Infinitive কাকে বলে, কত প্রকার ও কি কি

infinitive-কাকে বলে-কত প্রকার কিকি-এর-ব্যবহার

Infinitive কাকে বলে
Infinitive-মূলত বিশেষ ধরনের Verb যা বাক্যের মধ্যে Verb এর মতো কাজ করে না বরং Noun, Adjective অথবা Adverb এর মতো কাজ করে। Infinitive-বাক্যের মধ্যে Who What এবং Why-এর উত্তর দেয়।

  • Infinitive-গঠিত হয় to+verb (base form of verb) দ্বারা।

উদাহরণ: to read, to run, to jump, to play, to sing, to laugh, to eat etc.

  • I love to swim (noun) (আমি সাঁতার পছন্দ করি)
  • The person to call is Jeff (adjective) (এই ব্যক্তিকে বলা হয় জেফ)
  • I can not wait to see (adverb) (আমি না দেখে থাকতে পারছি না)

ব্যাখ্যা: উপরের বাক্যগুলো লক্ষ করুন- কী পছন্দ করি? সাতার। জেফ কাকে ডাকা হয়? এই ব্যক্তিকে কেন থাকতে পারছি না?-না দেখে

Infinitive-এর প্রকারভেদ:

  • Infinitive-প্রধানত দুই প্রকার।যথা:
  • Full Infinitive
  • Bare/Zero Infinitive

Full Infinitive: Infinitive মূলত to+verb হলে Full Infinitive বলে।
যেমন:

  • I forgot to give her the letter.
  • I requested to stop the meeting.

Full Infinitive-এর ব্যবহার
কোনো উদ্দেশ্য বা আকাঙ্খা প্রকাশ করতে in order to-এর পরিবর্তে Full Infinitive ব্যবহৃত হয়।
যেমন:

  • Mom left to buy milk-মা দুধ কিনতে গিয়েছিল
  • I am writing this email to tell him something important-আমি তাকে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য এই ইমেল লিখছি।

Adjectives-হিসেবে: Sentance -এ Noun-এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করতে Full Infinitive-ব্যবহৃত হয়। যেমন:

  • We need a hero to save us-আমাদের বাঁচানোর জন্য একজন নায়কের দরকার।
  • Would you like something to drink?-তুমি কি কিছু পান করতে চাও?

ব্যাখ্যা: আমাদের একজন hero-দরকার। কেন? to save us-আমাদের বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য। সুতরাং hero-এর অবস্থা সে রক্ষা করতে পারে। এখানে, to save-Adjective টি Adjective-এর মতো প্রকাশ করে।

বাক্যে Subject হিসেবে: বাক্যে Subject হিসেবে Full Infinitive ব্যবহৃত হয়। যেমন:

  • To tell the truth is always right.-সত্য বলা সর্বদা সঠিক
  • To love someone requires patience and understanding.-কাউকে ভালবাসার জন্য ধৈর্য এবং বোঝার প্রয়োজন।

Adjective-এরপর Infinitive: বাক্যের মধ্যে Adjective-এরপর Full Infinitive ব্যবহৃত হয়।

যেমন:

  • I am happy to be here-আমি এখানে খুশি বা সুখী।
  • Its nice to leave the place-জায়গাটি ছেড়ে যেতে ভালো লাগছে।

Too এবং enough-এরপর Infinitive: বাক্যের মধ্যে Too এবং enough-এরপর Infinitive ব্যবহৃত হয়।
যেমন:

  • I have too many books to read-
  • She has enough money to spend in the restaurant.

Relative Pronoun-এরপর-Infinitive: বাক্যে Relative Pronouns (who, whom,what, where, when, how)-এরপর Full Infinitive-ব্যবহৃত হয়।

  • I don’t know how to swim-আমি জানি না কীভাবে সাতার কাটতে হয়
  • Here’s list of whom to call in an emergency. -জরুরি অবস্থায় কাকে কল করতে হবে তার তালিকা এখানে আছে।

কতিপয় verb-এরপর সর্বদা-Full Infinitive-ব্যবহৃত হয়। verb-গুলো হলো-Afford, agree, aim, appear, arrange, beg, choose, claim, decide, deman, deserve, expect, fail, forget, have, hope, learn, promise, seem, stop, tend, want, wish etc.

যেমন:

  • I forgot to leave the letter.চিঠিটা ছেড়ে দিতে ভুলে গেছি।
  • I want to help the poor.-আমি গরীবদের সাহায্য করতে চাই।
  • Bare Infinitive: Infinitive যদি to ছাড়া বসে তবে তাকে Bare/Zero Infinitive বা Base form of verb-বলে। যেমন:
  • They should consider it.তাদের এটা বিবেচনা করা উচিত।
  • He made me cry.সে আমাকে কাঁদিয়েছে।

Bare Infinitive-এর ব্যবহার
Modal Auxiliary verb-এরপর Bare Infinitive-বসে।
যেমন:

  • I must call you letter.
  • We would spend good time.

Perception verbs (see, watch, notice, observe, feel, hear)-এর সাথে direct object-থাকলে তারপর-Bare Infinitive-বসে। আবার causative verbs (make, get, have, obligate, force) এবং Permission verbs (permit, let, allow)-এরপরও Bare Infinitive বসে।

যেমন:

  • She made the children do their work.
  • Let me drive this car
  • I heard the teacher call his name.

Had better, would rather, sooner than এবং rather than-এরপর Bare Infinitive ব্যবহৃত হয়।

  • You had better ask his permission.
  • I would rather play than work.

কিছু কিছু-Prepositions যেমন: except, but, than ইত্যাদির পর bare infinitive-বসে।

  • She can do everything but cook.
  • She did nothing except cry.
Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?