হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার কার্যকর উপায়

হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার কার্যকর উপায়

প্রতিদিন হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজ আসে, যার অনেকগুলো আমরা ঠিকমতো পড়তেও পারি না। কিন্তু কখনো পুরনো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার, যার নাম ‘চ্যাট ফিল্টার’।

মেটার অধীনে থাকা হোয়াটসঅ্যাপ সবসময়ই গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে নিত্যনতুন ফিচার নিয়ে আসে। এইবার ‘চ্যাট ফিল্টার’ ফিচার যোগ হয়েছে চ্যাট বক্সে, যা ব্যবহার করে পুরনো মেসেজ খুঁজে বের করা হবে আরও সহজ। যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করা থাকে, তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এটি মূলত বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাট ফিল্টার করে।

 চ্যাট ফিল্টার কী ?

আপনার যে মেসেজগুলো পড়া হয়নি অথবা জরুরি কোনো কথা যা বহু মেসেজের ভিড়ে মিশে গিয়েছে, সেগুলো সহজে খুঁজে বার করার জন্যই এই বন্দোবস্ত। ফলে তাড়াহুড়ার সময়ে আর চ্যাটবক্সে গিয়ে মেসেজ হাতড়ানোর দরকার পড়বে না। কেবল ফোনে নয়, ওয়েব ভার্সনেও এই ফিচার আছে।

কীভাবে চ্যাট ফিল্টার ব্যবহার করবেন?

চ্যাট ফিল্টার আপডেট করার জন্য, আগে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াট‌সঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট করে নিন। এবার উপরে চ্যাট বক্সে গিয়ে ট্যাপ করুন। দেখবেন অনেকগুলো অপশন রয়েছে— ‘অল’, ‘আনরিড’, ‘গ্রুপ’, ‘ফেভারিট’ ইত্যাদি।

‘অল’ অপশনে গিয়ে ট্যাপ করলে, সমস্ত চ্যাটই দেখাবে। বিশেষ করে যেগুলো আপনার পড়া হয়নি অথবা অনেক মেসেজের মধ্যে রয়ে গিয়েছে, সেগুলো খুঁজে পেতে পারেন সহজেই।

‘আনরিড’-এ ট্যাপ করলে সেই মেসেজগুলোই দেখতে পাবেন যেগুলো একদমই আপনার পড়া হয়নি বা নজর এড়িয়ে গিয়েছে। ‘গ্রুপ’-এ গেলে সব কয়টি ছোট-বড় গ্রুপই দেখতে পাবেন। কোন গ্রুপে কী কী মেসেজ নজর এড়িয়ে গিয়েছে, সেগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাবেন।

‘ফেভারিট’ অপশনটি গ্রাহকদের সুবিধার জন্যই আনা হয়েছে। এখানে ট্যাপ করে ‘অ্যাড টু ফেভারিট’ করে আপনার পছন্দের কোনও অ্যাকাউন্ট বা গ্রুপ অথবা চ্যাট আলাদা করে রেখে দিতে পারেন। তা হলে তাড়াহুড়ার সময়ে আর সেই অ্যাকাউন্ট বা গ্রুপের নাম দিয়ে খোঁজাখুঁজি করতে হবে না। ‘ফেভারিট’ অপশনে গেলেই সব একসঙ্গে দেখতে পাবেন।

See also  ডিপসিক কী ও ডিপসিক ইনস্টল করবেন যেভাবে

WhatsApp ডাউনলোড কি করে করবেন?

অ্যাপটি ডাউনলোড করে চালু করুন: WhatsApp Messenger Google Play স্টোর বা Apple App Store থেকে বিনামূল্যে ডাউনলোড করুন। অ্যাপটি চালু করতে আপনার হোম স্ক্রিনে WhatsApp আইকন ট্যাপ করুন।

Related Posts

মোবাইলে বাংলা লেখার জন্য কোন অ্যাপসটি সবচেয়ে ভালো?

মোবাইলে বাংলা লেখার জন্য কিছু জনপ্রিয় এবং ভালো মানের কীবোর্ড অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে সহজেই বাংলা টাইপ করা যায়।...

Read moreDetails

ডিপসিক কী ও ডিপসিক ইনস্টল করবেন যেভাবে

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ডিপসিক এআই এখন একটি আলোচিত নাম। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা...

Read moreDetails

আইফোন চুরি হয়ে গেলে খুঁজে পাওয়ার পদ্ধতি

কারো একটি আইফোন চুরি বা হারানো মানে কেবল একটি মূল্যবান ডিভাইস হারানো নয়, এটি গুরুত্বপূর্ণ ডেটা, ব্যক্তিগত ছবি, এবং সংবেদনশীল...

Read moreDetails

মোবাইল ডাটা কী এবং এটি কীভাবে কাজ করে

মোবাইল ডাটা আমাদের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ। এটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকার সহজ ও কার্যকর মাধ্যম। স্মার্টফোন, ট্যাবলেট বা...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?