সূরা আল বুরূজ বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Buruj

সূরা আল বুরূজ

সূরা আল বুরুজ পবিত্র কুরআন শরীফের ৮৫ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২২, সূরা আল-বুরুজ‌ মক্কায় অবতীর্ণ হয়েছে।

সূরা আল বুরূজ এর বাংলা অনুবাদ সহ পড়ুন

আরবি: وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
বাংলা উচ্চারণ: ওয়াছ ছামাই যা-তিল বুরূজ।
বাংলা অর্থ: শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

READ ALSO

আরবি: وَالْيَوْمِ الْمَوْعُودِ
বাংলা উচ্চারণ: ওয়াল ইয়াওমিল মাও‘ঊদ।
বাংলা অর্থ: এবং প্রতিশ্রুত দিবসের,

আরবি: وَشَاهِدٍ وَمَشْهُودٍ
বাংলা উচ্চারণ: ওয়া শা-হিদিওঁ ওয়া মাশহূদ।
বাংলা অর্থ: এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

আরবি: قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
বাংলা উচ্চারণ: কুতিলা আসহা-বুল উখদূদ ।
বাংলা অর্থ: অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

আরবি: النَّارِ ذَاتِ الْوَقُودِ
বাংলা উচ্চারণ: আন্না-রি যা-তিল ওয়াকূদ।
বাংলা অর্থ: অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

আরবি: إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
বাংলা উচ্চারণ: ইযহুম ‘আলাইহা-কু‘ঊদ।
বাংলা অর্থ: যখন তারা তার কিনারায় বসেছিল।

আরবি: وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
বাংলা উচ্চারণ: ওয়া হুম ‘আলা-মা-ইয়াফ‘আলূনা বিলমু’মিনীনা শুহূদ।
বাংলা অর্থ: এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

আরবি: وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
বাংলা উচ্চারণ: ওয়া মা-নাকামূমিনহুম ইল্লাআইঁ ইউ’মিনূবিল্লা-হিল ‘আঝীঝিল হামীদ।
বাংলা অর্থ: তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

আরবি: الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
বাংলা উচ্চারণ: আল্লাযী লাহূমুলকুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়াল্লা-হু ‘আলা-কুল্লি শাইয়িন শাহীদ।
বাংলা অর্থ: যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

আরবি: إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
বাংলা উচ্চারণ: ইন্নাল্লাযীনা ফাতানুলমু’মিনীন ওয়াল মু’মিনা-তি ছু ম্মা লাম ইয়াতূবূফালাহুম ‘আযা-বু জাহান্নামা ওয়া লাহুম ‘আযা-বুল হারীক।
বাংলা অর্থ: যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

See also  সূরা আত-তাগাবুন-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah At-Tagabun

আরবি: إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
বাংলা উচ্চারণ: ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি লাহুম জান্না-তুন তাজরী মিন তাহতিহাল আনহা-রু যা-লিকাল ফাওঝুল কাবীর।
বাংলা অর্থ: যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

আরবি: إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
বাংলা উচ্চারণ: ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
বাংলা অর্থ: নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

আরবি: إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
বাংলা উচ্চারণ: ইন্নাহূহুওয়া ইউবদিউ ওয়া ইউ‘ঈদ।
বাংলা অর্থ: তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

আরবি: وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
বাংলা উচ্চারণ: ওয়া হুওয়াল গাফূরুল ওয়াদূদু।
বাংলা অর্থ: তিনি ক্ষমাশীল, প্রেমময়;

আরবি: ذُو الْعَرْشِ الْمَجِيدُ
বাংলা উচ্চারণ: যুল ‘আরশিল মাজীদ।
বাংলা অর্থ: মহান আরশের অধিকারী।

আরবি: فَعَّالٌ لِّمَا يُرِيدُ
বাংলা উচ্চারণ: ফা‘‘আ-লুলিলমা-ইউরীদ।
বাংলা অর্থ: তিনি যা চান, তাই করেন।

আরবি: هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
বাংলা উচ্চারণ: হাল আতা-কা হাদীছুল জুনূদ।
বাংলা অর্থ: আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?

আরবি: فِرْعَوْنَ وَثَمُودَ
বাংলা উচ্চারণ: ফির‘আওনা ওয়া ছামূদ।
বাংলা অর্থ: ফেরাউনের এবং সামুদের?

আরবি: بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
বাংলা উচ্চারণ: বালিল্লাযীনা কাফারূফী তাকযীব।
বাংলা অর্থ: বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

আরবি: وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
বাংলা উচ্চারণ: ওয়াল্লা-হু মিওঁ ওয়ারাইহিম মুহীত।
বাংলা অর্থ: আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

আরবি: بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
বাংলা উচ্চারণ: বাল হুওয়া কুরআ-নুমমাজীদুন।
বাংলা অর্থ: বরং এটা মহান কোরআন,

আরবি: فِي لَوْحٍ مَّحْفُوظٍ
বাংলা উচ্চারণ: ফী লাওহিম মাহফূজ।
বাংলা অর্থ: লওহে মাহফুযে লিপিবদ্ধ।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?