Grapes Are Sour
Completing Story Class-8: Grapes Are Sour: Once upon a time a fox lived beside a vineyard. He saw the people eating grapes from the garden. He hoped to have it. One day he became very hungry.
He had nothing to eat. He went to the garden in search of fruit. He was walking to and fro and looking for any fruit to eat.
But he did not find any fruit or food. He became upset. He became so hungry that he could not walk. At last he lay on the floor to take rest. While taking rest he was thinking deeply how he could manage food.
After a while he looked upward and found some ripe grapes hanging from the vine. But the grapes were too high to reach. The fox felt greedy to see the grapes.
He wanted to eat some of them. He tried his best to climb up but failed. Then he jumped high to catch the grapes but this time he failed too. At last he became tired and disappointed.
Finally, the fox condoled himself saying, “Grapes are sour”.
Grapes Are Sour -এর বাংলা অর্থ : আঙ্গুর ফল টক
একদা একটি আঙ্গুর বাগানের পাশে একটি শিয়াল বাস করত। তিনি দেখলেন লোকেদের বাগান থেকে আঙ্গুর খাচ্ছে। তিনি এটি পাওয়ার আশা করেছিলেন। একদিন খুব ক্ষুধার্ত হয়ে পড়লেন।
তার খাওয়ার কিছু ছিল না। সে বাগানে গেল ফলের সন্ধানে। তিনি এদিক-ওদিক হাঁটছিলেন এবং খাওয়ার জন্য কোনও ফল খুঁজছিলেন। কিন্তু তিনি কোনো ফল বা খাবার পাননি। তিনি বিচলিত হয়ে পড়েন।
তিনি এতটাই ক্ষুধার্ত হয়ে পড়লেন যে তিনি হাঁটতে পারছিলেন না। অবশেষে বিশ্রাম নিতে মেঝেতে শুয়ে পড়লেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি গভীরভাবে ভাবছিলেন কীভাবে তিনি খাবারের ব্যবস্থা করবেন।
কিছুক্ষণ পর তিনি উপরের দিকে তাকালেন কিছু পাকা আঙ্গুর লতা থেকে ঝুলে আছে। কিন্তু আঙ্গুর নাগাল খুব বেশী ছিল. শেয়াল আঙ্গুর দেখে লোভ অনুভব করল। তিনি তাদের কিছু খেতে চেয়েছিলেন। তিনি উপরে উঠার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন।
তারপর সে আঙ্গুর ধরতে উঁচুতে লাফ দিল কিন্তু এবারও সে ব্যর্থ হল। অবশেষে তিনি ক্লান্ত ও হতাশ হয়ে পড়লেন। অবশেষে, শিয়াল নিজেকে সমবেদনা জানিয়ে বলল, “আঙ্গুর ফল টক”।