যুক্তরাজ্যের রাজধানী নাম হচ্ছে লন্ডন। এটি ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। লন্ডন শহরে প্রায় ৮৮ লক্ষ মানুষ বাস করে। এটি ইংল্যান্ড ও যুক্তরাজ্যের বৃহত্তম শহর। যুক্তরাজ্যের ১৩ শতাংশের বেশি মানুষ লন্ডনে বাস করে। ১৭শ শতক থেকে আজ পর্যন্ত লন্ডন ইউরোপের বৃহত্তম শহর। ১৯শ শতকে এটি বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী নগরী ছিল। সেসময় শহরটি সুবৃহৎ ও সমৃদ্ধিশালী ব্রিটিশ সাম্রাজ্যর কেন্দ্রবিন্দু ছিল। দেশটির সম্পর্কে আরও কিছু তথ্য নিচে দেওয়া হলো-
যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের নাম কি | গড সেইভ দ্য কিং |
যুক্তরাজ্যের মুদ্রার নাম কি | পাউন্ড স্টার্লিং (£) (GBP) |
যুক্তরাজ্যের রাজধানীর নাম কি |
লন্ডন |
যুক্তরাজ্যের সরকারি ভাষার নাম কি- | ইংরেজি |
যুক্তরাজ্যের নৃগোষ্ঠী কতজন (২০১১) | ৮৭.১- শতাংশ সাদা, ৭.০-শতাংশ এশীয়, ৩.০শতাংশ-কালো, ২.০ শতাংশ-মিশ্র, ০.৯ শতাংশ -অন্যান্য |
যুক্তরাজ্যের সরকার | সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র |
যুক্তরাজ্যের রাজতন্ত্র | তৃতীয় চার্লস |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি | ঋষি সুনাক (২০২২ সাল থেকে) |
যুক্তরাজ্যের মোট আয়তন কত | ২,৪২,৪৯৫ কিমি (৯৩,৬২৮ মা.) (৭৮তম), পানি/জল (%)-১.৩৪ |
যুক্তরাজ্যের জনসংখ্যা কতজন | • ২০১৫ আনুমানিক ৬৪,৭১৬,০০০ (২২তম) • ২০১১ আদমশুমারি ৬৩,১৮১,৭৭৫ (২২তম) • ঘনত্ব ২২৫.৬ /কিমি (৫৮৪.৩ /বর্গমাইল) (৫১তম) |
যুক্তরাজ্যের গাড়ী চালনার দিক | বাম |
যুক্তরাজ্যের ইন্টারনেট টিএলডি | .uk |
যুক্তরাজ্যের কলিং কোড কত |
+৪৪ |
মানব উন্নয়ন সূচক (২০১৪) কত | বৃদ্ধি 0.907, অতি উচ্চ · ১৪তম |
যুক্তরাজ্যের আইন-সভা |
|
যুক্তরাজ্যের তারিখ বিন্যাস | দিন/মাস/বছর |
যুক্তরাজ্যের জিনি কত (২০১৪) | ধনাত্মক হ্রাস 31.6 মাধ্যম · ৩৩তম |