীব্য বিষয় কোনটি?
উঃ ৫২ এর ভাষা আন্দোলন।

৭৫.প্রশ্ন: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের উপজীব্য বিষয় কী ছিল?
উ : পানিপথের ৩য় যুদ্ধ।

৭৬. প্রশ্ন : ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস কোনটি?
উঃ আরেক ফাল্গুন।

৭৭. প্রশ্ন: আরেক ফালগুন’ উপন্যাসের রচয়িতা কে?
উ : জহির রায়হান।

৭৮. প্রশ্ন: কায়কোবাদের মহাশ্মশানে বর্ণনা রয়েছে কোন ঘটনা?
উঃ পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা।

৭৯. প্রশ্ন: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে।

৮০. প্রশ্ন: বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক?
উ : জনাব হাবীবুল্লাহ সিরাজী।

৮১. প্রশ্ন: বাংলা একাডেমি মূল ভবনের পুরাতন নাম কী ছিল?
উঃ বর্ধমান হাউজ।

৮১.প্রশ্ন : বাংলা একাডেমির সভাপতি কে?
উঃ অধ্যাপক আনিসুজ্জামান খান।

৮২. প্রশ্ন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪ সালে।

৮৩. প্রশ্নঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত?
উ : ঢাকার সেগুন বাগিচায়।

৮৪. প্রশ্ন : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কে?
উ : লিয়াকত আলী লাকী।

৮৫.প্রশ্নঃ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯৭৭ সালে।

৮৬. প্রশ্ন : শিশু একাডেমি কোথায় অবস্থিত?
উঃ ঢাকার পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে।

৮৭. প্রশ্ন: শিশু একাডেমির চেয়ারম্যান কে?
উঃ লাকী ইনাম।

৮৮. প্রশ্ন : এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ : ৩ জানুয়ারি, ১৯৫২ সালে (১৯৭১ স বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি” নামে রূপান্তরিত হয়।)

৮৭. প্রশ্ন: এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার উইলিয়াম জোন্স।

৮৮. প্রশ্ন : এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বিশ্বকোষ’ টির নাম কী?
উ : বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়।)

৮৯. প্রশ্ন: এশিয়াটিক সোসাইটির বর্তমান সভাপতি কে?
উঃ অধ্যাপক মাহফুজা খানম।

৯০. প্রশ্ন : বাংলা পিডিয়া (বিশ্বকোষ) প্রকল্পের পরিচালক কে?
উ: ড. সিরাজুল ইসলাম।

৯১. প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৮ সালে।

৯২.প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র এর প্রতিষ্ঠাতা কে?
উ: অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

৯৩.প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র এর শ্লোগান কী?
উ: আলেকিত মানুষ চাই।

৯৪. প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন কী?
উঃ চর্যাপদ।

৯৫. প্রশ্ন : চর্যাপদের আবিষ্কারক কে?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী।

৯৬. প্রশ্ন : চর্যাপদ কত সালে আবিষ্কার করা হয়?
উঃ ১৯০৭ সালে

৯৭. প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়?
উঃ নেপালের রাজ দরবারে।

৯৮. প্রশ্নঃ মোট কতটি চর্যাপদ রচিত হয়েছিল?
উঃ ৫১টি।

৯৯. প্রশ্ন : মোট কতটি চর্যাপদ উদ্ধার করা হয়েছিল?
উঃ সাড়ে ছেচল্লিশটি।

১০০. প্রশ্ন : চর্যাপদের মোট লেখক কত জন ছিল?
উঃ ২৪ জন।

১০১. প্রশ্ন : সর্বাধিক চর্যাপদ কে রচনা করেন?
উঃ কাহ্নপা (১৩টি) ।

১০২. প্রশ্ন : ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উঃ ডঃ দীনেশ চন্দ্র সেন।

১০৩. প্রশ্ন : বাংলাদেশের বাউল সম্রাট” কে?
উঃ লালন ফকির।

১০৪. প্রশ্ন: লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত?
উ: কুষ্টিয়ার দেউড়ীতে।

১০৫. প্রশ্ন : লালন ফকিরের জীবনের উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমার নাম কী?
উ : অচিন পাখি।

১০৬. প্রশ্ন : বাংলা টম্পা গানের জনক কে?
উ : নিধু বাবু।

১০৭. প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উঃ চার্লস উইলকিনস।

১০৮. প্রশ্ন : প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন?
উ : পঞ্চানন কর্মকার।

১০৯. প্রশ্ন: “দেওয়ানা মদীনা’ পালার রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি।

১১০. প্রশ্ন: পাঁচালি গানের শক্তিশালী কবি কে?
উ : দাশ রথি রায়।

১১১. প্রশ্ন : ঠাকুর মার ঝুলি’ এর লেখক কে?
উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

১১২. প্রশ্ন : বাংলাদেশ লোক সাহিত্যের সংগ্রাহক কারা?
উ : ড. মুহম্মদ শহীদুল্লাহ, কবি আবদুস, ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ।

১১৩. প্রশ্ন: প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনার তৈরি?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৬৩ সালে)।

