Infinitive কাকে বলে
Infinitive-মূলত বিশেষ ধরনের Verb যা বাক্যের মধ্যে Verb এর মতো কাজ করে না বরং Noun, Adjective অথবা Adverb এর মতো কাজ করে। Infinitive-বাক্যের মধ্যে Who What এবং Why-এর উত্তর দেয়।
- Infinitive-গঠিত হয় to+verb (base form of verb) দ্বারা।
উদাহরণ: to read, to run, to jump, to play, to sing, to laugh, to eat etc.
- I love to swim (noun) (আমি সাঁতার পছন্দ করি)
- The person to call is Jeff (adjective) (এই ব্যক্তিকে বলা হয় জেফ)
- I can not wait to see (adverb) (আমি না দেখে থাকতে পারছি না)
ব্যাখ্যা: উপরের বাক্যগুলো লক্ষ করুন- কী পছন্দ করি? সাতার। জেফ কাকে ডাকা হয়? এই ব্যক্তিকে কেন থাকতে পারছি না?-না দেখে
Infinitive-এর প্রকারভেদ:
- Infinitive-প্রধানত দুই প্রকার।যথা:
- Full Infinitive
- Bare/Zero Infinitive
Full Infinitive: Infinitive মূলত to+verb হলে Full Infinitive বলে।
যেমন:
- I forgot to give her the letter.
- I requested to stop the meeting.
Full Infinitive-এর ব্যবহার
কোনো উদ্দেশ্য বা আকাঙ্খা প্রকাশ করতে in order to-এর পরিবর্তে Full Infinitive ব্যবহৃত হয়।
যেমন:
- Mom left to buy milk-মা দুধ কিনতে গিয়েছিল
- I am writing this email to tell him something important-আমি তাকে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য এই ইমেল লিখছি।
Adjectives-হিসেবে: Sentance -এ Noun-এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করতে Full Infinitive-ব্যবহৃত হয়। যেমন:
- We need a hero to save us-আমাদের বাঁচানোর জন্য একজন নায়কের দরকার।
- Would you like something to drink?-তুমি কি কিছু পান করতে চাও?
ব্যাখ্যা: আমাদের একজন hero-দরকার। কেন? to save us-আমাদের বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য। সুতরাং hero-এর অবস্থা সে রক্ষা করতে পারে। এখানে, to save-Adjective টি Adjective-এর মতো প্রকাশ করে।
বাক্যে Subject হিসেবে: বাক্যে Subject হিসেবে Full Infinitive ব্যবহৃত হয়। যেমন:
- To tell the truth is always right.-সত্য বলা সর্বদা সঠিক
- To love someone requires patience and understanding.-কাউকে ভালবাসার জন্য ধৈর্য এবং বোঝার প্রয়োজন।
Adjective-এরপর Infinitive: বাক্যের মধ্যে Adjective-এরপর Full Infinitive ব্যবহৃত হয়।
যেমন:
- I am happy to be here-আমি এখানে খুশি বা সুখী।
- Its nice to leave the place-জায়গাটি ছেড়ে যেতে ভালো লাগছে।
Too এবং enough-এরপর Infinitive: বাক্যের মধ্যে Too এবং enough-এরপর Infinitive ব্যবহৃত হয়।
যেমন:
- I have too many books to read-
- She has enough money to spend in the restaurant.
Relative Pronoun-এরপর-Infinitive: বাক্যে Relative Pronouns (who, whom,what, where, when, how)-এরপর Full Infinitive-ব্যবহৃত হয়।
- I don’t know how to swim-আমি জানি না কীভাবে সাতার কাটতে হয়
- Here’s list of whom to call in an emergency. -জরুরি অবস্থায় কাকে কল করতে হবে তার তালিকা এখানে আছে।
কতিপয় verb-এরপর সর্বদা-Full Infinitive-ব্যবহৃত হয়। verb-গুলো হলো-Afford, agree, aim, appear, arrange, beg, choose, claim, decide, deman, deserve, expect, fail, forget, have, hope, learn, promise, seem, stop, tend, want, wish etc.
যেমন:
- I forgot to leave the letter.চিঠিটা ছেড়ে দিতে ভুলে গেছি।
- I want to help the poor.-আমি গরীবদের সাহায্য করতে চাই।
- Bare Infinitive: Infinitive যদি to ছাড়া বসে তবে তাকে Bare/Zero Infinitive বা Base form of verb-বলে। যেমন:
- They should consider it.তাদের এটা বিবেচনা করা উচিত।
- He made me cry.সে আমাকে কাঁদিয়েছে।
Bare Infinitive-এর ব্যবহার
Modal Auxiliary verb-এরপর Bare Infinitive-বসে।
যেমন:
- I must call you letter.
- We would spend good time.
Perception verbs (see, watch, notice, observe, feel, hear)-এর সাথে direct object-থাকলে তারপর-Bare Infinitive-বসে। আবার causative verbs (make, get, have, obligate, force) এবং Permission verbs (permit, let, allow)-এরপরও Bare Infinitive বসে।
যেমন:
- She made the children do their work.
- Let me drive this car
- I heard the teacher call his name.
Had better, would rather, sooner than এবং rather than-এরপর Bare Infinitive ব্যবহৃত হয়।
- You had better ask his permission.
- I would rather play than work.
কিছু কিছু-Prepositions যেমন: except, but, than ইত্যাদির পর bare infinitive-বসে।
- She can do everything but cook.
- She did nothing except cry.