Paragraph-Mobile Phone

Paragraph-Mobile Phone

Mobile phone is a wonderful invention of modern science and technology. (মোবাইল ফোন হচ্ছে বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির একটি বিস্ময়কর আবিষ্কার।’)

It is a telephone system that works without any wire. (এটি হচ্ছে টেলিফোনের একটি ধরণ যেটি তারবিহীন কাজ করে। )

It has added a new dimension to our life and to the communication system. (এটি আমাদের জীবন এবং যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। )

At present the popularity of the mobile phone is increasing rapidly. (বর্তমানে মোবাইল ফোনের জনপ্রিয়তা দ্রতহারে বৃদ্ধি পাচ্ছে।)

Through a mobile phone we can communicate and talk to others in the shortest possible time. (মোবাইল ফোনের মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা অন্যপ্রান্তের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি।)

Before the mobile phone was invented, communication and messaging systems were very hard. (মোবাইল ফোন আবিষ্কারের পূর্বে যোগাযোগ এবং কথোপকথন প্রক্রিয়া খুবই জটিল ছিল।)

But, mobile phone has now lessened the distance of the world. (মোবাইল ফোন পৃথিবীর দূরত্বকে হ্রাস করে দিয়েছে।)

Everyone can bear it with him because of its small size. ( আকারে ছোট হওয়ার কারণে প্রত্যেকেই এটিকে নিজেদের সাথে বহন করতে পারে।)

Thus, it has turned the world into a global village. (এটি পৃথিবীকে বৈশ্বিক গ্রামে পরিণত করেছে।)

Using a mobile phone set one can take photographs, browse the internet, watch video films, manage world files and so on. ( এটি ব্যবহারের মাধ্যমে যে কেউ ছবি তুলতে পারে, ইন্টারনেট ব্রাউজ করতে পারে, ভিডিও ফিল্মস দেখতে পারে, ফাইল পরিচালনা করাসহ আরও যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারে।)

An ultra modern mobile phone set is indeed a mini computer. (অতি আধুনিক মোবাইল ফোন প্রকৃতপক্ষে একটি মিনি কম্পিউটার এর সমতুল্য।)

There was a time when people used a mobile phone only for a device to call or send a message to someone.(একটা সময় ছিল যখন মোবাইল ফোন শুধুমাত্র কল করা অথবা বার্তা পাঠানোর কাজে ব্যবহার হতো।)

But now, it’s a lot more than just a way of communicating. (কিন্তু এখন, এটা যোগাযোগের বহুমাত্রিক ক্ষেত্রে অবদান রাখছে। )

A mobile phone is saving thousands of hours of time every day. (মোবাইল ফোন আমাদের সময়কে বাঁচিয়ে দিচ্ছে প্রতিদিন।)

Nowadays, it is an all-purpose tool that is used in most modern lifelike; home service, business, and education. (এটি এখন আমাদের আধুনিক জীবনের সর্বক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে যেমন হোম সার্ভিস, ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। )

It is useful for all kinds of people. (এটা সকল শ্রেণির লোকদের জন্য উপকারী।)

However, with all the merits, a mobile phone has some demerit too. (যাইহোক, এতসব সদগুন থাকা সত্ত্বেও মোবাইল ফোনের কিছু দোষ-ত্রুটি রয়েছে। )

It is injurious to our health. (এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।)

It harms our brain when we talk through it. (যখন আমরা মোবাইল ফোনে কথা বলি এটি আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে।)

The excessive use of mobile phones often causes fatal diseases like brain tumors, cancer, etc. (অতিরিক্ত মোবাইল ব্যবহার বিভিন্ন মারাত্মক রোগের কারণ যেমন ব্রেইন টিউমার, ক্যান্সার ইত্যাদি।)

So, we should be conscious of using it. (তাই, এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত।)

But yet, we can say that the mobile phone is nothing but a blessing for mankind (এতদসত্ত্বেও, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে মোবাইল ফোন আমাদের জীবনে নিঃসন্দেহে একটি আশীর্বাদ স্বরূপ।

this awesome creation has taken part in our life as a major important tool. (এই চমৎকার আবিষ্কারটি আমাদের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান টুল হিসেবে জায়গা করে নিয়েছে।)

Of course, it has good and bad sides; we need to accept it as a good side and to use it for improving our life.

(অবশ্যই এটির ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে; আমাদের উচিত এটার ভালোর দিক গ্রহণ করা এবং আমাদের জীবনকে উন্নত করার জন্য এটি ব্যবহার করতে হবে।)

 

Photo by: observerbd

 

Related Posts

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?