মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায়, মানুষের মুখ থেকে বেরিযে আসা অর্থপূর্ণ কতকগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ। তবে যেকোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়। সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকতে হবে। এদিকে, পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রুপ রয়েছে। একটি বলার ভাষা বা মৌখিক রুপ; অন্যটি লেখার ভাষা বা লৈখিক রুপ। লৈখিক রুপেরও দুটো আলাদা রীতি রয়েছে। যেমন: চলিত রীতি ও সাধু রীতি। নিচে ভাষা, সাধু রীতি ও চলিত রীতির বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। অষ্টম শ্রণির যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন পড়বেই। প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে। সবগুলো প্রশ্নের শেষে উত্তর দেওয়া হয়েছে।
১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. শব্দ
খ. ছবি
গ. ইঙ্গিত
ঘ. ভাষা
২. অর্থপূর্ণ ধ্বনিই হলো—
ক. ভাষার প্রাণ
খ. বর্ণের প্রাণ
গ. বাক্যের প্রাণ
ঘ. অক্ষরের প্রাণ
৩. স্থান, কাল ও সমাজভেদে কিসের রূপভেদ দেখা যায়?
ক. ধ্বনির
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. ভাষার
৪. কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়?
ক. মুখের সাহায্যে
খ. বাগযন্ত্রের সাহায্যে
গ. প্রযুক্তির সাহায্যে
ঘ. ফুসফুসের সাহায্যে
৫. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
ক. ভাষা
খ. ধ্বনি
গ. শব্দ
ঘ. বাক্য
৬. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
ক. বর্ণ
খ. বর্ণমালা
গ. শব্দ
ঘ. বাক্য
৭. চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কী?
ক. চাংমা
খ. চাংগমা
গ. চাম্মা
ঘ. চাকমা
৮. গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?
ক. সাচিক
খ. আচিক
গ. উচিক
ঘ. মাচিক
৯. পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে?
ক. আড়াই হাজার
খ. তিন হাজার
গ. সাড়ে তিন হাজারের কাছাকাছি
ঘ. চার হাজারের কাছাকাছি
১০. পৃথিবীতে কত লোকের মুখের ভাষা বাংলা?
ক. ত্রিশ কোটি
খ. প্রায় ত্রিশ কোটি
গ. ত্রিশ কোটির কম
ঘ. ত্রিশ কোটির বেশি
১১. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
১২. জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটির শিক্ষা পায়, তাকে কী বলে?
ক. রাষ্ট্রভাষা
খ. আঞ্চলিক ভাষা
গ. মাতৃভাষা
ঘ. উপভাষা
১৩. রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?
ক. মাতৃভাষা
খ. সমাজভাষা
গ. জাতির ভাষা
ঘ. রাষ্ট্রভাষা
১৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা?
ক. প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদে
খ. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে
গ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে
ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে
১৫. আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. উর্দু
গ. বাংলা
ঘ. হিন্দি
১৬.ভাষার প্রাণ কী?
ক.অঙ্গভঙ্গি
খ.অর্থপূর্ণ ইঙ্গিত
গ.অর্থপূর্ণ ধ্বনি
ঘ.অর্থপূর্ণ ছবি
১৭.স্থান, কাল ও সমাজভেদে ভাষার কী দেখা যায়?
ক. প্রকৃত রূপ
খ. রূপভেদ
গ. আসলরূপ
ঘ. বলিষ্ঠ রূপ
১৮.মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে কী সৃষ্টি হয়?
ক. ভাবের
খ. চিত্রের
গ. যোগাযোগের
ঘ. ধ্বনির
১৯.বাগ্যন্ত্রের সহযোগী নয় কোনটি?
ক. দন্ত
খ. কর্ণ
গ. ওষ্ঠ
ঘ. জিহ্বা
২০. প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে?
ক. শব্দের
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. অর্থের
২১. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী সৃষ্টি হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. পদ
ঘ. ভাষা
২২.বাগ্যন্ত্রের সহযোগী কোনটি?
