১.লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
ক.চিকিৎসকের
খ. অতিথির
গ. বামুনঠাকুরের
ঘ. চাকরদের
২. ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও কেন আসে?
ক. কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে
খ. রোগ সারতে পারে, এটা ভেবে
গ. চিকিৎসকের আদেশ মেনে নিয়ে
ঘ. বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে
৩. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
ক.রাঁচী
খ.দেওঘর
গ.কাশী
ঘ. শিলং
৪. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
ক.গল্প লেখার জন্যে
খ.বায়ু পরিবর্তনের জন্যে
গ.তীর্থ ভ্রমণের জন্যে
ঘ. সুচিকিৎসার জন্যে
৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘বায়ু পরিবর্তন’ কথাটিতে কী বোঝানো হয়েছে?
ক.বাসস্থানের পরিবর্তন
খ.স্বাস্থ্যকর পরিবেশে বসবাস
গ.স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া
ঘ. চিকিৎসকের নির্দেশ দান
৬. লেখক যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেটি কীরকম ছিল?
ক. প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা ছোট বাড়ি
খ.প্রাচীরবিহীন বাগানের মধ্যে একটা বড় বাড়ি
গ.প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়ি
ঘ. প্রাচীরবিহীন বাগানের মধ্যে একটা ছোট বাড়ি
৭. কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক.রাত্রি দুটো
খ.রাত্রি তিনটেগ.
গ.রাত্রি চারটে
ঘ. রাত্রি পাঁচটা
৮. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের ঘুম ভেঙে গেল কেন?
ক.মশার কামড়ের জন্য
খ.বদহজমের জন্য
গ.একঘেয়ে ভজনের সুরে
ঘ. পানি পিপাসার জন্য
৯. রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যেত কেন?
ক.ভজনের কারণে
খ.ভূতের ভয়ে
গ. চিৎকারের কারণে
ঘ.ডাকাতের ভয়ে
১০. রাত্রিবেলা ভজনের শব্দে ঘুম ভেঙে গেলে লেখক কোথায় এসে বসেন?
ক.জানালায়
খ.বাগানে
গ.দরজায়
ঘ. বারান্দায়
১১. রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হতো?
ক. পাখিদের
গ. সিংহদের
খ. শিয়ালদের
ঘ. হাতিদের
১২. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠার কথা উল্লেখ রয়েছে?
ক.দোয়েল
খ. বুলবুলি
গ.শ্যামা
ঘ. শালিক
১৩. অতিথিশালার বাগানে পাখিদের গান আরম্ভ হতো কখন?
ক.অন্ধকার শেষ না হতেই
খ.ভোরের আলো ফুটতেই
গ.সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই
ঘ. বেলা পড়তে না পড়তেই
১৪. প্রতিদিন ভোরে অন্ধকার শেষ হওয়ার পর পর লেখকের কী শোনার অভ্যাস হয়ে যায়?
ক.জভন গান
খ.পাখির ডাক
গ.গজল গান
ঘ. কুকুরের ডাক
১৫. বেনে বৌ পাখি দুটোর রং কেমন ছিল?
ক.সবুজ
খ.কমলা
গ.বেগুনি
ঘ.হলদে
১৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
ক.শ্যামা
খ.টুনটুনি
গ.দোয়েল
ঘ.বেনে বৌ
১৭.ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে বসে হাজিরা হাঁকে কোন পাখি?
ক.শ্যামা
খ.টুনটুনি
গ.বেনে-বৌ
ঘ.শালিক
১৮. কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে বেনে বৌ পাখিরা প্রত্যহ হাজিরা হেঁকে যেত?
ক.ইউক্যালিপটাস
খ.শাল
গ.সেগুন
ঘ. গর্জন
১৯. পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?
ক.পাখিপ্রেমিকের
খ.পীড়িতদের
গ.চিকিৎসকের
ঘ. ব্যাধের
২০. তিন দিনের দিন কাদের ফিরে আসতে দেখে লেখকের সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল?
ক.দোয়েল পাখিদের
খ.বুলবুলি পাখিদের
গ.টুনটুনি পাখিদের
ঘ.বেনে বৌ পাখিদের
২১. লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
ক.উচ্চবিত্ত
খ.মধ্যবিত্ত
গ.নিম্নবিত্ত
ঘ.নিম্নমধ্যবিত্ত
২২. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?
