সূরা আন নাযিয়াত‌-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah An-Naziat

সূরা আন নাযিয়াত‌

সূরা আন নাযিয়াত‌ পবিত্র কুরআন শরীফের ৭৯ তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আন নাযিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আন নাযিয়াত‌ বাংলা অর্থ সহ নিচে দেয়া হলো-

    সূরা আন নাযিয়াত‌-এর বাংলা অনুবাদ সহ পড়ুন

আরবি: وَالنَّازِعَاتِ غَرْقًا
উচ্চারণ: ওয়ান্না-ঝি‘আ-তি গারকা-।
বাংলা অর্থ: শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,

আরবি: وَالنَّاشِطَاتِ نَشْطًا
উচ্চারণ:ওয়ান্না-শিতা-তি নাশতা-।
বাংলা অর্থ: শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;

আরবি: وَالسَّابِحَاتِ سَبْحًا
উচ্চারণ:ওয়াছছা-বিহা-তি ছাবহা-।
বাংলা অর্থ: শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,

আরবি: فَالسَّابِقَاتِ سَبْقًا
উচ্চারণ:ফাছছা-বিকা-তি ছাবকা-।
বাংলা অর্থ: শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

আরবি: فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
উচ্চারণ: ফাল মুদাব্বিরা-তি আমরা-।
বাংলা অর্থ: শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

আরবি: يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
উচ্চারণ:ইয়াওমা তারজুফুররা-জিফাহ।
বাংলা অর্থ: যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,

আরবি: تَتْبَعُهَا الرَّادِفَةُ
উচ্চারণ:তাতবা‘উহার রা-দিফাহ।
বাংলা অর্থ: অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;

আরবি: قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
উচ্চারণ:কূলূবুইঁ ইয়াওমাইযিওঁ ওয়া-জিফাহ।
বাংলা অর্থ: সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

আরবি: أَبْصَارُهَا خَاشِعَةٌ
উচ্চারণ:আবসা-রুহা-খা-শি‘আহ।
বাংলা অর্থ: তাদের দৃষ্টি নত হবে।

আরবি: يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
উচ্চারণ:ইয়াকূ লূনা আ ইন্না-লামারদূদূনা ফিল হা-ফিরাহ।
বাংলা অর্থ: তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-

আরবি: أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً
উচ্চারণ: আইযা-কুন্না-‘ইজা-মান নাখিরাহ।
বাংলা অর্থ: গলিত অস্থি হয়ে যাওয়ার পরও?

আরবি: قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
উচ্চারণ:কা-লূতিলকা ইযান কাররাতুন খা-ছিরাহ।
বাংলা অর্থ: তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!

আরবি: فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
উচ্চারণ:ফাইন্নামা-হিয়া ঝাজরাতুওঁ ওয়া-হিদাহ ।
বাংলা অর্থ: অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,

See also  সূরা আত-তাগাবুন-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah At-Tagabun

আরবি: فَإِذَا هُم بِالسَّاهِرَةِ
উচ্চারণ:ফাইযা-হুম বিছছা-হিরাহ।
বাংলা অর্থ: তখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

আরবি: هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
উচ্চারণ:হাল আতা-কা হাদীছুমূছা-।
বাংলা অর্থ: মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?

আরবি: إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
উচ্চারণ:ইযনা-দা-হু রাব্বুহূবিলওয়া-দিল মুকাদ্দাছি তুওয়া-।
বাংলা অর্থ: যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,

আরবি: اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
উচ্চারণ:ইযহাব ইলা-ফির‘আওনা ইন্নাহূতাগা-।
বাংলা অর্থ: ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

আরবি: فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ
উচ্চারণ:ফাকুল হাল্লাকা ইলাআন তাঝাক্কা-।
বাংলা অর্থ: অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?

আরবি: وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
উচ্চারণ: ওয়া আহদিয়াকা ইলা-রাব্বিকা ফাতাখশা-।
বাংলা অর্থ: আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

আরবি: فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
উচ্চারণ:ফাআরা-হুল আ-য়াতাল কুবরা-।
বাংলা অর্থ: অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

আরবি: فَكَذَّبَ وَعَصَىٰ
উচ্চারণ:ফাকাযযাবা ওয়া‘আসা-।
বাংলা অর্থ: কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

আরবি: ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
উচ্চারণ: ছু ম্মা আদবারা ইয়াছ‘আ-।
বাংলা অর্থ: অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

আরবি: فَحَشَرَ فَنَادَىٰ
উচ্চারণ: ফাহাশারা ফানা-দা-।
বাংলা অর্থ: সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