ক. গলনালি
খ. হাত
গ. কান
ঘ. মাথা
২৩.মানুষের মনের মধ্যে সবসময় কিসের আনাগোনা চলে?
ক. শিক্ষা ও জ্ঞানের
খ. কল্পনা ও স্বপ্নের
গ. বুদ্ধি বা ভাবের
ঘ. আশা ও নিরাশার
২৪.মানুষের বুদ্ধি বা ভাবকে কিসের সাহায্যে ব্যাপক পরিসরে প্রকাশ করা যায়? ঝ
ক. ইশারার
খ. অঙ্গভঙ্গির
গ. ছবি ও নাচের
ঘ. মুখের ধ্বনির
২৫. মানুষ একের পর এক কী দিয়ে বাক্য তৈরি করে?
ক. অর্থবোধক শব্দ
খ. অর্থবোধক ধ্বনি
গ. উন্নত শব্দ
ঘ. নির্বাচিত অক্ষর
২৬. ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. গতিশীল জীবন
খ. প্রবহমান নদী
গ. পরিবর্তনশীল জীবন
ঘ. প্রবহমান স্রোত
২৭. ভাষা স্থির হয়ে গেলে কী পরিণতি হয়?
ক. অচল হয়
খ. রূঢ় হয়
গ. মৃত হয়
ঘ. শান্ত হয়
২৮. পাঁচশত বছর আগের বাংলা ভাষার রূপের সাথে এখনকার বাংলা ভাষার রূপের তুলনা করলে কোনটি পরিলক্ষিত হয়?
ক. হুবহু এক নয়
খ. একই রয়েছে
গ. উন্নত হয়েছে
ঘ. সম্পূর্ণ আলাদা
২৯. ফ্রান্সের জনগণের ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. ফ্রাংকো
গ. ফারসি
ঘ. ফরাসি
৩০. সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপ কী হয়?
ক. বলিষ্ঠ হয়
খ. পরিবর্তন হয়
গ. গতিশীল হয়
ঘ. গতিহীন হয়
৩১. চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কোনটি?
ক. চায়না
খ. আচিক
গ. ম্যান্ডারিন
ঘ. মুন্ডারি
৩২. বাংলাদেশের ‘গারো’-উপজাতিদের ভাষার নাম কী?
ক. কোল ভাষা
খ. তেলেগু ভাষা
গ. আচিক ভাষা
ঘ. মিশ্র ভাষা
৩৩. ভারতের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
ক. দিল্লি
খ. মধ্যপ্রদেশ
গ. তামিলনাড়–
ঘ. ঝাড়খণ্ড
৩৪. পৃথিবীতে বাংলা ভাষাভাষী মোট লোকের সংখ্যা?
ক.৩০ কোটি
খ. ২৫ কোটি
গ. ২৭ কোটি
ঘ. ২৯ কোটি
৩৫. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত?
ক.তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
৩৬. মিয়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষার প্রচলন আছে?
ক. অরুণ রাজ্য
খ. খণ্ড রাজ্য
গ.সুনীল রাজ্য
ঘ.রাখাইন রাজ্য
৩৭. কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কী ভাষা বলা হয়?
ক. রাষ্ট্রভাষা
খ. অফিসের ভাষা
গ. মৌখিক ভাষা
ঘ. মাতৃভাষা
৩৮. ভারতের কোন অঞ্চলের অধিকাংশ জনগণ বাংলায় কথা বলে?
ক. চেন্নাই
খ. মুম্বাই
গ. পশ্চিমবঙ্গ
ঘ. আগ্রা
৩৯. কানাড়ি’ কোন দেশের ভাষা?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ.পাকিস্তান
ঘ.মিয়ানমার
৪০. পৃথিবীর সকল ভাষার প্রধান রূপ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪১. বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর মুখের ভাষারীতিকে কী রীতি বলে?
ক. কথ্য রীতি
খ. লেখ্য রীতি
গ. আঞ্চলিক রীতি
ঘ. চলিত রীতি
৪২. বাংলা ভাষার লেখ্য রীতি কত ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪৩. বাংলা ভাষার মৌখিক রীতি কত ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪৪. সাধু ভাষার পদবিন্যাস রীতি কেমন?