ক.মেয়েদের
খ.পুরুষদের
গ.চিকিৎসকের
ঘ.চাকরদের
২৩. বেরিবেরি রোগের লক্ষণ কোনটি?
ক.জ্বর আসা
খ.জন্ডিস হওয়া
গ.শরীর ফ্যাকাশে হওয়া
ঘ. পা ফুলে যাওয়া
২৪. ‘কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়’— এখানে ‘বিকৃতিটা’ বলতে কী
বোঝানো হয়েছে?
ক.পাণ্ডুর
খ.ফোলা পা
গ.রক্তহীন দেহ
ঘ. বাতব্যাধিগ্রস্ত
২৫. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কাদের বেশি যত্ন নিতে হয়?
ক. রাখালদের
খ. বেরিবেরি রোগগ্রস্থদের
গ. শ্রমিকদের
ঘ. বরাকর নিবাসীদের
২৬. অল্পবয়সী মেয়েরা মোজা পরত কেন?
ক.শীতকাল বলে
খ.অভিজাত বলে
গ.পা ফোলা ঢাকতে
ঘ. সৌন্দর্য বাড়াতে
২৭. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলেমেয়ে কয়জন?
ক.দুজন
খ.তিনজন
গ.চারজন
ঘ.পাঁচজন
২৮. ‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি –কোন মেয়েটির?
ক.মালিনীর
খ.দরিদ্র ঘরের মেয়েটির
গ.বাত ব্যাধিগ্রস্তের
ঘ. পা ফোলা রোগীর
২৯. কারা ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছিলেন?
ক.জনকয়েক যুবক
খ.জনকয়েক বৃদ্ধ
গ.জনকয়েক কিশোরী
ঘ.জনকয়েক বৃদ্ধা
৩০. বাতব্যাধিগ্রস্ত ছিল কারা?
ক.কয়েকটি ছেলে-মেয়ে
খ.কয়েকজন বৃদ্ধ ব্যক্তি
গ.কয়েকটি শালিক পাখি
ঘ.কয়েকজন শীর্ণ নারী
৩১. বাত ব্যাধিগ্রস্ত রোগীদের কখন ঘরে প্রবেশ করা প্রয়োজন?
ক.সন্ধ্যার পূর্বে
খ.সন্ধ্যার পরে
গ.দুপুর বেলা
ঘ. গোধূলি বেলা
৩২. অন্ধকার পথে চলার সময় লেখকের সঙ্গী হয়েছিল কে?
ক.একজন বৃদ্ধ
খ.একটি কুকুর
গ.একজন চাকর
ঘ. একটি বিড়াল
৩৩. ‘বুঝলাম সে রাজি আছে- এখানে কার কথা বলা হয়েছে?
ক.মালি-বৌ
খ.চাকর
গ.অতিথি কুকুর
ঘ.বামুন ঠাকুর
৩৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটির কথা বলা হয়নি?
ক.আম
খ.ছাতিম
গ.অশ্বত্থ
ঘ. বকুল
৩৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখির উল্লেখ নেই?
ক.ময়না
খ.শালিক
গ.দোয়েল
ঘ.বুলবুলি
৩৬. বাত ব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?
ক.অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়
খ.দ্রুত পদে হাঁটতে না পারায়
গ.ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়
ঘ.বাসস্থান অনেক দূরে বলে
৩৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক.পথে হাঁটতে বের হওয়ার সময়
খ.পথের ধারে বসে থাকার সময়
গ.বাড়ির লোহার গেটের সামনে
ঘ.হাঁটার পর ঘরে ফেরার সময়
৩৮. বেরিবেরিতে আক্রান্ত রুবিনা গরমের দিনেও পায়ে মোজা পরে। এর পেছনে কী কারণ থাকতে পারে?
ক.কুসংস্কারে বিশ্বাস করা
খ.পায়ে আরামবোধ হওয়া
গ.সমাজের অনুশাসন পালন
ঘ.রোগাক্রান্ত পা আড়াল করা
৩৯. ‘আজ তুই আমার অতিথি।’-লেখক কাকে কথাটি বলেছেন?