See also  মেট্রোরেলের ভাড়া ও সময়সূচি

১১৪. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত গানের সম্রাট কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

১১৫. প্রশ্ন : ‘মরমী কবি’ নামে পরিচিত কে?
উ : হাসন রাজা।

১১৬. প্রশ্ন : হাসন রাজার মাজার কোথায় অবস্থিত?
উ : সিলেটে।

১১৭. প্রশ্ন: সঙ্গীতে অবদান রাখার জন্য আব্বাস উদ্দীনকে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করেন কবে?
উ: ১৯৮১ সালে।

১১৮. প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা কে?
উ : ফেরদৌসী রহমান।

১১৯. প্রশ্ন:লোকসঙ্গীত ও আধুনিক সংগীতে সুনাম অর্জনকারী গায়িকা কে?
উ : সাবিনা ইয়াসমিন।

১২০. প্রশ্ন:বিভিন্ন ভাষার সংগীতে অনন্য সাধারণ বাংলাদেশের গায়িকা কে?
উঃ রুনা লায়লা।

১২১. প্রশ্ন: আবদুল আলিম কিসে খ্যাতি অর্জন করেন?
উ : পল্লীগীতি গেয়ে।

১২২. প্রশ্ন: শিশুস্বর্গ কী?
উ : এস. এম. সুলতানের নিজবাড়ী নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অংকন প্রতিষ্ঠান।

১২৩. প্রশ্ন:ঢাকার মঞ্চে প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন?
উঃ কামরুন্নাহার চৌধুরী।

১২৪. প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে ছিলেন?
উ : আবদুল লতিফ।

১২৫. প্রশ্ন : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে?
উ : আবদুল গাফফার চৌধুরী।

১২৬. প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির বর্তমান সুরকার কে?
উঃ আলতাফ মাহমুদ।

১২৭. প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে?
উ : গোবিন্দ হালদার।

১২৮. প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির সুরকার কে?
উ : আপেল মাহমুদ।

১২৯. প্র : ‘সব কটি জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে?
উ : নজরুল ইসলাম বাবু।

১৩০. প্রশ্ন : ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ গানটির গীতিকার কে?
উ : গোবিন্দ হালদার।

১৩১. প্রশ্ন : ‘লেফট রাইট লেফট রাইট’, ‘হুশিয়ার হুঁশিয়ার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘চল বীর সৈনিক’ প্রভৃতি গানের গীতিকার কে?
উঃ গোবিন্দ হালদার।

১৩২. প্রশ্নঃ “আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন’ গানটির গীতিকার কে?
উ : মোহাম্মদ মনিরুজ্জামান।

১৩৩. প্রশ্ন ঃ ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গানটির গীতিকার কে?
উঃ মোহাম্মদ মনিরুজ্জামান।

১৩৪. প্রশ্ন : ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটির গীতিকার কে?
উ : মোহাম্মদ মনিরুজ্জামান।

১৩৫. প্রশ্ন : ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

১৩৬. প্রশ্ন: বর্তমানে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির রচয়িতা ?
উঃ গোবিন্দ হালদার।

১৩৭. প্রশ্ন : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির সুরকার কে?
উঃ আপেল মাহমুদ।

১৩৮. প্রশ্ন : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির প্রথম শিল্পী কে?
উঃ স্বপ্ন রায়।

১৩৯. প্রশ্ন : রেবেকা সুলতানা কবে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি
গেয়েছিলেন?
উঃ ১৯৭৩ সালে।

১৪০. প্রশ্ন : ‘এক নদী রক্ত পেরিয়ে-‘ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ খান আতাউর রহমান।

১৪১. প্রশ্ন : ‘এক নদী রক্ত পেরিয়ে ‘ গানটির শিল্পী কে?
উঃ শাহানাজ রহমতউল্লাহ।

১৪২. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায় (ডিএল রায়)।

১৪৩. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…” গানটির শিল্পী কে?
উঃ সমবেত কণ্ঠে ।

১৪৪. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…’ গানটি কবে রচনা করা হয়?
উ: ১৯০৫ সালে।

১৪৫. প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে…” গানটির শিল্পী ও সুরকার কে?
উঃ আবদুল জব্বার ।

১৪৬. প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে…” গানটির গীতিকার কে?
উঃ ফজলে খোদা।

১৪৭. প্রশ্ন : বাংলা নববর্ষ’ পহেলা বৈশাখ চালু করেন কে?
উঃ সম্রাট আকবর।

১৪৮. প্রশ্ন : মিশুক মুনিরের বাবা কে ছিলেন?
উ : শহীদ সাংবাদিক মুনির চৌধুরী।

১৪৯. প্রশ্ন : কবী শামসুর রাহমানকে কবিশ্রেষ্ঠ উপাধি দেয় কারা?
উত্তর: রাইটার্স ক্লাব।

১৫০. প্রশ্ন : বিবিসির বাংলা বিভাগের শ্রোতা জরিপে শ্রেষ্ঠ বাংলা গান কোনটি?
উত্তর:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?