সূরা আবাসা-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Abasa

সূরা আবাসা

সূরা আবাসা‌ পবিত্র কুরআনের ৮০ তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৪২। এর রূকু তথা অনুচ্ছেদ ১ টি। সূরা আবাসা‌ মক্কায় অবতীর্ণ হয়েছে। নিচে সূরা আবাসা-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ দেয়া হয়েছে।

আরবি: عَبَسَ وَتَوَلَّىٰ
বাংলা উচ্চারণ: ‘আবাছা ওয়া তাওয়াল্লা-।
বাংলা অর্থ: তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

READ ALSO

আরবি: أَن جَاءَهُ الْأَعْمَىٰ
বাংলা উচ্চারণ: আন জাআহুল আ‘মা-।
বাংলা অর্থ: কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

আরবি: وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
বাংলা উচ্চারণ: ওয়ামা-ইউদরীকা লা‘আল্লাহু ইয়াঝঝাক্কা-।
বাংলা অর্থ: আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

আরবি: أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
বাংলা উচ্চারণ: আও ইয়াযযাক্কারু ফাতানফাআহুযযিকরা-।
বাংলা অর্থ: অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

আরবি: أَمَّا مَنِ اسْتَغْنَىٰ
বাংলা উচ্চারণ: আম্মা-মানিছ তাগনা-।
বাংলা অর্থ: পরন্তু যে বেপরোয়া,

আরবি: فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
বাংলা উচ্চারণ: ফাআনতা লাহূতাসাদ্দা-।
বাংলা অর্থ: আপনি তার চিন্তায় মশগুল।

আরবি: وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
বাংলা উচ্চারণ: ওয়ামা-‘আলাইকা আল্লা-ইয়াঝঝাক্কা-।
বাংলা অর্থ: সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

আরবি: وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া আম্মা-মান জাআকা ইয়াছ‘আ-।
বাংলা অর্থ: যে আপনার কাছে দৌড়ে আসলো

আরবি: وَهُوَ يَخْشَىٰ
বাংলা উচ্চারণ: ওয়া হুওয়া ইয়াখশা-।
বাংলা অর্থ: এমতাবস্থায় যে, সে ভয় করে,

আরবি: فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
বাংলা উচ্চারণ: ফাআনতা ‘আনহু তালাহহা-।
বাংলা অর্থ: আপনি তাকে অবজ্ঞা করলেন।

আরবি: كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
বাংলা উচ্চারণ: কাল্লাইন্নাহা-তাযকিরাহ।
বাংলা অর্থ: কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

আরবি: فَمَن شَاءَ ذَكَرَهُ
বাংলা উচ্চারণ: ফামান শাআ যাকরাহ ।
বাংলা অর্থ: অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

আরবি: فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ
বাংলা উচ্চারণ: ফী সুহুফিম মুকাররামাহ
বাংলা অর্থ: এটা লিখিত আছে সম্মানিত,

See also  সূরা আল মুমতাহিনা-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Mumtahana

আরবি: مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ
বাংলা উচ্চারণ: মারফূ‘আতিম মুতাহহারাহ।
বাংলা অর্থ: উচ্চ পবিত্র পত্রসমূহে,

আরবি: بِأَيْدِي سَفَرَةٍ
বাংলা উচ্চারণ: বিআইদী ছাফারাহ।
বাংলা অর্থ: লিপিকারের হস্তে,

আরবি: كِرَامٍ بَرَرَةٍ
বাংলা উচ্চারণ: কিরা-মিম বারারাহ।
বাংলা অর্থ: যারা মহৎ, পূত চরিত্র।

আরবি: قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
বাংলা উচ্চারণ: কুতিলাল ইনছা-নুমা-আকফারাহ।
বাংলা অর্থ: মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

আরবি: مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
বাংলা উচ্চারণ: মিন আইয়ি শাইয়িন খালাকাহ।
বাংলা অর্থ: তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

আরবি: مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
বাংলা উচ্চারণ: মিন নুতফাতিন খালাকাহূফাকাদ্দারাহ।
বাংলা অর্থ: শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

আরবি: ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
বাংলা উচ্চারণ: ছু ম্মাছ ছাবীলা ইয়াছছরাহ।
বাংলা অর্থ: অতঃপর তার পথ সহজ করেছেন,

