ওয়ার্ডপ্রেস Discussion Settings: যেভাবে এটি কনফিগার করবেন

ওয়ার্ডপ্রেস Discussion Settings: যেভাবে এটি কনফিগার করবেন

WordPress-এর Discussion Settings হলো এমন একটি বিভাগ যেখানে আপনি মন্তব্য (comments) এবং অন্যান্য আলোচনা সম্পর্কিত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। এটি আপনার ওয়েবসাইটে মন্তব্য পরিচালনা করা সহজ করে এবং স্প্যাম প্রতিরোধে সাহায্য করে। নিচে এই সেটিং এর ধাপ গুলো আলোচনা করা হলো:

READ ALSO

ধাপ ১: ওয়ার্ডপ্রেসের মেনুবার থেকে Settings -> Discussion অপশনে ক্লিক করুন।

ধাপ ২: Discussion Settings পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত প্রদর্শিত হবে।

নিম্নে Discussion settings এর প্রতিটি ফিল্ড সম্পর্কে আলোচনা করা হলো-

Default article settings: আপনার তৈরি করা নতুন পেজ বা পোস্ট এর জন্য এটা ডিফল্ট সেটিংস। এটার আরও তিনটি সেটিং আছে। সেগুলো হলো-

Attempt to notify any blogs linked to from the article: যখন আপনি আর্টিক্যাল প্রকাশ করবেন তখন এটা অন্যান্য ব্লগে নোটিফিকেশন পাঠাবে।

Allow link notifications from other blogs (pingbacks and trackbacks): অন্য ব্লগ থেকে পিংস(pings) গ্রহন করে।

Allow people to post comments on new articles: এই সেটিংস ব্যবহার করে আপনি আপনার আর্টিকেলে অন্যদেরকে কমেন্ট করার অনুমোদন দিতে/না দিতে পারেন।

আপনি আপনার ইচ্ছামত পৃথক আর্টিক্যালের জন্যও সেটিংস পরিবর্তন করতে পারেন।

Other Comment Settings – এই সেটিংস-এ নিচের অপশনগুলো রয়েছে-

Comment author must fill out name and e-mail: যখন আপনি এই বক্স চেক করবেন তখন ভিজিটরদের নাম এবং ই-মেইল এড্রেস পূরণ করা বাধ্যতামূলক।

Users must be registered and logged in to comment: যখন আপনি এই বক্স চেক করবেন তখন শুধুমাত্র রেজিস্ট্রার্ড ভিজিটররাই কমেন্ট করতে পারবে। আর যদি চেক না করেন তাহলে যে কেউ যেকোনো সংখ্যক কমেন্ট করতে পারবে।

Automatically close comments on articles older than days: এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র বিশেষ সময়ের কমেন্টগুলো রাখতে পারেন।

See also  কীভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন: ১০টি কার্যকর টিপস

Enable threaded (nested) comments: যখন আপনি এই অপশনটি চেক করবেন তখন ভিজিটর রিপ্লাই দিতে অথবা আলোচনা করতে পারবে এবং তারা সাড়াও পাবে।

Break comments into pages with top level comments per page and the page displayed by default: আপনার পেজে যদি প্রচুর পরিমান কমেন্ট থাকে তাহলে আপনি এই চেকবক্স চেক করে কমেন্টগুলোকে বিভিন্ন পেজে বিভক্ত করতে পারবেন।

Comments should be displayed with the comments at the top of each page: আপনি কমেন্টগুলকে এসেন্ডিং(ascending) অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবেন।

Email me whenever: এই সেটিংস এর দুটি অপশন আছে। যেমন-

Anyone posts a comment: আপনি যখন এই চেকবক্স চেক করবেন তখন লেখক তার পোস্টের প্রতিটি সিঙ্গেল কমেন্টের জন্য একটি ই-মেইল পাবে।

A comment is held for moderation: এডমিন কর্তৃক অনুমোদন না হওয়া পর্যন্ত আপনি যদি আপনার কমেন্ট আপডেট করতে না চান তাহলে এটা ব্যবহৃত হয়।

Before a comment appears: এই সেটিংস এর মাধ্যমে আপনি আপনার পোস্ট নিয়ন্ত্রন করতে পারবেন। এটারও দুটি সেটিংস রয়েছে। যেমনঃ

