কাতার বিশ্বকাপের ট্রফির নির্মাতার নাম, ওজন ও দাম জানুন

কাতার বিশ্বকাপের ট্রফির নির্মাতার নাম, ওজন ও দাম জানুন

কাতার বিশ্বকাপের ট্রফি নির্মাণ করেন কে?
উত্তর: কাতার বিশ্বকাপের ট্রফিটি নির্মাণ করেছেন সিলভিও গাজ্জানিগা। ১৯৭১ সালে মিলানের এই শিল্পী এটি নির্মাণ করেন।

কাতার বিশ্বকাপের ট্রফির ওজন কত?
উত্তর: কাতার বিশ্বকাপের ট্রফির ওজন ৬ কেজির বেশি। এটি একটি গ্লোব উঁচুতে ধরে থাকা দুইট মানব মূর্তিকে চিত্রিত করেছে। ১৮-ক্যারেটের স্বর্ণ দিয়ে এটি নির্মাণ করা হয়। ট্রফিটির উচ্চতা ৩৭ সেমি বা ১৪ ইঞ্চি।

কাতার বিশ্বকাপের ট্রফির মূল্য কত?
উত্তর: কাতার বিশ্বকাপের ট্রফিটির বর্তমান মূল্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপ ট্রফির ডিজাইনার সিলভিও গাজ্জানিগা যখন এটি নির্মাণ করেছিলেন তখন এর দাম ছিল ৫০ হাজার মার্কিন ডলার।

See also  The Unforgettable History-Hsc-English First Paper-unit-1-lesson-2

Related Posts

No Content Available
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?