আরবি: ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
বাংলা উচ্চারণ: ছু ম্মা আমা-তাহূফাআকবারাহ।
বাংলা অর্থ: অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

আরবি: ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
বাংলা উচ্চারণ: ছু ম্মা ইযা-শাআ আনশারাহ।
বাংলা অর্থ: এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

আরবি: كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
বাংলা উচ্চারণ: কাল্লা-লাম্মা-ইয়াকদিমাআমারাহ।
বাংলা অর্থ: সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

আরবি: فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
বাংলা উচ্চারণ: ফালাইয়ানজুরিল ইনছা-নুইলা-তা‘আ-মিহ।
বাংলা অর্থ: মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

আরবি: أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
বাংলা উচ্চারণ: আন্না-সাবাবনাল মাআ সাব্বা-।
বাংলা অর্থ: আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

আরবি: ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
বাংলা উচ্চারণ: ছু ম্মা শাকাকনাল আরদা শাক্কা-।
বাংলা অর্থ: এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

আরবি: فَأَنبَتْنَا فِيهَا حَبًّا
বাংলা উচ্চারণ: ফাআমবাতনা-ফীহা-হাব্বা-।
বাংলা অর্থ: অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

আরবি: وَعِنَبًا وَقَضْبًا
বাংলা উচ্চারণ: ওয়া ‘ইনাবাওঁ ওয়া কাদবা-।
বাংলা অর্থ: আঙ্গুর, শাক-সব্জি,

See also  সূরা আল কলম-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qalam

আরবি: وَزَيْتُونًا وَنَخْلًا
বাংলা উচ্চারণ: ওয়া ঝাইতূনাওঁ ওয়া নাখলা-।
বাংলা অর্থ: যয়তুন, খর্জূর,

আরবি: وَحَدَائِقَ غُلْبًا
বাংলা উচ্চারণ: ওয়া হাদাইকা গুলবা-।
বাংলা অর্থ: ঘন উদ্যান,

আরবি: وَفَاكِهَةً وَأَبًّا
বাংলা উচ্চারণ: ওয়া ফা-কিহাতাওঁ ওয়া আব্বা-।
বাংলা অর্থ: ফল এবং ঘাস

আরবি: مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
বাংলা উচ্চারণ: মাতা-‘আল্লাকুম ওয়ালি আন‘আ-মিকুম।
বাংলা অর্থ: তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

আরবি: فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ
বাংলা উচ্চারণ: ফাইযা-জাআতিসসা-খখাহ।
বাংলা অর্থ: অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

আরবি: يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ
বাংলা উচ্চারণ: ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখীহ।
বাংলা অর্থ: সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

আরবি: وَأُمِّهِ وَأَبِيهِ
বাংলা উচ্চারণ: ওয়া উম্মিহী ওয়া আবীহ।
বাংলা অর্থ: তার মাতা, তার পিতা,

আরবি: وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
বাংলা উচ্চারণ: ওয়া সা-হিবাতিহী ওয়া বানীহ।
বাংলা অর্থ: তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

আরবি: لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
বাংলা উচ্চারণ: লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমাইযিন শা’নুইঁ ইউগনীহ।
বাংলা অর্থ: সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

আরবি: وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
বাংলা উচ্চারণ: উজূহুইঁ ইয়াওমাইযিমমুছফিরাহ।
বাংলা অর্থ: অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

আরবি: ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
বাংলা উচ্চারণ: দা-হিকাতুমমুছতাবশিরাহ।
বাংলা অর্থ: সহাস্য ও প্রফুল্ল।

আরবি: وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
বাংলা উচ্চারণ: ওয়া উজূহুইঁ ইয়াওমাইযিন ‘আলাইহা-গাবারাহ।
বাংলা অর্থ: এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

আরবি: تَرْهَقُهَا قَتَرَةٌ
বাংলা উচ্চারণ: তারহাকুহা-কাতারাহ।
বাংলা অর্থ: তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

আরবি: أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
বাংলা উচ্চারণ: উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ।
বাংলা অর্থ: তারাই কাফের পাপিষ্ঠের দল।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?