সূরা আল কলম-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qalam

Surah Al-Qalam

সূরা আল-কলম পবিত্র কুরআন শরীফের ৬৮ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫২ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-কলম মক্কায় অবতীর্ণ হয়েছে।

আরবি: نٓ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
উচ্চারণ: নূন ওয়াল কালামি ওয়ামা- ইয়াছতুরূন।
বাংলা অর্থ: নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,

READ ALSO

আরবি: مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
উচ্চারণ: মাআনতা বিনি‘মাতি রাব্বিকা বিমাজনূন।
বাংলা অর্থ: আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।

আরবি: وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
উচ্চারণ: ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনূন।
বাংলা অর্থ: আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।

আরবি: وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
উচ্চারণ: ওয়া ইন্নাকা লা‘আলা-খুলুকিন ‘আজীম।
বাংলা অর্থ: আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।

আরবি: فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
উচ্চারণ: ফাছাতুবসিরু ওয়া ইউবসিরূন।
বাংলা অর্থ: সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।

আরবি: بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ
উচ্চারণ: বিআইয়িকুমুল মাফতূন।
বাংলা অর্থ: কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।

আরবি: إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
উচ্চারণ: ইন্না রাব্বাকা হুওয়া আ‘লামুবিমান দাল্লা ‘আন ছাবীলিহী ওয়াহুওয়া আ‘লামু বিলমুহতাদীন।
বাংলা অর্থ: আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।

আরবি: فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ
উচ্চারণ: ফালা-তুতি‘ইল মুকাযযি বীন।
বাংলা অর্থ: অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।

আরবি: وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
উচ্চারণ: ওয়াদ্দূলাও তুদহিনুফাইউদহিনূন।
বাংলা অর্থ: তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।

আরবি: وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
উচ্চারণ: ওয়ালা-তুতি‘ কুল্লা হাল্লাফিম মাহীন।
বাংলা অর্থ: যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।

আরবি: هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
উচ্চারণ: হাম্মা-ঝিম মাশশাইম বিনামীম।
বাংলা অর্থ: যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।

আরবি: مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
উচ্চারণ: মান্না-‘ইলিলল খাইরি মু‘তাদিন আছীম।
বাংলা অর্থ: যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,

আরবি: عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
উচ্চারণ: ‘উতুলিলম বা‘দা যা- লিকা ঝানীম।
বাংলা অর্থ: কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;

আরবি: أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
উচ্চারণ: আন কা-না যা- মা-লিওঁ ওয়া বানীন।
বাংলা অর্থ: এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।

আরবি: إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
উচ্চারণ: ইযা-তুতলা- ‘আলাইহি আ-য়া-তুনা- কা- লা আছা-তীরুল আওওয়ালীন।
বাংলা অর্থ: তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।

See also  সূরা আল ক্বামার-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Qamar

আরবি: سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ
উচ্চারণ: ছানাছিমুহূ‘আলাল খুরতূম।
বাংলা অর্থ: আমি তার নাসিকা দাগিয়ে দিব।

আরবি: إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
উচ্চারণ: ইন্না- বালাওনা- হুম কামা-বালাওনাআসাহা-বাল জান্নাতি ইযআকছামূ লাইয়াসরিমুন্নাহা- মুসবিহীন।
বাংলা অর্থ: আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,

আরবি: وَلَا يَسْتَثْنُونَ
উচ্চারণ: ওয়ালা-ইয়াছতাছনূন।
বাংলা অর্থ: ইনশাআল্লাহ না বলে।

আরবি: فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ
উচ্চারণ: ফাতা-ফা ‘আলাইহা- তাইফুম মিররাব্বিকা ওয়া হুম নাইমূন।
বাংলা অর্থ: অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।

আরবি: فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ
উচ্চারণ: ফাআসবাহাত কাসসারীম।
বাংলা অর্থ: ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

আরবি: فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ
উচ্চারণ: ফাতানা-দাও মুসবিহীন।
বাংলা অর্থ: সকালে তারা একে অপরকে ডেকে বলল,

আরবি: أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ
উচ্চারণ: আনিগদূ‘আলা-হারছিকুম ইন কুনতুম সা-রিমীন।
বাংলা অর্থ: তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।

আরবি: فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ
উচ্চারণ: ফানতালাকূওয়া হুম ইয়াতাখা-ফাতূন।
বাংলা অর্থ: অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,

আরবি: أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ
উচ্চারণ: আল্লা-ইয়াদখুলান্নাহাল ইয়াওমা ‘আলাইকুম মিছকীন।
বাংলা অর্থ: অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

আরবি: وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَٰدِرِينَ
উচ্চারণ: ওয়া গাদাও ‘আলা- হার দিন কা- দিরীন।
বাংলা অর্থ: তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।

আরবি: فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ
উচ্চারণ: ফালাম্মা- রআওহা-কা- লূইন্না-লাদাললূন।
বাংলা অর্থ: অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।

আরবি: بَلْ نَحْنُ مَحْرُومُونَ
উচ্চারণ: বাল নাহনূমাহরূমূন।
বাংলা অর্থ: বরং আমরা তো কপালপোড়া,

আরবি: قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ
উচ্চারণ: কা-লা আওছাতুহুম আলাম আকুল্লাকুম লাওলা-তুছাব্বিহূন
বাংলা অর্থ: তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?

