ওয়ার্ডপ্রেস Reading Settings: কীভাবে এটি কনফিগার করবেন এবং সুবিধা

ওয়ার্ডপ্রেস Reading Settings: কীভাবে এটি কনফিগার করবেন এবং সুবিধা

ওয়ার্ডপ্রেসের Reading Settings আপনার ওয়েবসাইটের সামগ্রিক প্রদর্শন এবং ভিজিটরদের জন্য কনটেন্ট দেখানোর পদ্ধতি নির্ধারণ করে। এটি মূলত হোমপেজ, ব্লগ পেজ এবং SEO সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কনফিগার করতে সাহায্য করে। আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Reading Settings সঠিকভাবে কনফিগার করা SEO ও ইউজার এক্সপেরিয়েন্সের জন্য গুরুত্বপূর্ণ! Reading Settings-এর প্রধান অপশনগুলো নিচে দেয়া হলো-

১. Your homepage displays (আপনার হোমপেজ কী দেখাবে)

এখানে আপনি ঠিক করতে পারেন, আপনার হোমপেজ কি সর্বশেষ পোস্টগুলো দেখাবে নাকি নির্দিষ্ট একটি স্ট্যাটিক পেজ দেখাবে।

READ ALSO

Your latest posts: যদি আপনি ব্লগ চালান, তাহলে এটি নির্বাচন করলে হোমপেজে সাম্প্রতিক পোস্টগুলো দেখাবে।

A static page: এটি বেছে নিলে আপনি হোমপেজ এবং ব্লগ পেজ আলাদাভাবে নির্ধারণ করতে পারবেন।

Homepage: আপনি যে পেজটি হোমপেজ হিসেবে সেট করতে চান, তা এখানে নির্বাচন করতে হবে।

Posts page: ব্লগ পোস্টগুলো দেখানোর জন্য একটি আলাদা পেজ নির্ধারণ করতে পারবেন।

২. Blog pages show at most (ব্লগ পেজে সর্বোচ্চ কতটি পোস্ট দেখাবে)

এখানে আপনি নির্ধারণ করতে পারেন, ব্লগ পেজে একসাথে কতটি পোস্ট দেখানো হবে। ডিফল্টভাবে এটি ১০ সেট করা থাকে, তবে আপনি চাইলে এটি কম-বেশি করতে পারেন।

৩. Syndication feeds show the most recent (ফিডে কতগুলো পোস্ট দেখাবে)

RSS ফিডে (যেমন ফিড রিডার, ইমেইল সাবস্ক্রিপশন ইত্যাদিতে) সর্বাধিক কতগুলো পোস্ট দেখাবে, তা এখানে নির্ধারণ করা হয়।

৪. For each post in a feed, include (ফিডে পোস্টের কী দেখাবে)

  • Full text: ফিডে সম্পূর্ণ পোস্ট দেখাবে।
  • Excerpt: শুধু সংক্ষিপ্ত অংশ দেখাবে, যাতে ভিজিটরদের আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে হয় পুরো পোস্ট পড়ার জন্য।
  • SEO ও ট্রাফিক বাড়ানোর জন্য Excerpt বেছে নেওয়াই ভালো।
See also  ওয়ার্ডপ্রেস জেনারেল সেটিংস: ওয়েবসাইট কনফিগারেশনের মৌলিক নির্দেশিকা

৫. Search Engine Visibility (সার্চ ইঞ্জিনের জন্য দৃশ্যমানতা নিয়ন্ত্রণ)

এখানে একটি Discourage search engines from indexing this site চেকবক্স থাকে। যদি আপনি চান আপনার সাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে না দেখানো হোক (যেমন ডেভেলপমেন্ট পর্যায়ে থাকলে), তাহলে এটি টিক দিন। তবে, লাইভ সাইটের ক্ষেত্রে এটি অনচেক রাখা উচিত, না হলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে ইনডেক্স করবে না।

রিডিং সিটিংসের কনফিগার করার সুবিধা কি কি

হোমপেজ এবং ব্লগ পেজ কীভাবে দেখাবে, তা নিয়ন্ত্রণ করা যায়। RSS ফিডের মাধ্যমে পাঠকদের জন্য কনটেন্ট ব্যবস্থাপনা সহজ হয়। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। ব্লগ পোস্টের সংখ্যা সীমিত করে লোড টাইম কমানো যায়।

Related Posts

ওয়ার্ডপ্রেস Permalink Settings: SEO-ফ্রেন্ডলি URL তৈরি করার সম্পূর্ণ গাইড

ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক (Permalink) হলো প্রতিটি পোস্ট, পেজ, ক্যাটাগরি বা ট্যাগের নির্দিষ্ট URL (লিংক) স্ট্রাকচার, যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) জন্য...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Media Settings: সঠিকভাবে কনফিগার করার উপায়

WordPress Media Settings হলো একটি গুরুত্বপূর্ণ সেটিংস প্যানেল, যেখানে ওয়েবসাইটের আপলোড করা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলের মাপ এবং...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Discussion Settings: যেভাবে এটি কনফিগার করবেন

WordPress-এর Discussion Settings হলো এমন একটি বিভাগ যেখানে আপনি মন্তব্য (comments) এবং অন্যান্য আলোচনা সম্পর্কিত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। এটি...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস Writing Settings: যেভাবে এটি কনফিগার করবেন

ওয়ার্ডপ্রেসের Writing Settings আপনাকে পোস্ট লেখার সময় বিভিন্ন সেটিংস কনফিগার করার সুযোগ দেয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্লগ বা...

Read moreDetails

ওয়ার্ডপ্রেস ডাউনলোড ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যেভাবে

ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবস্থাপনার সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয়। আউটসোর্সিংয়ের কাজ পওায়ার বাজারেও (মার্কেটপ্লেস) ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা। ওয়েবসাইট ব্যবস্থাপনার জন্য তুলনামূলকভাবে...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?