মৃত্যুদণ্ড দিয়ে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?

READ ALSO

উত্তর: কোনো আসামির মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বিচারক খোঁচা দিয়ে কলমের নিব ভেঙে ফেলেন। বিচারক আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর নিব ভেঙে ফেলাটা ব্রিটিশ আমল থেকে চলে আসা একটা কাস্টমস বা রেওয়াজ, যেটি মূলত একটি প্রতীকী বিষয়।এর প্রথম ব্যাখ্যা হলো-কলম একজনের জীবনের আলো নিভে যাওয়ার রায় লিখেছে, যে যেন অন্য কারো জীবনের বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারে।দ্বিতীয় ব্যাখ্যা হলো-বিচারককেও তার রায়ের বিষন্নতা ছুঁয়ে যায়। মন খারাপের অনুভূতি থেকে বা অপরাধবোধ হতে বিচারক তার প্রদত্ত দণ্ড ফিরিয়ে নেওয়ার কথাও ভাবতে পারেন। কিন্তু তিনি যেন তা না করতে পারেন, তার জন্যই কলমের নিব ভেঙে ফেলা হয়। সর্বশেষ ব্যাখ্যা হলো-যেকোনো মৃত্যুই কম বা বেশি দুঃখ দেয়, যদিও কখনো কখনো গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তিরও প্রয়োজন হয়। তারপরও কলমের নিব ভেঙে ফেলার মাধ্যমে বোঝানো হয়, মৃত্যু একটি দুঃখজনক বিষয়।

See also  প্রশ্ন: কম্পিউটার কী?
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?