প্রশ্ন: মশা মানুষকে কামড়ায় কেন

READ ALSO

উত্তর: মশার (স্ত্র) বংশ বৃদ্ধির জন্য (ডিম পাড়া) রক্ত প্রয়োজন। তাই মশা কামড়ায়। মশা শরীরের বসে কামড়ানোর পূর্বে হুল পিচ্ছিল করার জন্য মুখে লালা আনে এবং হুল ফুটানোর পর এ লালা ঐ স্থানকে কিছুটা অবশের মতো করে বলে হুল ফুটানোর সময় তা টের পাওয়া যায় না। শুধু স্ত্রী মশারাই রক্ত খায়। স্ত্রী মশাদের প্রজননের জন্য প্রচুর ডিম দেওয়ার প্রয়োজন হয়। আর এ ডিমের গঠন উপাদানের কিছু অত্যাবশ্যকীয় প্রোটিন , যা কেবল রক্ত থেকেই পাওয়া যায়। তাই প্রজনের জন্য তাদের রক্ত খেতে হয়।

See also  প্রশ্ন: কম্পিউটার কী?
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?