ক.মালিকে
খ.চাকরকে
গ.কুকুরকে
ঘ. মালিনীকে
৪০. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল?
ক.অতিথি
খ.চাকর
গ.মালিনী
ঘ.বামুন
৪১. ‘তার উৎসাহই সবচেয়ে বেশি।’ কার?
ক.অতিথির
খ.লেখকের
গ.বামুনের
ঘ. মালিকের
৪২. লেখক চাকরকে কী খুলে মালিকের রাখতে বলেছেন?
ক.অতিথিশালার গেট
খ.অতিথিশালার দরজা
গ.অতিথিশালার জানালা
ঘ. অতিথিশালার অফিস
৪৩. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক.লেখক
খ.চাকর
গ.মালি
ঘ.মালি-বৌ
88. অতিথিকে বাগানে ঢুকতে না দিলে অতিথি কী করে?
ক.পথের ধারে বসে থাকে
খ.গেটের বাইরে বসে থাকে
গ.বাড়ির পেছনে বসে থাকে
ঘ.বারান্দায় বসে থাকে
৪৫. ‘কাল তোকে নেমন্তন্ন করলাম, এলিনে কেন?’ এখানে কাকে আতিথ্যের মর্যাদা দেওয়া হয়েছে?
ক.রহমতকে
খ. বাদলকে
গ.নগেনকে
ঘ. কুকুরকে
৪৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে অতিথি লেখকের কথার প্রত্যুত্তর করে কীভাবে?
ক.ঘেউ ঘেউ শব্দে
খ.লেজ নেড়ে নেড়ে
গ.শূন্য দৃষ্টিতে চেয়ে
ঘ. নীরবে মাথা দুলিয়ে
৪৭.মূকবধির প্রতিবন্ধীরা কেবলমাত্র হাতের ইশারায় কথা বলে । তাদের শব্দ নেই, রয়েছে প্রখর ইন্দ্রিয় শক্তি। ‘অতিথির স্মৃতি’ গল্পে এ সকল প্রতিবন্ধীদের মতোই মানুষের সঙ্গে যোগাযোগ করতে নানা অঙ্গভঙ্গির আশ্রয় নেয় কে?
ক. চাকর
খ.পাখিগুলো
গ.লেখক
ঘ.কুকুরটি
৪৮. বাইরের বারান্দায় কুকুরটির বসে থাকার কথা কে লেখককে জানাল?
ক.বামুন
খ.মালি
গ.চাকর
ঘ. মালিনী
৪৯. লেখক কাকে ডেকে কুকুরটিকে পেট ভরে খেতে দিতে বললেন?
ক.পুরোহিতকে
খ.কর্তামশাইকে
গ.চাকরকে
ঘ. বামুনঠাকরকে
৫০. কুকুরটির আতিথ্যে কার ঘোরতর আপত্তি ছিল?
ক.বামুনঠাকুরের
খ.বাগানের মালির
গ.চাকরদের
ঘ.বাগানের মালিনীর
৫১. মালিনী কোনটিতে প্রবল অংশীদার ছিল?
ক.আসবাবপত্রে
খ.সম্পত্তিতে
গ.টাকা-কড়িতে
ঘ.বাড়তি খাবারে
৫২: খাওয়া সমন্ধে নির্বিকারচিত্ত কে?
ক.বৃদ্ধ ব্যক্তিটি
খ.দরিদ্র ঘরের মেয়েটি
গ.অতিথি
ঘ. মালি-বৌ
৫৩ কার প্রতি চাকরদের দরদ বেশি?
ক.মালিনী
খ.মালী
গ.অতিথি
ঘ. বামুনঠাকুর
৫৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে কে উপবাস থাকে?
ক.চাকর
খ.মালী
গ.মালিনী
ঘ.কুকুর
৫৫. অতিথির উপবাসের মূল কারণ কী?
ক.বামুন ঠাকুরের নির্বিকারত্ব
খ.চাকরদের মালি-বৌ প্রীতি
গ.লেখকের তদারকির অভাব
ঘ.বাড়তি খাবার অপচয়ে আপত্তি
৫৬. মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?
