১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা হয়েছে?
উঃ মাদোনা লিসা জেবার দিনিকে।
৩. প্রশ্ন : ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে।
উঃ ল্যুভর জাদুঘরে (ফ্রান্স)।
৪. প্রশ্ন : লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের বিখ্যাত চিত্রকর।
উঃ ইতালির।
৫. প্রশ্ন ঃ “দি লাস্ট সাপার” চিত্রটির চিত্রকর কে?
উ : লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৬. প্রশ্নঃ ‘La Gioconda’ চিত্রকর্মটি কার আঁকা?
উ: লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৭. প্রশ্ন : মাইকেল অ্যাঞ্জেলো নামটি কিসের সাথে জড়িত?
উঃ ইতালির বিখ্যাত চিত্রকর, ভাস্কর, কবি।
৮. প্রশ্ন : ‘সিসটাইন চ্যাপেলের ছাদের নকশা’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উ : মাইকেল অ্যাঞ্জেলো।
৯. প্রশ্ন : দি ম্যাডানো এন্ড চাইল্ড’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ মাইকেল অ্যাঞ্জেলো।
১০. প্রশ্নঃ ম্যাডানো অব দ্য ইয়ান উইভার’ চিত্রকর্মটির চিত্রকর কে?
উঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
১১.প্রশ্ন : দি হোলি ফ্যামিলি’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ মাইকেল অ্যাঞ্জেলো।
১২. প্রশ্ন ঃ ‘গোয়ার্নিকো’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উঃ পাবলো পিকাসো।
১৩. প্রশ্ন : পাবলো পিকাসো কোন দেশের বিখ্যাত চিত্রকর?
উঃ স্পেনের।
১৪. প্রশ্ন : ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর।
উ : নেদারল্যান্ড।
১৪. প্রশ্ন : সানফ্লাওয়ার’ চিত্রটির চিত্রকর কে?
উঃ ভিনসেট ভ্যানগগ।
১৫. প্রশ্ন : সানরাইজ’ চিত্রটির চিত্রকর কে?
উঃ ক্লদ মোনে ৷
১৬. প্রশ্নঃ ‘মেডোনা-৪৩’ চিত্রটি কার আঁকা?
উ : জয়নুল আবেদীন।
১৭. প্রশ্ন : ‘মেডোনা-৪৩’ চিত্রটি কীসের ওপর আঁকা?
উ : দুর্ভিক্ষের ওপর।
১৮. প্রশ্ন : সূর্যলোকে নগ্নমূর্তি’ কার বিখ্যাত চিত্রকর্ম?
উ: পিয়েরে অগুস্ত রেনায়ো।
১৯. প্রশ্ন : সালভাদর ডালি’ কে?
উ : স্পেনের বিখ্যাত চিত্রকর ।
২০. প্রশ্ন : জ্যাকব এপস্টাইন কে?
উঃ একজন ব্রিটিশ ভাস্কর।
২১. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দামি সঙ্গীত শিল্পী কে?
উ : পপ গায়িকা জ্যানেট জ্যাকসন ৷
২২. প্রশ্নঃ জ্যানেট জ্যাকসন কোন দেশের?
উ: যুক্তরাষ্ট্রের।
২৩. প্রশ্ন : প্রিন্সেস ইন লাভ’ গ্রন্থের রচয়িতা কে?
উ : আনা পেস্তারনেক।
২৪. প্রশ্ন : “ড. জিভাগো” উপন্যাসের রচয়িতা কে?
উ : বরিস পেস্তারনেক।
২৫. প্রশ্ন : সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয় কত সালে?
উ : ১৮৯৫ সালে।
২৬. প্রশ্ন : প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন কে?
উ : লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র)।
২৭. প্রশ্নঃ বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকর কে?
উঃ ফ্রেডারিকো ফেলিনি (ইতালি)।
২৮. প্রশ্ন : ফ্রেডারিকো ফেলিনি কয়বার অস্কার পুরস্কার পান?
উঃ ৫ বার।
২৯. প্রশ্নঃ কোন বাঙালি চলচ্চিত্র পরিচালক ‘অস্কার পুরস্কার লাভ করেন?
উ : সত্যজিৎ রায় (পথের পাঁচালী ছবির জন্য)।
৩০. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ফ্রাঙ্কফুটে (জার্মানি)।
৩১. প্রশ্ন : স্ফিংস কোন দেশে অবস্থিত?
উ : মিসর।
৩২. প্রশ্ন : পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসা সফল ছবি কোনটি?
উঃ ব্রেড হার্ট।
৩৩. প্রশ্ন : পৃথিবীর সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্র কোনটি?
উ : টাইটানিক।
৩৪. প্রশ্নঃ “টাইটানিক’ ছবির পরিচালক কে?
উঃজেমস ক্যামরুন।
৩৫. প্রশ্ন : বহুল আলোচিত ‘ফায়ার’ ও ‘ওয়াটার’ ছবির পরিচালক কে?
উ: দীপা মেহতা পুরস্কার ও সম্মাননা
৩৬. প্র: বিশ্বের উচ্চতম মূর্তি ‘মাদার ল্যান্ড’ কোথায় অবস্থিত?
উঃ মস্কো (রাশিয়া)
৩৭. প্র: পৃথিবীর সবচেয়ে বড় মন্দির অ্যাক্টভার্ট কোন দেশে অবস্থিত?
উ: কম্বোডিয়া।
৩৮. প্র: নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উঃ আলফ্রেড নোবেল (সুইডেন)।
৩৯. প্রঃ আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
উ : ডিনামাইট।
৪০. প্র: আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন কবে?
উ : ১৮৩৩ সালে।
৪১. প্র : আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন কবে?
উঃ ১০ ডিসেম্বর, ১৮৯৬।
৪২. প্রঃ নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে?
উঃ ১৯০১ সালে।
৪৩. প্র: প্রথম (১৯০১ সালে) কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উ: ৫টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)।
৪৪. প্রশ্ন : বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় কতটি ক্ষেত্রেঃ
উঃ ৬টি (শান্তি,পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও অর্থনীতি)।
৪৫. প্রশ্ন : অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
উঃ ১৯৬৯ সালে।
৪৬. প্রশ্ন : অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কে?
উ : রাগনার ফ্রেশ ও জ্যান টিনবারজেন।
৪৭. প্রশ্ন : প্রতিবছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কোন তারিখে?
উ: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)।
৪৮. প্রশ্ন : নোবেল পুরস্কারের অর্থ মূল্য কত?
উঃ ১ কোটি ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)।
৪৯. প্রশ্নঃ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি ও কী কী?
উ : ৪টি। (ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়াল পার্লামেন্ট (নরওয়ে) (শান্তি) (খ) সুইডিশ একাডেমি (সাহিত্য)। (গ) রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স (পদার্থ, রসায়ন ও অর্থনীতি) (ঘ) ক্যারোলিনা ইনস্টিটিউট ও (সুইডেন) (চিকিৎসা)।
৫০. প্রশ্নঃ শাস্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে?
উ: নরওয়ে।