প্রশ্ন: মানুষ মানুষকে কামড়ালে কি হয়

উত্তর: চিকিত্‍সা শাস্ত্র মতে, একজন মানুষ কামড়ালে কুকুরের কামড়ের মতোই সমপরিমাণ বিষ দেহে প্রবেশ করে। এর কারণ মানুষের মুখে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটিরিয়া ও জার্মের বাস। কামড় যদি এতটাই জোরে হয় যে তার ফলে ত্বকের ওপরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে, তার থেকে গুরুতর সংক্রমণ হয়ে যেতেই পারে। মানুষের কামড়ের ফলে যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে কয়েক দিন যেতে না যেতেই কামড়ের জায়গাটা ফুলে যাবে। এর চারপাশে পুঁজ জমবে। তখনই চিকিৎসক না দেখালে সমস্যা গুরুতর আকার নিতে পারে। তাই মানুষ কামড়ালে তখনই কলের নীচে ধরে ক্ষতস্থান ধুয়ে ফেলুন। রক্ত থামাতে পরিষ্কার শুকনো কাপড় গিয়ে ক্ষতস্থান চেপে ধরুন। দেরি না করে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো।

See also  মৃত্যুদণ্ড দিয়ে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?