সূরা আল-ইনশিরাহ পবিত্র কুরআন শরীফের ৯৪ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাটিতে মহান আল্লাহ্ পাক আমাদের বুঝাতে চেয়েছেন, জীবনে দুঃখ কষ্ট আসলে দৈর্য্য ধারণ করতে এবং কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। জীবনে কষ্টের স্মুখীন হলেই যে আল্লাহ পাক আমার অসন্তুষ্ট এমনটা না ভেবে বরং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং উপাসনায় মশগুল থাকতে হবে।
আরবি: أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
উচ্চারণঃ আলাম নাশরাহলাকা সাদরাক।
বাংলা অর্থ: আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
আরবি: وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
উচ্চারণঃ ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক
বাংলা অর্থ: আমি লাঘব করেছি আপনার বোঝা,
আরবি: الَّذِي أَنقَضَ ظَهْرَكَ
উচ্চারণঃ আল্লাযীআনকাদা জাহরাক।
বাংলা অর্থ: যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
আরবি: وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
উচ্চারণঃ ওয়া রাফা‘না-লাকা যিকরাক।
বাংলা অর্থ: আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
আরবি: فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
উচ্চারণঃ ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।
বাংলা অর্থ: নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
আরবি: إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
উচ্চারণঃ ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-।
বাংলা অর্থ: নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
আরবি: فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
উচ্চারণঃ ফাইযা-ফারাগতা ফানসাব।
বাংলা অর্থ: অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
আরবি: وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
উচ্চারণঃ ওয়া ইলা- রাব্বিকা ফারগাব।
বাংলা অর্থ: এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।