ক.কুকুরটি দেখতে বিশ্রী বলে
খ.থাকার স্থান কম পড়ার আশঙ্কায়
গ.অতিথির মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায়
ঘ.মালিনীর খাবারে ভাগ বসানোয়
৫৭. চাকরদেরও কোন কাজটিতে সায় ছিল?
ক.কুকুরটিকে বাগানে ঢুকতে দেওয়া
খ.কুকুরটিকে বাগানে ঢুকতে না দেওয়া
গ.কুকুরটিকে মাছ-মাংস খেতে দেওয়া
ঘ. কুকুরটিকে পেটপুরে খেতে দেওয়া
৫৮. শরীর খারাপ হলে লেখক কয়দিন নিচে নামতে পারলেন না?
ক.একদিন
খ.দুইদিন
গ.তিনদিন
ঘ. চারদিন
৫৯. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?
ক.কুকুরের
খ.মালিনীর
গ.চাকরের
ঘ.চিকিৎসকের
৬০. ‘খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ?’- এ জিজ্ঞাসা কার প্রতি?
ক.চাকরের প্রতি
খ.মালি-বৌর প্রতি
গ.কুকুরের প্রতি
ঘ. বামুনের প্রতি
৬১. লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক. প্রহার করায়
খ.খাবার না দেওয়ায়
গ. গেট বন্ধ থাকায়
ঘ.অতিরিক্ত আদর পাওয়ায়
৬২. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক.বেনেবৌ পাখি
খ.অসুস্থ মেয়েটি
গ.কুকুর
ঘ.মালি বৌ
৬৩. লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
ক.বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়
খ.বাড়ির জন্য মন অস্থির হওয়ায়
গ.অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়
ঘ.বাড়ি ভাড়ার টাকায় ঘাটতি হওয়ায়
৬৪. অতিথি কাদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল?
ক.চাকরদের
খ.কুকুরদের
গ.মালীদের
ঘ.কুলিদের
৬৫. ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল’— এখানে ‘খবরদারি’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক.মাতব্বরি
খ.হস্তক্ষেপ
গ.নজরদারি
ঘ.হাঁকাহাঁকি
৬৬. লেখককে ট্রেনে তুলে দিতে যাওয়া সবাই বকশিশ পেলেও বাকি রইল কে?
ক.মালিনী
খ.চাকর
গ.কুলি
ঘ.অতিথি
৬৭. ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’— এখানে ‘ঝাপসা’ কথাটিতে কী প্ৰকাশ পেয়েছে?
ক.চোখে কম দেখা
খ.দূরে তাকাতে না পারা
গ.চোখে অন্ধকার দেখা
ঘ.বিদায়ে চোখ জলে ভরা
৬৮. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক.কি গৃহের প্রতি উদাসীনতা
খ.অতিথির জন্য বিরহ কাতরতা
গ.পরিবারের প্রতি অনীহা
ঘ. দেওঘরের প্রতি মমতা
৬৯. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক.স্মৃতিকথা
খ.দেওঘরের স্মৃতি
গ.রেঙ্গুন স্মৃতি
ঘ. কুকুর স্মৃতি
৭০. পাখিগুলো ভোরবেলা বসত কোথায়?
ক. পাশের বাড়ির আম গাছে
খ. অথিতিশালার বকুল কুঞ্জে
গ. পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়
ঘ.উপরের সবগুলোই সঠিক
৭১. যৌবনে কুকুরটির শক্তি-সামর্থ্য ছিল তা লেখক বুঝলেন কীভাবে?
ক.বয়স চব্বিশ-পঁচিশ
খ.দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর
গ.শক্তি নেই নিজের দেহটাকে টানবার
ঘ. উপরের সবগুলোই সঠিক
৭২. সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে-এখানে ল্যাজ নাড়ানো কি অর্থ বহন করে?
ক. সম্মতি
খ. অসম্মতি
গ. রাজি হওয়া
ঘ. ক-খ
৭৩. মালি-বৌয়ের ভয়টা তার গেছে-কারণ কি?
