যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম ( United Kingdom) হচ্ছে ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটির সরকারি নাম হচ্ছে গ্রেইট ব্রিটেন। এছাড়া উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য এবং ব্রিটেন নামেও সারাবিশ্বে পরিচিত। ব্রিটেন একটি সাংবিধানিক প্রজাতন্ত্র। তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান। এখানে একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান। লন্ডন শহর যুক্তরাজ্যের রাজধানী। এটি ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। দেশটির সম্পর্কে আরও কিছু তথ্য নিচে দেওয়া হলো-
যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের নাম কি | গড সেইভ দ্য কিং |
যুক্তরাজ্যের মুদ্রার নাম কি | পাউন্ড স্টার্লিং (£) (GBP) |
যুক্তরাজ্যের রাজধানীর নাম কি |
লন্ডন |
যুক্তরাজ্যের সরকারি ভাষার নাম কি- | ইংরেজি |
যুক্তরাজ্যের নৃগোষ্ঠী কতজন (২০১১) | ৮৭.১- শতাংশ সাদা, ৭.০-শতাংশ এশীয়, ৩.০শতাংশ-কালো, ২.০ শতাংশ-মিশ্র, ০.৯ শতাংশ -অন্যান্য |
যুক্তরাজ্যের সরকার | সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র |
যুক্তরাজ্যের রাজতন্ত্র | তৃতীয় চার্লস |
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি | ঋষি সুনাক (২০২২ সাল থেকে) |
যুক্তরাজ্যের মোট আয়তন কত | ২,৪২,৪৯৫ কিমি (৯৩,৬২৮ মা.) (৭৮তম), পানি/জল (%)-১.৩৪ |
যুক্তরাজ্যের জনসংখ্যা কতজন | • ২০১৫ আনুমানিক ৬৪,৭১৬,০০০ (২২তম) • ২০১১ আদমশুমারি ৬৩,১৮১,৭৭৫ (২২তম) • ঘনত্ব ২২৫.৬ /কিমি (৫৮৪.৩ /বর্গমাইল) (৫১তম) |
যুক্তরাজ্যের গাড়ী চালনার দিক | বাম |
যুক্তরাজ্যের ইন্টারনেট টিএলডি | .uk |
যুক্তরাজ্যের কলিং কোড কত |
+৪৪ |
মানব উন্নয়ন সূচক (২০১৪) কত | বৃদ্ধি 0.907, অতি উচ্চ · ১৪তম |
যুক্তরাজ্যের আইন-সভা |
|
যুক্তরাজ্যের তারিখ বিন্যাস | দিন/মাস/বছর |
যুক্তরাজ্যের জিনি কত (২০১৪) | ধনাত্মক হ্রাস 31.6 মাধ্যম · ৩৩তম |