আরবি: قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
উচ্চারণ: কা-লূছুবহা- না রাব্বিনাইন্না-কুন্না- জা- লিমীন।
বাংলা অর্থ: তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।

আরবি: فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَٰوَمُونَ
উচ্চারণ: ফাআকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতালা-ওয়ামূন।
বাংলা অর্থ: অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।

See also  সূরা আল লাইল বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah Al-Lail

আরবি: قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
কা-লূইয়া- ওয়াইলানা ইন্না-কুন্না-তা-গীন।
বাংলা অর্থ: তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।

আরবি: عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
উচ্চারণ: ‘আছা-রাব্বুনাআইঁ ইউবদিলানা-খাইরাম মিনহাইন্নাইলা-রাব্বিনা-রা-গিবূন।
বাংলা অর্থ: সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।

আরবি: كَذَٰلِكَ ٱلْعَذَابُ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
উচ্চারণ: কাযা-লিকাল ‘আযা-বু ওয়ালা‘আযা-বুল আ-খিরাতি আকবারু । লাও কা-নূ ইয়া‘লামূন।
বাংলা অর্থ: শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!

আরবি: إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
উচ্চারণ: ইন্না লিলমুত্তাকীনা ‘ইনদা রাব্বিহিম জান্না-তিন না‘ঈম।
বাংলা অর্থ: মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।

আরবি: أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ
উচ্চারণ: আফানাজ‘আলুল মুছলিমীনা কালমুজরিমীন।
বাংলা অর্থ: আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?

আরবি: مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
উচ্চারণ: মা-লাকুম কাইফা তাহকুমূন।
বাংলা অর্থ: তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?

আরবি: أَمْ لَكُمْ كِتَٰبٌ فِيهِ تَدْرُسُونَ
উচ্চারণ: আম লাকুম কিতা-বুন ফীহি তাদরুছূন।
বাংলা অর্থ: তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।

আরবি: إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
উচ্চারণ: ইন্না লাকুম ফীহি লামা- তাখাইইয়ারূন।
বাংলা অর্থ: তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?

আরবি: أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
উচ্চারণ: আম লাকুম আইমা-নুন ‘আলাইনা- বা-লিগাতুন ইলা-ইয়াওমিল কিয়া-মাতি ইন্না লাকুম লামা-তাহকুমূন।
বাংলা অর্থ: না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?

আরবি: سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
উচ্চারণ: ছালহুম আইয়ুহুম বিযা-লিকা ঝা‘ঈম।
বাংলা অর্থ: আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?

আরবি: أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ
উচ্চারণ: আম লাহুম শুরাকা-উ ফালইয়া’তূবিশুরাকাইহিম ইন কা-নূসা-দিকীন।
বাংলা অর্থ: না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

আরবি: يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
উচ্চারণ: ইয়াওমা ইউকশাফূ‘আন ছা-কিওঁ ওয়াইউদ‘আওনা ইলাছছুজূদি ফালা-ইয়াছতাতী‘ঊন।
বাংলা অর্থ: গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।

আরবি: خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
উচ্চারণ: খা-শি‘আতান আবসা-রুহুম তারহাকুহুম যিল্লাতুওঁ ওয়াকাদ কা-নূইউদ‘আওনা ইলাছছুজূদি ওয়াহুম ছা-লিমূন।
বাংলা অর্থ: তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।

See also  সূরা আন নাযিয়াত‌-বাংলা উচ্চারণ-বাংলা অর্থ-Surah An-Naziat

আরবি: فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
উচ্চারণ: ফাযারনী ওয়া মাইঁ ইউকাযযি বুবিহা-যাল হাদীছি ছানাছতাদরিজুহুম মিন হাইছুলাইয়া‘লামূন।
বাংলা অর্থ: অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।

আরবি: وَأُمْلِى لَهُمْ إِنَّ كَيْدِى مَتِينٌ
উচ্চারণ: ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।
বাংলা অর্থ: আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।

আরবি: أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
উচ্চারণ: আম তাছআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুছকালূন।
বাংলা অর্থ: আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?

আরবি: أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
উচ্চারণ: আম ‘ইনদাহুমুল গাইবুফাহুম ইয়াকতুবূন।
বাংলা অর্থ: না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।

আরবি: فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ
উচ্চারণ: ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা-তাকুন কাসা-হিবিল হূত । ইয না -দা- ওযা হুওয়া মাকজূম।
বাংলা অর্থ: আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।

আরবি: لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ
উচ্চারণ: লাওলা আন তাদা-রাকাহূনি‘মাতুম মিররাব্বিহী লানুবিযা বিল‘আরাইওযাহুওয়া মাযমূম।
বাংলা অর্থ: যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।

আরবি: فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
উচ্চারণ: ফাজতাবা- হু রাব্বুহূফাজা‘আলাহূমিনাসসা-লিহীন।
বাংলা অর্থ: অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।

আরবি: وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ
উচ্চারণ: ওয়া ইয়ঁ ইয়াকা- দুল্লাযীনা কাফারূ লাইউঝলিকূনাকা বিআবসা-রিহিম লাম্মাছামি‘উযযিকরা ওয়া ইয়াকূলূনা ইন্নাহূলামাজনূন।
বাংলা অর্থ: কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।

আরবি: وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
উচ্চারণ: ওয়ামা-হুওয়া ইল্লা- যিকরুলিলল‘আ- লামীন।
বাংলা অর্থ: অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?