সূরা আন নাবা পবিত্র কুরআন শরীফের ৭৮ তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪০ এবং এর রূকুর সংখ্যা ০২ টি। সূরা আন নাবা মক্কায় অবতীর্ণ হয়েছে।
সূরার দ্বিতীয় আয়াতের عَنِ النَبَاِ الْعَظِيمِ বাক্যাংশের ‘আন নাবা’ শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। আর এটি কেবল নামই নয় , এই সূরার সমগ্র বিষয়বস্তুর শিরোনামও এটিই। কারণ নাবা মানে হচ্ছে কিয়ামত ও আখেরাতের খবর। আর এই সূরায় কিয়ামত ও আখেরাতের খবরের ওপরই সমস্ত আলোচনা কেন্দ্রীভূত করা হয়েছে।
আরবি: عَمَّ يَتَسَاءَلُونَ
উচ্চারণ: ‘আম্মা ইয়াতাছাআলুন।
বাংলা অর্থ: তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
আরবি: عَنِ النَّبَإِ الْعَظِيمِ
উচ্চারণ: ‘আনিন্নাবাইল ‘আজীম।
বাংলা অর্থ: মহা সংবাদ সম্পর্কে,
আরবি: الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
উচ্চারণ: আল্লাযী হুম ফীহি মুখতালিফূন।
বাংলা অর্থ: যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
আরবি: كَلَّا سَيَعْلَمُونَ
উচ্চারণ: কাল্লা-ছাইয়া‘লামূন।
বাংলা অর্থ: না, সত্ত্বরই তারা জানতে পারবে,
আরবি: ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
উচ্চারণ: ছু ম্মা কাল্লা-ছাইয়া‘লামূন।
বাংলা অর্থ: অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
আরবি: أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
উচ্চারণ: আলাম নাজ‘আলিল আরদা মিহা-দা-।
বাংলা অর্থ: আমি কি করিনি ভূমিকে বিছানা
আরবি: وَالْجِبَالَ أَوْتَادًا
উচ্চারণ: ওয়াল জিবা-লা আওতা-দা।
বাংলা অর্থ: এবং পর্বতমালাকে পেরেক?
আরবি: وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
উচ্চারণ: ওয়া খালাকনা-কুম আঝওয়া-জা-
বাংলা অর্থ: আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
আরবি: وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
উচ্চারণ: ওয়া জা‘আলনা-নাওমাকুম ছুবা-তা।
বাংলা অর্থ: তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
আরবি: وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
উচ্চারণ: ওয়া জা‘আলনাল্লাইলা লিবা-ছা।
বাংলা অর্থ: রাত্রিকে করেছি আবরণ।
আরবি: وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
উচ্চারণ: ওয়া জা‘আলনান্নাহা-রা মা‘আ-শা-।
বাংলা অর্থ: দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
আরবি: وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
উচ্চারণ: ওয়া বানাইনা-ফাওকাকুম ছাব‘আন শিদা-দা-।
বাংলা অর্থ: নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
আরবি: وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
উচ্চারণ: ওয়া জা‘আলনা-ছিরা-জাওঁ ওয়াহহা-জা-।
বাংলা অর্থ: এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
আরবি: وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا
উচ্চারণ: ওয়া আনঝালনা-মিনাল মু‘সিরা-তি মাআন ছাজ্জা-জা-।
বাংলা অর্থ: আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
আরবি: لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
উচ্চারণ: লিনুখরিজা বিহী হাব্বাওঁ ওয়া নাবা-তা-।
বাংলা অর্থ: যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
আরবি: وَجَنَّاتٍ أَلْفَافًا
উচ্চারণ: ওয়া জান্না-তিন আলফা-ফা-।
বাংলা অর্থ: ও পাতাঘন উদ্যান।
আরবি: إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
উচ্চারণ: ইন্না ইয়াওমাল ফাসলি কা-না মীকাতা-।
বাংলা অর্থ: নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
আরবি: يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
উচ্চারণ: ইয়াওমা ইউনফাখুফিসসুরি ফাতা’তূনা আফওয়া-জা।
বাংলা অর্থ: যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
আরবি: وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
উচ্চারণ: ওয়া ফুতিহাতিছ ছামাউ ফাকা-নাত আবওয়া-বা-।
বাংলা অর্থ: আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
আরবি: وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
উচ্চারণ: ওয়া ছুইয়িরাতিল জিরা-লুফাকা-নাত ছারা-বা-।
