Would rather than-এর ব্যবহার: বরং এটা করব তবুও ওটা করব না। বরং এটা করব না তবু ওটা করব এসব বুঝাতে would rather than ব্যবহার করতে হয়। ইংরেজিতে অনর্গল কথা বলতে would rather than -এর ব্যবহার জানতে হবে। নিচে would rather than এর কিছু উদাহরণ দেয়া হলো-
Structure-গঠন: S+Would rather + v1 + than +objects.
Examples-উদাহরণ:
আমি বরং পরিক্ষায় ফেইল করব তবু ও প্রতারণা/ নকল করব না।
I would rather fail the test than cheat.
সে বরং টিভি দেখবে তবু ও ঘুমাবে না !
He would rather watch television than sleeping.
আমি বরং বাসায় অবস্থান করব তবু ও কক্সবাজার যাব না।
I would rather stay at home than visiting Cox bazar.
আমি বরং ছুটির চেয়ে থাকব।
I would rather stay than leave.
তিনি বরং কিছু না করে সারাদিন কাজ করতেন।
He would rather work all day long than do nothing.
মা তার সন্তানকে হারানোর চেয়ে মারা যাবেন।
The mother would rather die than lose her child.
তিনি এই জাতীয় লজ্জাজনক ব্যবসায়ের ক্ষেত্রে অংশ নেওয়ার চেয়ে পদত্যাগ করবেন।
She’d rather resign than take part in such shameful business deals.