ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে অনেক সহজ হলো ওয়ার্ডপ্রেস। প্রোগ্রামিং না জেনেও এটি দিয়ে ওয়েবসাইট বানানো যায় খুব সহজেই। আজকে আমরা জানাবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় কীভাবে।

ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে প্রথমে ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইটে যান। আপনার ব্রাউজার ওপেন করুন এবং WordPress.org এ যান। ডাউনলোড অপশন খুঁজুন। সাইটে ঢুকলে “Get WordPress” বা “Download WordPress” নামে একটি বাটন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করুন। ফাইল ডাউনলোড করুন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর, ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ একটি .zip ফাইল আকারে ডাউনলোড হবে। ফাইল সংরক্ষণ করুন। ডাউনলোড হয়ে গেলে আপনার কম্পিউটারের একটি নির্দিষ্ট ফোল্ডারে (যেমন: Downloads ফোল্ডার) এটি সংরক্ষণ করুন। এখন আপনি এই .zip ফাইলটি ব্যবহার করে আপনার হোস্টিং সার্ভারে আপলোড করতে পারবেন।

সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস (WordPress) ইনস্টল করতে হলে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। এটি দুইভাবে করা যায়-ম্যানুয়াল ইনস্টল বা ওয়ান-ক্লিক ইনস্টল। নিচে ধাপে ধাপে ম্যানুয়াল পদ্ধতিটি দেয়া হলো, যা খুবই সহজ:

১. ডোমেইন এবং হোস্টিং সেটআপ করুন:

একটি ডোমেইন কিনুন (যেমন: yoursite.com)। তারপর একটি হোস্টিং কিনুন। যেমন: Bluehost, SiteGround, বা HostGator। আপনার ডোমেইনকে হোস্টিং এর সঙ্গে সংযুক্ত করুন (নেমসার্ভার আপডেট করুন)। হোস্টিং না কিনেও আপনি ওয়েবসাইট চালাতে পারবেন। এই জন্য আপনার পিসিতে সেটা সেটআপ করে নিতে হবে।

২. ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন

WordPress.org থেকে সর্বশেষ ওয়ার্ডপ্রেস ভার্সন ডাউনলোড করুন। এটি একটি .zip ফাইল হিসেবে ডাউনলোড হবে।

৩. হোস্টিং প্যানেলে লগইন করুন

আপনার হোস্টিং সার্ভিসের cPanel (কন্ট্রোল প্যানেল)-এ লগইন করুন।

৪. ফাইল আপলোড করুন

File Manager-এ যান এবং আপনার ডোমেইনের public_html ফোল্ডারে ওয়ার্ডপ্রেসের .zip ফাইলটি আপলোড করুন। আপলোড শেষ হলে .zip ফাইলটি এক্সট্রাক্ট করুন।

See also  লোকালহোস্ট কী ও কম্পিউটারে লোকালহোস্ট সেটআপ করবেন যেভাবে

৫. ডাটাবেস তৈরি করুন

MySQL Databases-এ গিয়ে একটি নতুন ডাটাবেস তৈরি করুন। একটি ডাটাবেস নাম, ইউজারনেম, এবং পাসওয়ার্ড তৈরি করুন। এগুলো মনে রাখুন, কারণ পরবর্তী ধাপে প্রয়োজন হবে।

৬. ওয়ার্ডপ্রেস সেটআপ শুরু করুন

আপনার ব্রাউজারে আপনার ডোমেইন লিখুন (যেমন: http://yoursite.com)। ওয়ার্ডপ্রেসের সেটআপ উইজার্ড চালু হবে। ডাটাবেস ইনফরমেশন (নাম, ইউজারনেম, পাসওয়ার্ড) দিন। সঠিক তথ্য দিলে Install WordPress অপশন দেখাবে। ক্লিক করুন।

৭. এডমিন অ্যাকাউন্ট তৈরি করুন

আপনার ওয়েবসাইটের এডমিন অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম, পাসওয়ার্ড, এবং ইমেইল ঠিকানা দিন।
সেটআপ সম্পন্ন হলে লগইন পেজে যান: http://yoursite.com/wp-admin.

৮. আপনার সাইট কাস্টমাইজ করুন

লগইন করার পর, ড্যাশবোর্ড থেকে একটি থিম ইনস্টল করুন। প্লাগইন এড করুন এবং সাইট কাস্টমাইজ করুন।

বি:দ্র: অনেক হোস্টিং কোম্পানি (যেমন Bluehost, HostGator) সরাসরি cPanel থেকে “WordPress Installer” প্রদান করে। এটি ব্যবহার করলে উপরোক্ত ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।

Related Posts

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি ডিলেট করার সহজ গাইড

ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি তৈরি করা যেমন সহজ, তেমনি অনাকাঙ্ক্ষিত ক্যাটাগরি মুছে ফেলা বা ডিলেট করাও বেশ সহজ। যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি: সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি কী? ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি হলো একটি গুরুত্বপূর্ণ ফিচার, যা ব্যবহারকারীদের বিদ্যমান ক্যাটাগরি পরিবর্তন, আপডেট বা মুছতে সাহায্য...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি: পুরো গাইডলাইন ও ব্যবহার করবেন যেভাবে

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি কী? ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি হল একটি বিষয়ভিত্তিক শ্রেণিবিন্যাস, যা পোস্টগুলিকে সংগঠিত করতে ব্যবহৃত হয়। এটি ব্লগ পোস্ট বা ওয়েবসাইটের...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস প্লাগইন কী ও প্লাগইন ইনস্টল করার নিয়ম

প্লাগইন ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ কাস্টোমাইজ বা মডিফাই করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন এক ধরণের সফটওয়্যার...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Permalink Settings: SEO-ফ্রেন্ডলি URL তৈরি করার সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?