অনেক সময় নিজের সিম নম্বর প্রয়োজন হয়, বিশেষত রিচার্জ করার সময়, কাউকে নম্বর দেয়ার সময় বা বিভিন্ন ফর্ম পূরণের ক্ষেত্রে। যদিও সাধারণত নিজের ফোন নম্বর মনে থাকে। তবে একাধিক সিম ব্যবহারকারীদের সব নম্বর মনে রাখা কঠিন হয়ে পড়ে।
আবার দীর্ঘদিন সিম ব্যবহার না করলে বা সিম বন্ধ থাকলে তা ভুলে যাওয়া স্বাভাবিক। এসময় অনেকেই অন্যের মোবাইলে কল দিয়ে নিজের নম্বর জানার চেষ্টা করেন। তবে সবসময় এ পদ্ধতি কাজে আসে না। যেমন- ফোনে ব্যালেন্স না থাকলে বা অন্য কোনো মোবাইল না থাকলে।
অনেকেই সিম নম্বর সেভ করে রাখেন, কিন্তু তা খুঁজে পাওয়া না গেলে বা ডিলিট হয়ে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়। তবে সহজ কিছু উপায়ে এই ঝামেলা এড়িয়ে বিনা খরচে নিজের সিম নম্বর জানা সম্ভব। চলুন জেনে নিই কীভাবে নিজের সিম নম্বর বের করবেন সহজে-
গ্রামীণফোনের সিম নম্বর জানবেন যেভাবে
গ্রামীণফোন গ্রাহকরা সিমের নম্বর জানতে *২# ডায়াল করুন। ডায়াল করার পর স্ক্রিনে নম্বরটি দেখতে পাবেন। গ্রামীণফোনের বিশেষায়িত স্কিটো গ্রাহকরাও একই কোড নম্বর ডায়াল করে সিমের নম্বর জানতে পারবেন।
বাংলালিংকের সিম নম্বর জানবেন যেভাবে
বাংলালিংক সিমের নম্বর জানতে *৫১১*১# ডায়াল করতে হবে।
রবি সিম নম্বর জানবেন যেভাবে
রবি ব্যবহারকারীরা নিজেদের মোবাইল নম্বর দেখতে ডায়াল করতে হবে *১৪০*২*৪#।
এয়ারটেল সিম নম্বর জানবেন যেভাবে
এয়ারটেল ২০১৬ সালে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়। তখন এর গ্রাহকরা রবির নেটওয়ার্কের আওতায় চলে আসে। এয়ারটেল ব্যবহারকারীরা তাদের নিজের নাম্বার জানতে ডায়াল করুন *২# অথবা *১২১*৬*৩#।
অ্যান্ড্রয়েডফোনে কীভাবে খুঁজে বের করবেন মোবাইল নম্বর
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নম্বরটি না জানেন তাহলে আপনি নীচে দেয়া স্টেপগুলো অনুসরণ করতে পারেন:
প্রথম উপায়
- স্টেপ ১: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Setting‘-এ যান।
স্টেপ ৩: সেটিংসে ‘About Device‘ বা ‘About Phone‘-এ যান। - স্টেপ ৩: এখানে আপনাকে ‘Status’ অপশনে ক্লিক করতে হবে।
- স্টেপ ৪: তারপর আপনাকে ‘সিম কার্ড স্ট্যাটাস’-এ যেতে হবে।
- স্টেপ ৫: এখানে আপনি ‘ফোন নাম্বার’-এ আপনার ফোন নম্বরের ডিটেইলস দেখতে পাবেন। এইভাবে আপনি জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার কি।
দ্বিতীয় উপায়
- স্টেপ ১: আপনার অ্যান্ড্রয়েড ফোনের ‘Settings‘-এ যান।
- স্টেপ ২: তারপর আপনাকে ‘মোবাইল নেটওয়ার্ক’-এ যেতে হবে। অনেক ডিভাইসে এই অপশনটি কানেকশন নামেও থাকে।
- স্টেপ ৩: যদি আপনার মোবাইলে ডুয়াল সিম থাকে, তবে উভয় সিম নাম্বারের ডিটেইলস উপরের দিকে দেখা যাবে৷
আইফোনে কীভাবে খুঁজে পাবেন মোবাইল নম্বর
আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি সহজেই আপনার মোবাইল নম্বর এখানেও ট্রেস করতে পারবেন। এর জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে।
প্রথম উপায়
- স্টেপ ১: প্রথমে আপনার আইফোনে ‘Phone App’ খুলুন।
স্টেপ ২: এখানে আপনাকে ‘Contacts‘-এ ট্যাপ করতে হবে। লিস্টে আপনার নাম্বারটি উপরে দেখা যাবে।
দ্বিতীয় উপায়
- স্টেপ ১: আপনার আইফোনের ‘Settings App‘ এ যান
- স্টেপ ২: তারপর আপনাকে ‘phone’ অপশনে ক্লিক করতে হবে।
- স্টেপ ৩: তারপর আপনি ‘My Number‘ এ আপনার ফোন নাম্বার দেখতে পাবেন।
WhatsApp এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর চেক করবেন যেভাবে
সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে একটি হল WhatsApp। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে তৈরি হয়। আপনি নীচের স্টেপগুলি অনুসরণ করে WhatsApp এ আপনার মোবাইল নম্বর খুঁজে পেতে পারেন:
- স্টেপ ১: আপনার মোবাইল নাম্বার যদি WhatsApp রেজিস্ট্রার থাকে, তাহলে WhatsApp খুলুন।
স্টেপ ২: তারপর আপনাকে হোয়াটসঅ্যাপের Settings মেনুতে যেতে হবে। - স্টেপ ৩: তারপর আপনাকে প্রোফাইল বিভাগে ট্যাপ করতে হবে। এখানে আপনার নাম এবং মোবাইল নম্বর এর ডিটেইলস দেখা যাবে।