Completing Story class-8: Unity Is Strength

Unity Is Strength

 Unity Is Strength

Once there lived an old man in a village. He had three sons. They used to quarrel with one another. The old man was anxious of this matter. He was always in a gloomy mood. He thought how to stop the quarrel. The old man was intelligent. One day he found out a way to stop the quarrel. He made a plan.

According to his plan, he called his sons and told his elder son to bring some sticks. The elder son did so. Then he told him to tie the sticks in a bundle. Next, he called his elder son and told him to break the bundle. The elder son could not break the bundle. The same thing happened to the other two brothers. Then the three brothers tried together but failed.

READ ALSO

The old man saw it and took the bundle in his hand. He untied the bundle and gave his each son a stick separately. Then he said, “Dear sons break the sticks.” This time all of them were able to break the stick.

Then the old man said, “My boys, you are like the sticks. When the sticks were together, you were not able to break them but when they were separated, you could break them easily. Now if you continue your quarrel, everyone will get chance to harm you. Remember, unity is strength. So try to be united. Don’t quarrel. If you quarrel, people will find your weaknesses and harm you easily.”

See also  ৮ম শ্রেণির বাংলা ২য় পত্র: ভাষা-সাধু-চলিত রীতির বহুনির্বাচনি প্রশ্নোত্তর

After that the three sons could understand the importance of unity. They stopped quarreling and made a good relationship with one another.

Unity Is Strength -এর বাংলা অর্থ : একতাই বল

একদা এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তার তিন ছেলে ছিল। তারা একে অপরের সাথে ঝগড়া করত। বিষয়টি নিয়ে বৃদ্ধ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সর্বদা বিষণ্ণ মেজাজে থাকতেন। সে ভাবল কিভাবে ঝগড়া থামানো যায়। বৃদ্ধ বুদ্ধিমান ছিলেন। একদিন ঝগড়া থামানোর উপায় বের করলেন। সে একটা পরিকল্পনা করল।

তার পরিকল্পনা অনুযায়ী তিনি তার ছেলেদের ডেকে তার বড় ছেলেকে কিছু লাঠি নিয়ে আসতে বললেন। বড় ছেলে তাই করল। তারপর তাকে বলে লাঠিগুলো একটা বান্ডিলে বেঁধে দিতে। এরপর তিনি তার বড় ছেলেকে ডেকে বান্ডিলটি ভাঙতে বলেন। বড় ছেলে বান্ডিল ভাঙতে পারেনি। অন্য দুই ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তারপর তিন ভাই একসাথে চেষ্টা করেও ব্যর্থ হয়।

বৃদ্ধ তা দেখে বান্ডিলটা হাতে নিলেন। তিনি বান্ডিলটি খুললেন এবং তার প্রতিটি ছেলেকে আলাদাভাবে লাঠি দিলেন। তারপর বললেন, “প্রিয় ছেলেরা লাঠি ভাঙো।” এবার সবাই লাঠি ভাঙতে পেরেছে।

তখন বৃদ্ধ বললেন, “বাছারা, তোমরা লাঠির মতো। যখন লাঠিগুলো একত্রে থাকত, তখন তুমি সেগুলো ভাঙতে পারতে না কিন্তু যখন সেগুলো আলাদা হয়ে যেত, তখন তুমি সেগুলোকে সহজেই ভাঙতে পারতে। এখন ঝগড়া চালিয়ে গেলে সবাই আপনার ক্ষতি করার সুযোগ পাবে। মনে রাখবেন, ঐক্যই শক্তি। তাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। ঝগড়া করবেন না।

আপনি যদি ঝগড়া করেন তবে লোকেরা আপনার দুর্বলতা খুঁজে পাবে এবং সহজেই আপনার ক্ষতি করবে।” এরপর তিন পুত্র একতার গুরুত্ব বুঝতে পারে। তারা ঝগড়া বন্ধ করে একে অপরের সাথে ভালো সম্পর্ক তৈরি করে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?