আরবি: فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
উচ্চারণ:ফাকা-লা আনা রাব্বুকুমুল আ‘লা-।
বাংলা অর্থ: এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

আরবি: فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
উচ্চারণ:ফাআখাযাহুল্লা-হু নাকা-লাল আ-খিরাতি ওয়াল ঊলা-।
বাংলা অর্থ: অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

আরবি: إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ
উচ্চারণ:ইন্না ফী যা-লিকা লা‘ইবরাতাল লিমাইঁ ইয়াখশা-।
বাংলা অর্থ: যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

আরবি: أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
উচ্চারণ:আ আনতুম আশাদ্দুখালকান আমিছ ছামাউ বানা-হা-।
বাংলা অর্থ: তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?

See also  সূরা আল-আদিয়াত বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Adiyat

আরবি: رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
উচ্চারণ:রাফা‘আ ছামকাহা-ফাছাওয়া-হা-।
বাংলা অর্থ: তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

আরবি: وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
উচ্চারণ:ওয়া আগতাশা লাইলাহা-ওয়া আখরাজা দুহা-হা-।
বাংলা অর্থ: তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

আরবি: وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
উচ্চারণ:ওয়াল আর দা বা‘দা যা-লিকা দাহা-হা-।
বাংলা অর্থ: পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

আরবি: أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
উচ্চারণ:আখরাজা মিনহা-মাআহা-ওয়া মার‘আ-হা-।
বাংলা অর্থ: তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,

আরবি: وَالْجِبَالَ أَرْسَاهَا
উচ্চারণ:ওয়াল জিবা-লা আরছা-হা।
বাংলা অর্থ: পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

আরবি: مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
উচ্চারণ:মাতা-‘আল্লাকুম ওয়ালি আন‘আ-মিকুম।
বাংলা অর্থ: তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

আরবি: فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
উচ্চারণ:ফাইযা-জাআত্তিত্তাম্মাতুল কুবরা-।
বাংলা অর্থ: অতঃপর যখন মহাসংকট এসে যাবে।

আরবি: يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
উচ্চারণ:ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনছা-নুমা-ছা‘আ-।
অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

আরবি: وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
উচ্চারণ: ওয়া বুররিঝাতিল জাহীমুলিমাইঁ ইয়ারা-।
বাংলা অর্থ: এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

আরবি: فَأَمَّا مَن طَغَىٰ
উচ্চারণ:ফাআম্মা-মান তাগা-।
বাংলা অর্থ: তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

আরবি: وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
উচ্চারণ:ওয়া আ-ছারাল হায়া-তাদ্দুনইয়া-।
বাংলা অর্থ: এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

আরবি: فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
উচ্চারণ:ফাইন্নাল জাহীমা হিয়াল মা’ওয়া-।
বাংলা অর্থ: আরবি: তার ঠিকানা হবে জাহান্নাম।

আরবি: وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ
উচ্চারণ:ওয়া আম্মা-মান খা-ফা মাকা-মা রাব্বিহী ওয়া নাহান্নাফছা ‘আনিল হাওয়া-।
বাংলা অর্থ: পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

আরবি: فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
উচ্চারণ: ফাইন্নাল জান্নাতা হিয়াল মা’ওয়া।
বাংলা অর্থ: তার ঠিকানা হবে জান্নাত।

আরবি: يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
উচ্চারণ:ইয়াছা‘আলূনাকা ‘আনিছ ছা-‘আতি আইইয়া-না মুরছা-হা-।
বাংলা অর্থ: তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

See also  সূরা আদ-দাহর-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Ad-Dahr

আরবি:فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا
উচ্চারণ:ফীমা আনতা মিন যিকরা-হা-।
বাংলা অর্থ: এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

আরবি: إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا
উচ্চারণ:ইলা-রাব্বিকা মুনতাহা-হা-।
বাংলা অর্থ: এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

আরবি: إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا
উচ্চারণ: ইন্নামাআনতা মুনযিরু মাইঁ ইয়াখশা-হা-।
বাংলা অর্থ: যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

আরবি: كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
উচ্চারণ:কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনাহা-লাম ইয়ালবাছূইল্লা-‘আশিইইয়াতান আও দুহা- হা।
বাংলা অর্থ: যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

Related Posts

সূরা আল ওয়াকিয়াহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Waqi’a

সূরা আল ওয়াকিয়াহ পবিত্র কুরআন শরীফের ৫৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা...

Read moreDetails

সূরা আল মুজাদালাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mujadila

সূরা আল-মুজাদালাহ‌ পবিত্র কুরআন শরীফের ৫৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?