কতবার, কতদিন ইত্যাদি-এমন বাক্যে How Often-এর ব্যবহার হয়। Spoken এবং Writing English এর জন্য How Often এর গুরুত্ব অনেক। নিচে How Often-এর কিছু উদাহরণ দেয়া হলো-
How often will you do?
তুমি কতবার করবে?
How often do you exercise?
তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
How often do you visit your parents?
তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
How often do you change your password?
তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?
How often do you need facial?
কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?
How often do you visit the library?
কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
How often do you go to doctor for checkup?
তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
How often do you log in to Facebook account?
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?
How often have we discussed this subject?
এই বিষয়টি নিয়ে আমরা কতবার আলোচনা করেছি?
How often do you go back to your home country?
আপনি কতবার নিজের দেশে চলে যান?
How often will this be updated?
কত বার এটি আপডেট করা হবে?