Will be able to– এর অর্থ-করতে পারব: বাক্যে কর্তা কোন কাজ করতে পারবে এইরূপ বুঝালে will be able to ব্যবহার করতে হয়। নিচে Will be able to-এর ব্যবহার বিষয়ে আলোচনা করা হলো।
Will be able to-এর Structure: Sub + will be able to+ verb1 + objects.
Will be able to-এর ব্যবহার
Examples-উদাহরণ:
সে পরিক্ষায় পাশ করতে পারবে।
She will be able to pass the examination.
আমরা সেখানে যথা সময়ে পৌঁছাতে পারব।
We will be able to get there on time.
আমি আমার বন্ধুকে বিষয় টা বুঝাতে পারব।
I will be able to make my friends understand the matter.
আমি আগামী মাসে একটা নতুন গাড়ি কিনতে পারব।
I will be able to buy a new car next month.
রপ্তানী করতে সক্ষম হবে বাংলাদেশ।
Bangladesh will be able to export.
তোমাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হতে পারবে।
Some will be able to minister.
আমরা এ বিচার করতে সক্ষম হবো।
We will be able to judge.
সাথে সংযোগ করতে সক্ষম হবে।
You will be able to connect.
কেউ লুকিয়ে থাকতে পারবে না।
No-one will be able to hide.
শিক্ষার্থীরা সক্ষম হবেন সমস্যার সমাধানে।
Students will be able to solve problems.
তোমরা সুবিচার করতে পারবে।
You will be able to do justice.
তাকে কেউ পরাজিত করতে পারবে না।
Nobody will be able to defeat him.
গাড়িগুলো নিজে নিজেই পার্কিং করতে সমর্থ হবে।
Cars will be able to park themselves.
তাহলে তুমি তা দ্বারা শয়তানকে পরাজিত করতে পারবে।
You will be able to beat Satan.
ছাত্রদের সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
Students will be able to solve problems.
সেখানকার বাসিন্দারা ফেরত যেতে পারেন।
Residents will be able to return.
আপনি লিখতে পারবেন অনেক কম।
You will be able to write less.
আমরা আরও ভাল ভাবে বাঁচতে পারব।
We will be able to live better.
তাহলে আমরা আরো বেশি বেশি খেলতে পারব।
We will be able to play more.
পরবর্তী সময়ে তিনি কথা বলতে পারবেন।
He will be able to talk later.
শয়তানকে আপনি পরাস্ত করতে পারবেন।
You will be able to beat Satan.
কেউ লুকিয়ে থাকতে পারবে না।
No one will be able to hide.