ক. বারান্দার নিচে থাকার ব্যবস্থা হওয়ায়
খ. লেখক বেড়াতে সাথে নেওয়ায়
গ. অতিথির মর্যাদা পাওয়ায়
ঘ. উপরের সবগুলোই সঠিক
৭৪. অতিথি উপরের বারান্দার দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে কখন?
ক.সকাল বেলা
খ.বিকেল বেলা
গ.বেড়াতে যাওয়ার সময়
ঘ. ক-গ
৭৫. লেখককে বিদায় জানাতে স্টেশনে যারা এসেছিল তারা সবাই বকশিশ পেলেও অতিথি পেল না ।
ক.সেবার বিনিময় মূল্য নেই বলে
খ.অতিথির কাছে অর্থ মূল্যহীন হওয়ায়
গ.পুনরায় দেখা হওয়ার আশায়
ঘ. ক-খ
৭৬. মালি কি?
ক.মালাকর
খ.মালা রচনাকারী
গ.বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি
ঘ. উপরের সবগুলোই সঠিক
৭৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কাদের স্বরূপ তুলে ধরেছেন?
ক. অতিথিদের অবজ্ঞা করে
খ.তুচ্ছ জীবকেও স্নেহাদর করে
গ.তুচ্ছ প্রাণীর প্রতি সহানুভূতিহীন
ঘ. খ-গ
৭৮. উক্ত ভাবটির সাথে সাঙ্গতিপূর্ণ বার্ক-
ক.কি রে যাবি আমার সঙ্গে
খ.চাকরদেরও দরদ তার তরেই বেশি
গ.যা খেয়ে যাসনে বুঝলি?
ঘ. ক-গ
৭৯. উদ্দীপকের রাখি অতিথির স্মৃতি গল্পে কার প্রতিচ্ছবি?
ক.মালির
খ.লেখকের
গ.মালির বউ
ঘ. পা ফোলার রোগীর
৮০. রাফির ঢিল ছুঁড়ে সব পাখি উড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে তার মধ্যে অতিথির স্মৃতি গল্পের লেখকের কোন বৈশিষ্ট্যটির পরিচয় পাওয়া গেছে?
ক.মনুষ্যত্ববোধ
খ.কৌতূহলবোধ
গ.অসৌজন্যতা
ঘ.প্রাণীপ্রীতি
৮১. মিনি ও সামিয়ার মধ্যকার স্নেহ-প্রীতির পরিচয় পাওয়া যায় ‘অতিথির স্মৃতি’ গল্পের কাদের মধ্যে?
ক. মালি ও মালিনীর
খ.লেখক ও কুকুরটির
গ.মালিনী ও চাকরদের
ঘ. লেখক ও বামুনঠাকুরের
৮২. উদ্দীপকের ভদ্রলোকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কাকে মেলানো যায়?
ক.লেখককে
খ.মালিকে
গ.মালির বউকে
ঘ.বেরিবেরি রোগীকে
৮৩.উদ্দীপকের মোতালেব এবং গল্পের লেখকের মধ্যে কি ফুটে উঠেছে?
ক.মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
খ.মূক-প্রাণীদের প্রতি নিষ্ঠুর মনোভাব
গ.মানুষ ও প্রাণীর মধ্যে স্নেহ-প্রীতির সম্পর্ক
ঘ.ক-গ
৮৪. ‘ভজন’ কী?
ক.ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমাকীর্তন
খ.বিভিন্ন উৎসবের মহা আয়োজন।
গ.সবুজ শ্যামল প্রকৃতির জন্যে বন্দনা
ঘ.ভূরিভোজনের উৎসব বিশেষ
৮৫. ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক.অরণ্য
খ.জঙ্গল
গ.লতাগৃহ
ঘ.উপবন
৮৬. বেরিবেরি কী?
ক.একটি ফল
খ.একটি ফুল
গ.একটি রোগ
ঘ.একটি আসামি
৮৭. ‘পান্ডুর’ শব্দের অর্থ কী?
ক.শীর্ণ
খ.ফ্যাকাশে
গ.ক্লান্ত
ঘ. শক্তিহীন
৮৮. ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?
