সূরা আল ক্বারিআহ হচ্ছে পবিত্র কুরআন শরীফের ১০১তম সূরা। এর আয়াত সংখ্যা হলো ১১টি এবং এর রূকুর সংখ্যা ১টি। এটি একটি মক্কী সূরা অর্থ্যাৎ এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরার প্রথম শব্দ ক্বারিআহ থেকে এর নামকরণ করা হয়েছে। এ সূরায় শুধু কিয়ামত ও আখেরাতের ওপর আলোকপাত তরা হয়েছে। নিচে সূরা আল ক্বারিআহ সূরাটির বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ দেয়া হলো-
আরবি: الْقَارِعَةُ
বাংলা উচ্চারণ: আল কা-রি‘আহ।
বাংলা অর্থ: করাঘাতকারী
আরবি: مَا الْقَارِعَةُ
বাংলা উচ্চারণ: মাল কা-রি‘আহ।
বাংলা অর্থ: করাঘাতকারী কি?
আরবি: وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
বাংলা উচ্চারণ: ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
বাংলা অর্থ: করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
আরবি: يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
বাংলা উচ্চারণ: ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
বাংলা অর্থ: যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
আরবি: وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
বাংলা উচ্চারণ: ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
বাংলা অর্থ: এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
আরবি: فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
বাংলা উচ্চারণ: ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
বাংলা অর্থ: অতএব যার পাল্লা ভারী হবে,
আরবি: فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
বাংলা উচ্চারণ: ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
বাংলা অর্থ: সে সুখীজীবন যাপন করবে।
আরবি: وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
বাংলা উচ্চারণ: ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ
বাংলা অর্থ: আর যার পাল্লা হালকা হবে,
আরবি: فَأُمُّهُ هَاوِيَةٌ
বাংলা উচ্চারণ: ফাউম্মুহূহা-বিইয়াহ।
বাংলা অর্থ: তার ঠিকানা হবে হাবিয়া।
আরবি: وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
বাংলা উচ্চারণ: ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।
বাংলা অর্থ: আপনি জানেন তা কি?
আরবি: نَارٌ حَامِيَةٌ
বাংলা উচ্চারণ: না-রুন হা-মিয়াহ।
বাংলা অর্থ: প্রজ্জ্বলিত অগ্নি!