Comment must be manually approved: আপনি যদি এই চেকবক্স চেক করেন তাহলে শুধুমাত্র এডমিন দ্বারা অনুমোদিত কমেন্টগুলোই পোস্ট বা পেজে প্রদর্শিত হবে।

Comment author must have a previously approved comment: এই চেকবক্স চেক করলে আপনি এমন লেখকের কমেন্ট অনুমোদন করতে পারবেন যার কমেন্ট ইতিপূর্বে ছিল এবং তার এই ই-মেইল এড্রেস এবং পূর্বের কমেন্টের ই-মেইল এড্রেস একই হতে হবে। অন্যথায় কমেন্টটি অনুমোদনের অপেক্ষায় আটকে থাকবে।

Comment Moderation: এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক লিংক থাকবে যেগুলোতে কমেন্ট গ্রহণযোগ্য।

Comment Blacklist: এখানে আপনি আপনার নিজস্ব স্প্যাম ওয়ার্ড(spam word)গুলো ইনপুট দিতে পারেন যেগুলো আপনার ভিজিটর comments, URL, e-mail ইত্যাদির মধ্যে ইনপুট দিতে পারবে না। পরবর্তীতে এগুলো কমেন্টকে ফিল্টার করবে।

See also  ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

 

Avatars: Avatar হলো একটি ছোট ছবি যা ড্যাশবোর্ড স্ক্রিনের উপররের দিকে ডান পাশের কর্নারে আপনার নামের পাশে প্রদর্শিত হয়। এটা দেখতে আপনার প্রোফাইল ছবির মতই। ওয়ার্ডপ্রেস সাইটে Avatar সেট করার অপশনগুলো নিম্নে তুলে ধরা হলো-

Avatar Display: যখন এটা চেক করা হবে তখন আপনার এভাটার আপনার নাম এর পাশে প্রদর্শিত হবে।

Maximum rating: এটা ছাড়া এভাটার এর জন্য আরো চারটি অপশন রয়েছে যেগুলোর মধ্যে যেকোনো একটি অপশন আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো হলো G, PG, R এবং X । এটা হলো বয়স সেকশন যার মাধ্যমে আপনি নির্বাচন করতে পারবেন কোন ধরণের ভিজিটর এর কাছে আপনার পোস্ট প্রদর্শিত হবে।

Default Avatar: এই অপশনের মাধ্যমেও বিভিন্ন ধরণের এভাতার সেট করা যায়। ভিজিটর এর ই-মেইল এড্রেস অনুযায়ীও আপনি এই সকল এভাতার সেট করতে পারেন।

ধাপ ৩: পরিবর্তনগুলো সংরক্ষন করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।

কেন এই সেটিংস গুরুত্বপূর্ণ?

  • স্প্যাম কমাতে সহায়তা করে
  • ওয়েবসাইটের মন্তব্য নিয়ন্ত্রণ করা সহজ হয়
  • ইউজার এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করে
  • ব্লগের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা বজায় রাখে

আপনি WordPress Dashboard > Settings > Discussion থেকে এসব সেটিংস পরিবর্তন করতে পারবেন।

Related Posts

ওয়ার্ডপ্রেস Permalink Settings: SEO-ফ্রেন্ডলি URL তৈরি করার সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Media Settings: সঠিকভাবে কনফিগার করার উপায়

WordPress Media Settings হলো একটি গুরুত্বপূর্ণ সেটিংস প্যানেল, যেখানে ওয়েবসাইটের আপলোড করা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের মাপ এবং...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Reading Settings: কীভাবে এটি কনফিগার করবেন এবং সুবিধা

ওয়ার্ডপ্রেসের Reading Settings আপনার ওয়েবসাইটের সামগ্রিক প্রদর্শন এবং ভিজিটরদের জন্য কনটেন্ট দেখানোর পদ্ধতি নির্ধারণ করে। এটি মূলত হোমপেজ, ব্লগ পেজ...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Writing Settings: যেভাবে এটি কনফিগার করবেন

ওয়ার্ডপ্রেসের Writing Settings আপনাকে পোস্ট লেখার সময় বিভিন্ন সেটিংস কনফিগার করার সুযোগ দেয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ বা...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?