বাংলা অর্থ: এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
আরবি: إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
উচ্চারণ: ইন্না জাহান্নামা কা-নাত মিরসা-দা-।
বাংলা অর্থ: নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
আরবি: لِّلطَّاغِينَ مَآبًا
উচ্চারণ: লিত্তা-গীনা মাআ-বা-।
বাংলা অর্থ: সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
আরবি: لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
উচ্চারণ: লা-বিছীনা ফীহাআহকা-বা-।
বাংলা অর্থ: তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
আরবি: لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
উচ্চারণ: লা-ইয়াযূকূনা ফীহা-বারদাওঁ ওয়ালা-শারা-বা-।
বাংলা অর্থ: তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
আরবি: إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
উচ্চারণ: ইল্লা-হামীমাওঁ ওয়াগাছছা-কা-।
বাংলা অর্থ: কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
আরবি: جَزَاءً وِفَاقًا
উচ্চারণ: জাঝাআওঁবিফা-কা-।
বাংলা অর্থ: পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
আরবি: إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
উচ্চারণ: ইন্নাহুম কা-নূলা-ইয়ারজুনা হিছা-বা-।
বাংলা অর্থ: নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
আরবি: وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
উচ্চারণ: ওয়া কাযযাবূবিআ-য়া-তিনা-কিযযা-বা।
বাংলা অর্থ: এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
আরবি: وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
উচ্চারণ: ওয়া কুল্লা শাইয়িন আহসাইনা-হু কিতা-বা-।
বাংলা অর্থ: আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
আরবি: فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
উচ্চারণ: ফাযূকূফালান নাঝীদাকুম ইল্লা-‘আযা-বা-।
বাংলা অর্থ: অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
আরবি: إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
উচ্চারণ: ইন্না লিলমুত্তাকীনা মাফা-ঝা-।
বাংলা অর্থ: পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
আরবি: حَدَائِقَ وَأَعْنَابًا
উচ্চারণ: হাদাইকা ওয়া আ‘না-বা-।
বাংলা অর্থ: উদ্যান, আঙ্গুর,
আরবি: وَكَوَاعِبَ أَتْرَابًا
উচ্চারণ: ওয়া কাওয়া-‘ইবা আতরা-বা-।
বাংলা অর্থ: সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
আরবি: وَكَأْسًا دِهَاقًا
উচ্চারণ: ওয়া কা’ছান দিহা-কা-।
বাংলা অর্থ: এবং পূর্ণ পানপাত্র।
আরবি: لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
উচ্চারণ: লা-ইয়াছমা‘উনা ফীহা-লাগওয়াওঁ ওয়ালা-কিযযা-বা-।
বাংলা অর্থ: তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
আরবি: جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
উচ্চারণ: জাঝাআম মির রাব্বিকা ‘আতাআন হিছা-বা-।
বাংলা অর্থ: এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
আরবি: رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
উচ্চারণ: রাব্বিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামা-বাইনাহুমাররাহমা-নি লা-ইয়ামলিকূনা মিনহু খিতা-বা-।
বাংলা অর্থ: যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
আরবি: يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
উচ্চারণ: ইয়াওমা ইয়াকূমুর রূহুওয়াল মালাইকাতুসাফফাল লা-ইয়াতাকাল্লামূনা ইল্লা-মান আযিনা লাহুর রাহমা-নুওয়া কা-লা সাওয়া-বা-।
বাংলা অর্থ: যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
আরবি: ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا
উচ্চারণ: যা-লিকাল ইয়াওমুল হাক্কু ফামান শাআত্তাখাযা ইলা-রাব্বিহী মাআ-বা-।
বাংলা অর্থ: এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
আরবি: إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
উচ্চারণ: ইন্নাআনযারনা-কুম ‘আযা-বান কারীবাইঁ ইয়াওমা ইয়ানযু রুল মারউ মা-কাদ্দামাত ইয়াদা-হু ওয়া ইয়াকূলুল কা-ফিরু ইয়া-লাইতানী কুনতুতুরা-বা।
বাংলা অর্থ: আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।