কোন কিছু করার চেষ্টা করতেছি-এমন বাক্যে I am trying to-এর ব্যবহার হয়। Spoken এবং Writing English এর জন্য I am trying to-এর গুরুত্ব অনেক। নিচে I am trying to-এর কিছু উদাহরণ দেয়া হলো-
Structure: I am trying to + verb.
Examples:
I am trying to learn English.
আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি।
I am trying to do something.
আমি কিছু করার চেষ্টা করতেছি।
I am trying to help the street children.
আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি।
4I am trying to clean my room.
আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি।
I am trying to motivate him.
আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি।
I am trying to get a job.
আমি একটা চাকরি পাওয়ার চেষ্টা করছি।
I am trying to call my family.
আমি আমার পরিবারকে ফোন করার চেষ্টা করছি।
I am trying to enjoy my dinner.
আমি আমার রাতের খাবার উপভোগ করার চেষ্টা করছি।
I am trying to educate myself.
আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছি।
I am trying to explain myself.
আমি নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করছি।
I am trying to eat healthy.
আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করছি।
I am trying to understand.
আমি বোঝার চেষ্টা করছি।