So That-এর ব্যবহার: So that-এর অর্থ হলো- এতই যে। অর্থাৎ বাংলা বাক্যে দ্বারা “এতই যে ” অর্থ প্রকাশ পেলে So That-ব্যবহার করতে হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে So that-এর ব্যবহার জানতে হবে। নিচে So that এর কিছু উদাহরণ দেয়া হলো-
Sub +(am,is, are)+ so+ adjective+that+sub+ v1 + objects.
Examples-উদাহরণ সমূহ:
আমার বাবা এতই সৎ যে মিথ্যা বলতে পারেন না।
My father is so honest that he can not lie.
তিনি এতই অসুস্থ যে হাটতে পারেন না।
He is so sick that he can not walk.
রেজা এতই অলস যে পরিক্ষায় পাশ করতে পারে না।
Reza is so lazy that he can not pass the exam.
মানুষ এতই নিষ্ঠুর যে সে অন্য মানুষ কে খুন করতে পারে।
Man is so cruel that he can kill other people.
লোকটি এতই ক্লান্ত যে সে দাঁড়াতে পারে না।
The man is so tired that he can not stand.
ইংরেজি এতই কঠিন যে আমরা বুঝতে পারি না।
English is so hard that we can not understand.
বোঝাটি এতই ভারী যে জয় বহন করতে পারে না।
The load is so heavy that joy can not carry it.
সে এতই ছোট যে সেলিং স্পর্শ করতে পারে না।
He is so small that he can not touch the ceiling.
রহিম এতই স্মার্ট যে সহজেই সে দৃষ্টি আকর্ষণ করতে পারে।
Rahim is so smart that he can draw attention easily.
হাসান স্যার এতই দক্ষ যে সে আমাদের সবকিছু সব সহজেই বুঝাতে পারে।
Hasan sir is so skilled that he can make us understand everything very easily.
অষ্ট্রেলিয়া ক্রিকেট দল এতই শক্তিশালী যে কোন দল হারাতে পারে না।
Australia cricket team is so strong that no team can defeat.
সে এত দূর্বল যে হাঁটতে পারে না।
He is so weak that he can’t walk.
সে এত অহংকারী যে আমার সাথে কথা বলে না।
He is so proud that he does not talk to me.