ক.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়
৮৯. ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন গল্পটির ঈষৎ পরিমার্জিত
ক.অতিথির কীর্তি
খ.দেওঘরের স্মৃতি
গ.দেওঘরের কীর্তি
ঘ. অতিথির স্মৃতি
৯০. বায়ু পরিবর্তনে এসে লেখক প্রতিদিন বিকেল বেলা কোথায় বসে পথচারীদের দেখেন?
ক.বারান্দার চেয়ারে
খ.পথের ধারে
গ.বাগানের বেঞ্চিতে
ঘ.রাস্তার মোড়ে
৯১. ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে জীবজন্তুর প্রতি ভালোবাসা মানব চরিত্রের কোন দিককে নির্দেশ
করে?
ক.সংকীর্ণ হৃদয়বৃত্তি
খ.অন্ধ স্নেহ-ভালোবাসা
গ.উদার মানবিক বোধ
ঘ.মানবিক দুর্বলতা
৯২. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?
ক.তুচ্ছের প্রতি সহানুভূতি
খ.ইতরের প্রতি নিষ্ঠুরতা
গ. চিকিৎসকের আদেশে বায়ু বদল
ঘ. ক্ষুদ্রের প্রতি ঘৃণা
৯৩. ‘অতিথি যদি আসে খেতে দিস – লেখক কাকে উদ্দেশ্য করে কথাটি বললেন?
ক.মালিকে
খ.চাকরকে
গ.দারোয়ানকে
ঘ.মালি-বৌকে
৯৪ ‘দেওঘরের স্মৃতি’ গল্পের মূল চেতনা কী?
ক.পরিবেশ সম্পর্কে সচেতনতা
খ.মানুষের প্রতি সংবেদনশীলত
গ.প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ
ঘ.প্রাণীর প্রতি সংবেদনশীলতা
৯৫. উদ্দীপকের মূল বক্তব্যের সাথে ‘অতিথির স্মৃতি -গল্পের কী ধরনের সাদৃশ্য লক্ষিত হয়?
ক.মানবেতর প্রাণী হিংস্র হয়
খ.হিংস্র প্রাণী কখনও শান্ত হয় না।
গ.তুচ্ছ জীবকে তাচ্ছিল্য করা
ঘ.মহত্ত্বের কাছে হিংস্রতা হার মানে
৯৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ সালে
খ.১৮৭৭ সালে
গ. ১৮৭৮ সালে
ঘ. ১৮৭৯ সালে
৯৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
ক.পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়
খ.পশ্চিমবঙ্গের হুগলি জেলায়
গ.পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়
ঘ. পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়
৯৮.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কী?
ক.দেবানন্দপুর
খ.রাধানগর
গ.কাঁঠালপাড়া
ঘ.মেহেরপুর
৯৯.’শ্রীকান্ত’ উপন্যাস কত খন্ডে বিভক্ত?
ক.২ খন্ডে
খ.৩ খন্ডে
গ.৪ খন্ডে
ঘ. ৫ খন্ডে
১০০. শরৎচন্দ্রের কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ব্যয় হয় কোথায়?
ক.দেবানন্দপুরে
খ.রেঙ্গুনে
গ.ভাগলপুরে
ঘ. শিবপুরে
১০১. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাসটি কত সালে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়?
ক.১৯৭৬ সালে
খ.১৯০৭ সালে
গ. ১৯২৬ সালে
ঘ. ১৯২৩ সালে
১০১.১৯০৭ সালে
১০২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ-শিক্ষা অসমাপ্ত থাকে কী কারণে?
ক. লেখালেখির কারণে
খ.রাজনীতির কারণে
গ.অবহেলার কারণে
ঘ. দারিদ্র্যের কারণে
১০৩. শরৎচন্দ্র ১৯০৩ থেকে ১৯১৬ সাল পর্যন্ত কোথায় অবস্থান করেন?
ক.ভাগলপুর
খ.হুগলি
গ.কোলকাতা
ঘ.রেগুন
১০৪. শরৎচন্দ্র চট্টেপাধ্যায়ের ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক.সবুজপত্র
খ. বিজলী
গ. ভারতী
ঘ.দেবদাস
১০৫. কোন উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে সর্বপ্রথম শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে?
ক.দেনাপাওনা
খ.বড়দিদি
গ.পল্লীসমাজ
ঘ.দেবদাস
১০৬. ‘পল্লীসমাজ’ উপন্যাসটি কার লেখা?
