ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। প্রোগ্রামিং না জেনেও এটি দিয়ে ওয়েবসাইট বানানো যায় খুব সহজেই। আজকে আমরা জানাবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কীভাবে।
ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন যেভাবে
ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে প্রথমে ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইটে যান। আপনার ব্রাউজার ওপেন করুন এবং WordPress.org এ যান। ডাউনলোড অপশন খুঁজুন। সাইটে ঢুকলে “Get WordPress” বা “Download WordPress” নামে একটি বাটন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। ফাইল ডাউনলোড করুন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর, ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ একটি .zip ফাইল আকারে ডাউনলোড হবে। ফাইল সংরক্ষণ করুন। ডাউনলোড হয়ে গেলে আপনার কম্পিউটারের একটি নির্দিষ্ট ফোল্ডারে (যেমন: Downloads ফোল্ডার) এটি সংরক্ষণ করুন। এখন আপনি এই .zip ফাইলটি ব্যবহার করে আপনার হোস্টিং সার্ভারে আপলোড করতে পারবেন।
সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে
ওয়ার্ডপ্রেস (WordPress) ইনস্টল করতে হলে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। এটি দুইভাবে করা যায়-ম্যানুয়াল ইনস্টল বা ওয়ান-ক্লিক ইনস্টল। নিচে ধাপে ধাপে ম্যানুয়াল পদ্ধতিটি দেয়া হলো, যা খুবই সহজ:
১. ডোমেইন এবং হোস্টিং সেটআপ করুন:
একটি ডোমেইন কিনুন (যেমন: yoursite.com)। তারপর একটি হোস্টিং কিনুন। যেমন: Bluehost, SiteGround, বা HostGator। আপনার ডোমেইনকে হোস্টিং এর সঙ্গে সংযুক্ত করুন (নেমসার্ভার আপডেট করুন)। হোস্টিং না কিনেও আপনি ওয়েবসাইট চালাতে পারবেন। এই জন্য আপনার পিসিতে সেটা সেটআপ করে নিতে হবে।
২. ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন
WordPress.org থেকে সর্বশেষ ওয়ার্ডপ্রেস ভার্সন ডাউনলোড করুন। এটি একটি .zip ফাইল হিসেবে ডাউনলোড হবে।
৩. হোস্টিং প্যানেলে লগইন করুন
আপনার হোস্টিং সার্ভিসের cPanel (কন্ট্রোল প্যানেল)-এ লগইন করুন।
৪. ফাইল আপলোড করুন
File Manager-এ যান এবং আপনার ডোমেইনের public_html ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের .zip ফাইলটি আপলোড করুন। আপলোড শেষ হলে .zip ফাইলটি এক্সট্রাক্ট করুন।
৫. ডাটাবেস তৈরি করুন
MySQL Databases-এ গিয়ে একটি নতুন ডাটাবেস তৈরি করুন। একটি ডাটাবেস নাম, ইউজারনেম, এবং পাসওয়ার্ড তৈরি করুন। এগুলো মনে রাখুন, কারণ পরবর্তী ধাপে প্রয়োজন হবে।
৬. ওয়ার্ডপ্রেস সেটআপ শুরু করুন
আপনার ব্রাউজারে আপনার ডোমেইন লিখুন (যেমন: http://yoursite.com)। ওয়ার্ডপ্রেসের সেটআপ উইজার্ড চালু হবে। ডাটাবেস ইনফরমেশন (নাম, ইউজারনেম, পাসওয়ার্ড) দিন। সঠিক তথ্য দিলে Install WordPress অপশন দেখাবে। ক্লিক করুন।
৭. এডমিন অ্যাকাউন্ট তৈরি করুন
আপনার ওয়েবসাইটের এডমিন অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম, পাসওয়ার্ড, এবং ইমেইল ঠিকানা দিন।
সেটআপ সম্পন্ন হলে লগইন পেজে যান: http://yoursite.com/wp-admin.
৮. আপনার সাইট কাস্টমাইজ করুন
লগইন করার পর, ড্যাশবোর্ড থেকে একটি থিম ইনস্টল করুন। প্লাগইন এড করুন এবং সাইট কাস্টমাইজ করুন।
বি:দ্র: অনেক হোস্টিং কোম্পানি (যেমন Bluehost, HostGator) সরাসরি cPanel থেকে “WordPress Installer” প্রদান করে। এটি ব্যবহার করলে উপরোক্ত ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।