সূরা আল বালাদ বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Balad

সূরা আল বালাদ বাংলা উচ্চারণ

সূরা আল-বালাদ পবিত্র কুরআন শরীফের ৯০ তম সূরা; এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২০ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ১। সূরা আল-বালাদ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির প্রথম আয়াতের َآ اٌقْسِمُ بِهآذَا الْبَلَدِ বাক্যাংশের الْبَلَدِ শব্দটি অনুসারে এই সূরার নামটি গৃহীত হয়েছে। অর্থাৎ, যে সূরার মধ্যে البلد (‘বালাদ’) শব্দটি আছে এটি সেই সূরা

সূরা আশ-শামস এর বাংলা অনুবাদ সহ পড়ুন

আরবি: لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ
বাংলা উচ্চারণ: লাউকছিমুবিহা-যাল বালাদ।
বাংলা অর্থ: আমি এই নগরীর শপথ করি

আরবি: وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ
বাংলা উচ্চারণ: ওয়া আনতা হিল্লুম বিহা-যাল বালাদ।
বাংলা অর্থ: এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

আরবি: وَوَالِدٍ وَمَا وَلَدَ
বাংলা উচ্চারণ: ওয়া ওয়া-লিদিওঁ ওয়ামা-ওয়ালাদ।
বাংলা অর্থ: শপথ জনকের ও যা জন্ম দেয়।

আরবি: لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
বাংলা উচ্চারণ: লাকাদ খালাকনাল ইনছা-না ফী কাবাদ।
বাংলা অর্থ: নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

আরবি: أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
বাংলা উচ্চারণ: ওয়া ইয়াহছাবুআল্লাইঁ ইয়াকদিরা ‘আলাইহি আহাদ।
বাংলা অর্থ: সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

আরবি: يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
বাংলা উচ্চারণ: ইয়াকূ লুআহলাকতুমা-লাল লুবাদা-।
বাংলা অর্থ: সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

আরবি: أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
বাংলা উচ্চারণ: আইয়াহছাবুআল্লাম ইয়ারাহূআহাদ।
বাংলা অর্থ: সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

আরবি: أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
বাংলা উচ্চারণ: আলাম নাজ‘আল্লাহূ‘আইনাইন।
বাংলা অর্থ: আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

আরবি: وَلِسَانًا وَشَفَتَيْنِ
বাংলা উচ্চারণ: ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।
বাংলা অর্থ: জিহবা ও ওষ্ঠদ্বয় ?

আরবি: وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
বাংলা উচ্চারণ: ওয়া হাদাইনা-হুন্নাজদাঈন।
বাংলা অর্থ: বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

আরবি: فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
বাংলা উচ্চারণ: ফালাকতাহামাল ‘আকাবাহ।
বাংলা অর্থ: অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

See also  তারাবির নামাজ পড়ার নিয়ম-বাংলায় নিয়ত-রাকাত-দোয়া-মোনাজাত

আরবি: وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
বাংলা উচ্চারণ: ওয়ামাআদরা-কা মাল ‘আকাবাহ।
বাংলা অর্থ: আপনি জানেন, সে ঘাঁটি কি?

আরবি: فَكُّ رَقَبَةٍ
বাংলা উচ্চারণ: ফাক্কুরাকাবাহ ।
বাংলা অর্থ: তা হচ্ছে দাসমুক্তি

আরবি: أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
বাংলা উচ্চারণ: আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাছগাবাহ।
বাংলা অর্থ: অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

আরবি: يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
বাংলা উচ্চারণ: ইয়াতীমান যা-মাকরাবাহ।
বাংলা অর্থ: এতীম আত্বীয়কে

আরবি: أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
বাংলা উচ্চারণ: আও মিছকীনান যা-মাতরাবাহ।
বাংলা অর্থ: অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

আরবি: ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
বাংলা উচ্চারণ: ছু ম্মা কা-না মিনাল্লাযীনা আ-মানূওয়াতাওয়া-সাও বিসসাবরি ওয়াতাওয়া-সাও বিল মারহামাহ।
বাংলা অর্থ: অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

আরবি: أُولَـٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
বাংলা উচ্চারণ: উলাইকা আসহা-বুল মাইমানাহ।
বাংলা অর্থ: তারাই সৌভাগ্যশালী।

আরবি: وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
বাংলা উচ্চারণ: ওয়াল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।
বাংলা অর্থ: আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

আরবি: عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
বাংলা উচ্চারণ: ‘আলাইহিম না-রুম মু’সাদাহ।
বাংলা অর্থ: তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

Related Posts

সূরা আল ওয়াকিয়াহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Waqi’a

সূরা আল ওয়াকিয়াহ পবিত্র কুরআন শরীফের ৫৬ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৯৬ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা...

Read moreDetails

সূরা আল মুজাদালাহ-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mujadila

সূরা আল-মুজাদালাহ‌ পবিত্র কুরআন শরীফের ৫৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩।...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?