Assertive sentence কাকে বলে কত প্রকার কি কি ও চেনার উপায়

Assertive sentence কাকে বলে কত প্রকার কি কি ও চেনার উপায়

Assertive sentence এর সংজ্ঞা: যে Sentence বা বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়, তাকে Assertive Sentence বলা হয়।

Assertive sentence structure:
Subject + verb + object/complement/adverb/adjective

READ ALSO

Assertive sentence চেনার উপায়: বাক্যের শুরুতে Subject এবং সর্বশেষে .(Fullstop) থাকবে ।

Assertive sentence বা বর্ণনামূলক বাক্য এর উদাহরণ:

  • I like ice cream.-আমি আইসক্রিম পছন্দ করি।
  • It had started to rain.-বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল।
  • Honesty is the best policy.-সততা সেরা নীতি।
  • The class was full of pupils.-ক্লাস ছিল ছাত্র-ছাত্রী ভর্তি।
  • We’re not related to you in any way.-আমরা কোনোভাবেই আপনার সাথে সম্পর্কিত নই।
  • We have a private car.-আমাদের একটি প্রাইভেট কার আছে।
  • Kabir goes to school.-কবির স্কুলে যায়।
  • Tupo is a good football player.-টুপো একজন ভালো ফুটবল খেলোয়াড়।
  • She is the best dancer here.-তিনি এখানে সেরা নৃত্যশিল্পী.
  • He does not love her.-সে তাকে ভালোবাসে না।
  • Rahima is playing-রহিমা খেলিতেছে ।
  • Mother is cooking.-মা রান্না করিতেছে।

Assertive sentence: assertive sentence দুই প্রকার।

যেমন:

  • Affirmative assertive sentence
  • Negative assertive sentence

Affirmative assertive sentence কাকে বলে: যে Sentence এ হাঁ বোধক অর্থ প্রকাশ করে তাকে Affirmative Sentence বা হাঁ বোধক বাক্য বলে । যেমন : We are playing football. They are going to School. Rahim is reading a book. ইত্যাদি।

Negative assertive sentence কাকে বলে: যে Sentence এ না বোধক অর্থ প্রকাশ করে তাকে Negative Sentence বা না বোধক বাক্য বলে । যেমন : He is not reading a book. They are not playing football. She is not going to School. ইত্যাদি ।

Assertive Sentence Examples-হ্যা বোধক বাক্য এর উদাহরণ

See also  So That-এর ব্যবহার উদাহরণ সহ

Netaji Subhash Chandra is the pride of India.
নেতাজি সুভাষ চন্দ্র ভারতের গর্ব।

Shivaji was a brave soldier.
শিবাজী ছিলেন একজন সাহসী সৈনিক।

Bangladesh is an independent country.
বাংলাদেশ একটি স্বাধীন দেশ।

People of various communities live in Bangladesh.
বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস।

Germany was defeated in the Second World War.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়।

The sun rises in the east.
সূর্য পূর্ব দিকে উঠে.

Varanasi is known to be the oldest city in the world.
বারাণসী বিশ্বের প্রাচীনতম শহর হিসাবে পরিচিত।

Ancient Greece was the pride of Europe.
প্রাচীন গ্রিস ছিল ইউরোপের গর্ব।

A greedy man is dead to all sense of self-respect.
একজন লোভী মানুষ আত্মসম্মানবোধের জন্য মৃত।

The sky is cloudless.
আকাশ মেঘহীন।

This boy is quite innocent.
এই ছেলাটা সম্পূর্ণ নির্দোষ।

I am out of work now.
আমি এখন কাজের বাইরে আছি।

Bibhas failed to come in time.
বিভাস যথাসময়ে আসতে ব্যর্থ হয়।

It seldom rains in winter.
শীতকালে খুব কমই বৃষ্টি হয়।

The pen is missing.
কলমটি নেই।

He missed the train.
সে ট্রেন মিস করেছে।

My mother is a little better today.
আমার মা আজ একটু ভালো আছেন।

He is scarcely ten years old.
তার বয়স দশ বছর কম।

I can hardly read a line of French.
আমি খুব কমই ফরাসি লাইন পড়তে পারি।

Eve could not but eat the fruit.
ইভ ফল খেতে পারলেন না।

Man cannot do without air.
মানুষ বাতাস ছাড়া চলতে পারে না।

Negative Examples-না বোধক বাক্য এর উদাহরণ

Man cannot survive in the absence of water.
পানির অভাবে মানুষ বাঁচতে পারে না।

No individual is entirely free.
কোন ব্যক্তি সম্পূর্ণ মুক্ত নয়।

See also  Infinitive কাকে বলে, কত প্রকার ও কি কি

Mahesh is not exceptionally bright.
মহেশ ব্যতিক্রমী উজ্জ্বল নন।

No individual can live indefinitely.
কোন ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য বাঁচতে পারে না।

The sun does not rotate around the earth.
সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না।

Nobody cares about Bappa.
বাপ্পাকে কেউ পাত্তা দেয় না।

Sunil babu is a nonsmoker .
সুনীল বাবু একজন অধূমপায়ী।

My mother did not sleep last night.
কাল রাতে মা ঘুমায়নি।

The blind are unable to see.
অন্ধরা দেখতে পায় না।

There is not a single cloud in the sky.
আকাশে একটা মেঘও নেই।

You have no logic.
আপনার কোন যুক্তি নেই।

Do not walk in the heat.
গরমে হাঁটবেন না।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?