Could not but এর অর্থ-না করে পারিনি

বাক্যে কর্তা অতীতে কোনো কাজ না করে পারিনি এরুপ বুঝাতে-could not but- ব্যবহার করতে হয়।

 

বাক্যের গঠন: Sub+could not but+verb1+objects.

READ ALSO

উদাহরণ:

আমি তাকে সাহায্য না করে পারিনি।
I could not but help him.

আমরা সেখানে না গিয়ে পারিনি।
We could not but go there.

সে আমাকে কল না করে পারিনি।
She could not but call me.

Could not but-এর আরও কিছু ব্যবহার

তাদের হৃদয় মানুষের দুঃখে কাদে না, বরং তাদের দ্বারাই মানুষ কষ্ট পায়।
They cannot but take pity on her if their hearts are human.

এরূপ বিপ্লব সৃজনশীল না হয়ে পারে না।
Such a revolution cannot but be creative.

আমি আমার ভাইয়ের আদেশ ছাড়া পিছু হটতে পারি না।
I cannot but carry out brother’s command.

এ হেকমত কেউ জানে; কেউ জানে না।
He who knows, cannot but know.

আমাকে মুক্তি দেন, আমি সংবিধানসম্মত প্রগতি এবং ইংরেজ সরকারের প্রতি আনুগত্যের সবচেয়ে একনিষ্ঠ না হয়ে পারি না।
mercy release me, I for one cannot but be the staunchest advocate of constitutional progress.

আমরা ভাত না খেয়ে পারিনা।
We can not but eat rice.

আমি ভোরে ঘুম থেকে না উঠে পারিনা।
I can not but wake up early in the morning.

আমি তোমার তারিফ না করে পারি না।
I can’t but admire you.

বিদেশীদের সাথে যোগাযোগের জন্য আমরা ইংরেজি ভাষা ব্যবহার না করে পারি না।
We can’t but use English language to communicate with foreigners.

আমি মহান আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ না পড়ে থাকতে পারি না।
I can’t but pray to obey the command of Great Allah.

See also  GET-এর ব্যবহার-GET-এর অর্থ ক্রয় করা (to buy something)

আমি তার সাথে কথা না বলে থাকতে পারিনা।
I can not but talk to him.

আমরা গরীবদের পাশে না দাড়িয়ে পারিনা।
We can not but stand beside the poor.

সে মানুষের সমালোচনা না করে থাকতে পারেনা।
He can not but criticize people.

আমি বই না পড়ে থাকতে পারিনা।
I can not but read book.

Related Posts

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?