উত্তর: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশারও পছন্দের রক্তের গ্রুপ রয়েছে। আর এ কারণেই ওই রক্ত আছে যাদের শরীরে তাদেরকেই বেশি কামড়ায়। পাশাপাশি কোনো রঙের পোশাক পরে আছেন তার ওপরও অনেকটা নির্ভর করে মশা বেশি নাকি কম কামড়াবে। গবেষকদের মতে, কালো বা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা বেশি কামড়ায়।