ওয়ার্ডপ্রেসের Reading Settings আপনার ওয়েবসাইটের সামগ্রিক প্রদর্শন এবং ভিজিটরদের জন্য কনটেন্ট দেখানোর পদ্ধতি নির্ধারণ করে। এটি মূলত হোমপেজ, ব্লগ পেজ এবং SEO সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সেটিংস কনফিগার করতে সাহায্য করে। আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Reading Settings সঠিকভাবে কনফিগার করা SEO ও ইউজার এক্সপেরিয়েন্সের জন্য গুরুত্বপূর্ণ! Reading Settings-এর প্রধান অপশনগুলো নিচে দেয়া হলো-
১. Your homepage displays (আপনার হোমপেজ কী দেখাবে)
এখানে আপনি ঠিক করতে পারেন, আপনার হোমপেজ কি সর্বশেষ পোস্টগুলো দেখাবে নাকি নির্দিষ্ট একটি স্ট্যাটিক পেজ দেখাবে।
Your latest posts: যদি আপনি ব্লগ চালান, তাহলে এটি নির্বাচন করলে হোমপেজে সাম্প্রতিক পোস্টগুলো দেখাবে।
A static page: এটি বেছে নিলে আপনি হোমপেজ এবং ব্লগ পেজ আলাদাভাবে নির্ধারণ করতে পারবেন।
Homepage: আপনি যে পেজটি হোমপেজ হিসেবে সেট করতে চান, তা এখানে নির্বাচন করতে হবে।
Posts page: ব্লগ পোস্টগুলো দেখানোর জন্য একটি আলাদা পেজ নির্ধারণ করতে পারবেন।
২. Blog pages show at most (ব্লগ পেজে সর্বোচ্চ কতটি পোস্ট দেখাবে)
এখানে আপনি নির্ধারণ করতে পারেন, ব্লগ পেজে একসাথে কতটি পোস্ট দেখানো হবে। ডিফল্টভাবে এটি ১০ সেট করা থাকে, তবে আপনি চাইলে এটি কম-বেশি করতে পারেন।
৩. Syndication feeds show the most recent (ফিডে কতগুলো পোস্ট দেখাবে)
RSS ফিডে (যেমন ফিড রিডার, ইমেইল সাবস্ক্রিপশন ইত্যাদিতে) সর্বাধিক কতগুলো পোস্ট দেখাবে, তা এখানে নির্ধারণ করা হয়।
৪. For each post in a feed, include (ফিডে পোস্টের কী দেখাবে)
- Full text: ফিডে সম্পূর্ণ পোস্ট দেখাবে।
- Excerpt: শুধু সংক্ষিপ্ত অংশ দেখাবে, যাতে ভিজিটরদের আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে হয় পুরো পোস্ট পড়ার জন্য।
- SEO ও ট্রাফিক বাড়ানোর জন্য Excerpt বেছে নেওয়াই ভালো।
৫. Search Engine Visibility (সার্চ ইঞ্জিনের জন্য দৃশ্যমানতা নিয়ন্ত্রণ)
এখানে একটি Discourage search engines from indexing this site চেকবক্স থাকে। যদি আপনি চান আপনার সাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে না দেখানো হোক (যেমন ডেভেলপমেন্ট পর্যায়ে থাকলে), তাহলে এটি টিক দিন। তবে, লাইভ সাইটের ক্ষেত্রে এটি অনচেক রাখা উচিত, না হলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে ইনডেক্স করবে না।
রিডিং সিটিংসের কনফিগার করার সুবিধা কি কি
হোমপেজ এবং ব্লগ পেজ কীভাবে দেখাবে, তা নিয়ন্ত্রণ করা যায়। RSS ফিডের মাধ্যমে পাঠকদের জন্য কনটেন্ট ব্যবস্থাপনা সহজ হয়। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। ব্লগ পোস্টের সংখ্যা সীমিত করে লোড টাইম কমানো যায়।