ক.কাজী নজরুল ইসলামের
খ.জসীমউদদীনের
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়ের
১০৭. ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা কে?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.কাজী নজরুল ইসলাম
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৮.’শ্রীকান্ত’ কোন জাতীয় রচনা?
ক.উপন্যাস
খ.প্রবন্ধ
গ.ছোটগল্প
ঘ.নাটক
১০৯. ‘গৃহদাহ’ উপন্যাসটি কার লেখা?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
খ.মানিক বন্দ্যোপাধ্যায়ের
গ.কাজী নজরুল ইসলামের
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
১১০. ‘দেনাপাওনা’ উপন্যাসটি কে লিখেছেন?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়ে
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১১. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা?
ক. ব্যথার দান
খ.চাঁদের পাহাড়
গ.শেষের কবিতা
ঘ.পথের দাবী
১১২. ‘পথের দাবী’ কোন ধরনের লেখা?
ক.ছোটগল্প
খ.নাটক
গ.উপন্যাস
ঘ.প্রবন্ধ
১১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
১১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক. ঢাকা
খ.কলকাতা
গ.অক্সফোর্ড
ঘ.কেমব্রিজ
১১৫. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
ক.১৯০৩
খ.১৯০৫
গ.১৯০৭
ঘ. ১৯০৯
১১৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
ক.১৯৩৫ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি
খ.১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৬ই জানুয়ারি
গ.১৯৩৭ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি
ঘ.১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি
উত্তরমালাঃ
১. ক, ২.গ, ৩.খ, ৪.খ, ৫.খ, ৬.গ, ৭.খ, ৮.গ, ৯.ক, ১০.ঘ, ১১.ক, ১২.ক, ১৩.ক, ১৪.খ, ১৫.ঘ, ১৬.ঘ, ১৭.গ, ১৮.ক, ১৯.ঘ, ২০.ঘ, ২১.খ, ২২.ক, ২৩.ঘ, ২৪.খ, ২৫.খ, ২৬.গ, ২৭.খ, ২৮.খ, ২৯.খ, ৩০.খ, ৩১.ক, ৩২.ক, ৩৩.গ, ৩৪.খ, ৩৫.ক, ৩৬.ক, ৩৭.ঘ, ৩৮.ঘ, ৩৯.গ, ৪০.খ, ৪১.ক, ৪২.ক, ৪৩.ঘ, ৪৪.ক, ৪৫.ঘ, ৪৬.ঘ, ৪৭.ঘ, ৪৮.গ, ৪৯.ঘ, ৫০.ঘ, ৫১.ঘ, ৫২.ঘ, ৫৩.ক, ৫৪.ঘ, ৫৫.খ, ৫৬.ঘ, ৫৭.খ, ৫৮.খ, ৫৯.ক, ৬০.গ, ৬১.খ, ৬২.গ, ৬৩.ক, ৬৪.ঘ, ৬৫.গ, ৬৬.ঘ, ৬৭.ঘ, ৬৮.খ, ৬৯.খ, ৭০.ঘ, ৭১.ঘ, ৭২.ঘ, ৭৩.ঘ, ৭৪.ঘ, ৭৫.ঘ, ৭৬.ঘ, ৭৭.ঘ, ৭৮.ঘ, ৭৯. খ, ৮০.ঘ, ৮১. খ, ৮২.গ, ৮৩.ঘ, ৮৪.ক, ৮৫.ঘ, ৮৬.গ, ৮৭.খ, ৮৮.গ, ৮৯.খ, ৯০.খ, ৯১.গ, ৯২.ক, ৯৩.খ, ৯৪.ঘ, ৯৫.ঘ, ৯৬.ক, ৯৭.খ, ৯৮.ক, ৯৯.গ, ১০০.গ, ১০১.খ, ১০২.ঘ, ১০৩.ঘ, ১০৪.গ, ১০৫.খ, ১০৬.গ, ১০৭.ঘ, ১০৮.ক, ১০৯.ক, ১১০.খ, ১১১.ঘ, ১১২.খ, ১১৩.ক, ১১৪.ক, ১১৫.গ, ১১৬.ঘ।