ক. নির্দিষ্ট
খ. সুনির্দিষ্ট
গ. অনির্দিষ্ট
ঘ. নিরর্থক
৪৫. সর্বজনবোধ্য মুখের ও লেখার ভাষা কোনটি?
ক.সাধু ভাষা
খ. চলিত ভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. উপভাষা
৪৬. সাধু রীতিতে কোন কোন পদের পূর্ণরূপ দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম, ক্রিয়া, বিশেষণ
গ. বিশেষ্য, বিশেষণ, অব্যয়
ঘ. সর্বনাম, ক্রিয়া ও অব্যয়
৪৭. . ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কী রীতি বলে? জ
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ.মৌখিক রীতি
৪৮. সাধু রীতি কেমন?
ক. হালকা
খ. গতিশীল
গ. চটুল
ঘ. গম্ভীর
৪৯. সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন রীতি?
ক. সাধু রীতি
খ. প্রমিত রীতি
গ. শুদ্ধ চলিত
ঘ. চলিত রীতি
৫০. সাধু ভাষায় কোন প্রকারের শব্দের বহুল ব্যবহার দেখা যায়?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. অর্ধতৎসম
ঘ. দেশি
৫১. সাধু ভাষায় কোন পদের রূপ প্রাচীন রীতি অনুসারে হয়?
ক. বিশেষ্য পদ
খ. বিশেষণ পদ
গ. অব্যয় পদ
ঘ. ক্রিয়াপদ
৫২. সাধু রীতির ‘নচেৎ’ শব্দটি চলিত রীতিতে কীরূপ হয়?
ক. না হলে
খ. নইলে
গ. নাই হলে
ঘ. না এলে
৫৩. সাধু রীতির ‘পার হইয়া’ চলিত রীতিতে কী হয়?
ক. পারায়ে
খ. পেরিয়ে
গ. পারা
ঘ. পারাইয়া
৫৪. অভিজাত্যপূর্ণ রীতি কোনটি?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
৫৫. চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. ব্যাকরণ মানে
খ. গম্ভীর
গ. কৃত্রিম
ঘ. সাবলীল
৫৬. চটুল ও জীবন্ত কোন ভাষারীতি?
ক. সাধু ভাষা
খ. চলিত ভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. উপভাষা
৫৭. সাধু রীতির শব্দ কোনটি?
ক. তবুও
খ. প্রায়ই
গ. কদাচ
ঘ. যদিও
৫৮. চলিত রীতির শব্দ কোনটি?
ক. শুনলাম
খ. কেহ
গ. নতুবা
ঘ. এই
৫৯. প্রাচীন নিয়মকানুন দিয়ে সাজানো কোন রীতি?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
৬০. ‘দুর্বোধ্য’ কোন রীতির শব্দ?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. প্রমিত রীতি
ঘ. আঞ্চলিক রীতি
৬১. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. দেশি শব্দবহুল
খ. সরল
গ. কৃত্রিম
ঘ. বক্তৃতাযোগ্য
৬২. ভাষা কী?
ক. মানুষের ব্যবহৃত ইশারা-ইঙ্গিত
খ. মানুষের চিন্তা-চেতনা
গ. যেকোনো আওয়াজ বা ধ্বনি
ঘ. মানুষের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনিসমষ্টি
৬৩. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
ক.পদ
খ. ধ্বনি
গ. বাক্য
ঘ. ভাষারীতি
উত্তর: ১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. গ. ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯ খ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩.গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭.ক ৩৮. গ ৩৯. খ ৪০. ক ৪১. গ ৪২.ক ৪৩. ক ৪৪. খ ৪৫. খ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ক ৫১. ঘ ৫২. খ ৫৩. খ ৫৪. ক ৫৫. ঘ ৫৬. খ ৫৭. গ ৫৮. ক ৫৯. ক ৬০. ক ৬১. গ ৬২. ঘ ৬৩. গ