Interrogative Sentence কাকে বলে-কত প্রকার-চেনার উপায়-উদাহরণসহ

Interrogative Sentence

Interrogative sentence কাকে বলে?
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে। এধরনের Sentence সাধারণত ‘Wh’ words (Who, When, Why, Where, What, Which, Whose, Whom) এর মতো Interrogative pronouns এর সাহায্যে শুরু হয়ে থাকে।

Example-উদাহরণ

What is the capital of Brazil?
ব্রাজিলের রাজধানী কোনটি?

Who wants a coffee?
কে চায় কফি?

Which train should I take to reach Tokyo?
ব্রাজিলের রাজধানী কোনটি?

Do I read a book ?
আমি কি বই পড়ি ?

Does he go to School ?
সে কি স্কুলে যায় ?

Are the fishermen catching fish ?
জেলেরা কি মাছ ধরিেতেছে ?

Is Mother cooking ?
মা কি রান্না করিতেছে ?

Is Alima typing ?
আলিমা কি টাইপ করিতেছে ?

Is Chaity playing?
চৈতী কি খেলিতেছে ?

Has Swapan done the work ?
স্বপন কি কাজটি করিয়াছে ?

Is Raisha reading ?
রাইশা কি পড়িতেছে ?

Is Mohima drawing ?
মহিমা কি আঁককিতেছে –

Is Maha playing ?
মাহা কি খেলিতেছে ?

  • Sentence বা বাক্যের শুরুতে Auxiliary Verb দিয়েও Interrogative sentence বা বাক্য গঠন করতে পারবেন।

Example-উদাহরণ

Has anyone seen my book?
কেউ কি আমার বই দেখেছেন?

Do you speak Spanish?
তুমি কি স্প্যানিশ বলতে পারো?

Structure বা গঠন
Interrogative sentence এর গঠনের ক্ষেত্রে আমরা মূলত তিন ধরনের বাক্যগঠন দেখতে পাই। নিচে এদেরকে উদাহরণ সহ উল্লেখ করা হল। (In the structure of interrogative sentence, we see three main types of sentence structure. Below are examples of them.)

Structure বা গঠন: WH + Auxiliary Verb + Subject + Main Verb

Examples-উদাহরণ

Where did she go?
সে কোথায় গেল?

Who has done it?
কে এটা করেছে?

Structure বা গঠন: Verb + Subject + Main Verb

Examples-উদাহরণ

Do you want to stay?
তুমি কি থাকতে চাও?

Does he want chocolate or ice cream?
তিনি কি চকোলেট বা আইসক্রিম চান?

Structure বা গঠন: The verb to Be + Subject

Examples-উদাহরণ

Is it right?
এটা কি ঠিক?

Are you upset?
আপনি কি বিচলিত?

Types of Question
সাধারনত ৩ ধরনের প্রশ্নের সাহায্যে এসব বাক্যকে প্রকাশ করা হয়। (These sentences are usually expressed through 3 types of questions.)

1. Yes / No Question

Example: Is it raining outside?

Answer: yes/ no.

2. Question Word question

Example: Where is the next stop?

Answer: Chattogram.

3. Choice question

Example: Do you want tea or coffee?

Answer: Tea/ Coffee.

  • Interrogative Sentence-এর আরও কিছু ব্যবহার

Direct question – সরাসরি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়।

Where do you live?
আপনি কোথায় থাকেন?

Indirect question – তুলনামূলক নম্রভাবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে এধরনের প্রশ্ন ব্যবহার করা হয় থাকে।

Would you mind, if I use your phone for a call?
আমি যদি আপনার ফোনটি কল করার জন্য ব্যবহার করি তবে আপনার আপত্তি আছে কি?

Choice question – ২ বা তার অধিক জিনিসের মধ্য থেকে কোন কিছুকে বেঁছে নিতে বোঝানো হলে এমন ধরনের প্রশ্ন ব্যবহার করা হয়।

What do you like more, pizza or burger?
আপনি কী বেশি পছন্দ করেন, পিৎজা বা বার্গার?

Yes – No question – প্রশ্নের উত্তর যদি হ্যাঁ/ না তে পাওয়া যায়, সেক্ষেত্রে এধরনের প্রশ্ন করা হয়।

Do you know where she live?
তুমি কি জানো সে কোথায় থাকে?

Tag question – কোন বিষয়ে নিশ্চয়তা লাভের জন্য এ ধরনের বাক্য ব্যবহৃত হয়।

She is facing some trouble in her recent days, isn’t she?
তিনি তার সাম্প্রতিক দিনগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, তাই না?

Rhetorical question – কোন ধারণা, বিশ্বাস, অবিশ্বাসের বিষয় প্রকাশের ক্ষেত্রে এসব বাক্য ব্যবহৃত হয়ে থাকে।

Can you believe he did so?
আপনি কি বিশ্বাস করতে পারেন যে তিনি তা করেছেন?

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?