ডিপসিক কী ও ডিপসিক ইনস্টল করবেন যেভাবে

ডিপসিক কী ও ডিপসিক ইনস্টল করবেন যেভাবে

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ডিপসিক এআই এখন একটি আলোচিত নাম। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই মডেলটি। আমরা আজ জানবো ডিপসিক কী ও ডিপসিক ইনস্টল করার উপায়-

ডিপসিক কী

ডিপসিক মূলত উন্নত এআই মডেল। চীনের হ্যাংজোভিত্তিক একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে মডেলটি। ২০২৩ সালে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী লিয়াং ওয়েনফেং। ওপেন-সোর্সভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে উন্মুক্তের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বেশ কয়েকটি দেশে চ্যাটজিপিটির তুলনায় বেশিবার নামানো হয়েছে। আর তাই ডিপসিক এআই মডেলটি সিলিকনভ্যালিসহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। প্রথম থেকেই ডিপসিক সাশ্রয়ী মূল্য ও দক্ষতার ওপর গুরুত্ব দিয়েছে। আর তাই ডিপসিকের আরওয়ান মডেলটি অন্য সব এআই মডেলের চেয়ে কম খরচে ব্যবহার করা যায়। এর ফলে মেটা ও ওপেনএআইয়ের তৈরি জনপ্রিয় এআই মডেলগুলোর ওপর বেশ চাপ তৈরি হয়েছে। উন্নত মডেলের এআই তৈরি করতে ব্যয়বহুল এআই প্রসেসর প্রয়োজন হয়। অন্যদিকে ডিপসিকের সাশ্রয়ী মূল্যের এআই হার্ডওয়্যার ও মডেল প্রশিক্ষণের জন্য উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছে। ওপেন-সোর্স কোড থাকার কারণে ডেভেলপাররাও কম খরচে সহজে ডিপসিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবেন।

READ ALSO

সব ধরনের কম্পিউটারে ডিপসিক ব্যবহার করা যাবে কি

সব ধরনের কম্পিউটারে চাইলেও ডিপসিক এআই ব্যবহার করা যাবে না। উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ১০.১৫ বা তার পরবর্তী সংস্করণ এবং উবুন্টু ১৮.০৪ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ডিপসিক এআই সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা যাবে। তবে ডিপসিক এআই ব্যবহারের জন্য অবশ্যই কম্পিউটারে মাল্টি-কোর প্রসেসর (কোয়াডকোর বা তার বেশি), উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউ (সিইউডিএ সমর্থনসহ), কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম (১৬ গিগাবাইট বা তার বেশি হলে ভালো) এবং এসএসডি স্টোরেজে ৫০ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে।

See also  বিদেশ থেকে আসা অবাঞ্ছিত ফোনকল: সাবধানতার পরামর্শ

ডিপসিক ইনস্টল করবেন যেভাবে

উইন্ডোজে ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য ওল্লামা এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://ollama.com/) যেতে হবে এবং উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করতে হবে। এরপর ইনস্টলার চালিয়ে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি হার্ডডিস্কে অন্তত ৪ গিগাবাইট ফাঁকা জায়গা আছে, তা নিশ্চিত করতে হবে। ইনস্টলেশন শেষে কমান্ড প্রম্পটে এই `$env:OLLAMA_DEBUG=”1″ & “ollama app.exe”` কমান্ড লিখতে হবে। ম্যাক ব্যবহারকারীরা সরাসরি ওল্লামা এর ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করতে পারবেন। ইনস্টলের পর ডিপসিক চালু করতে টার্মিনাল অ্যাপ খুলে `ollama run deepseek-r1:8b` এই কমান্ড লিখতে হবে। এরপর ডিপসিক আর১ চালু হবে এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করা যাবে।

সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি চাইলে ডিপসিকের এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এ জন্য এই লিংকে প্রবেশ করে ই–মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার শুরু করা যাবে। স্মার্টফোনে ডিপসিক অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে DeepSeek লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর ই–মেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ডিপসিক অ্যাপ ব্যবহার করতে হবে।

ডিপসিক এআই মডেল নিয়ে যে কারণে এত আলোচনা

প্রযুক্তি-দুনিয়াতে আলোচিত এক নাম ডিপসিক। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাজার বিশ্লেষকদের মতে, ডিপসিক এআইয়ের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন।

ডিপসিকের আগমনের পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন অনেকেই। যুক্তরাষ্ট্র চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। শুধু তাই নয়, এআইখাতে চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। ডিপসিক সেই চাপকে পাশ কাটিয়ে নিজেদের মডেল বাজারে এনে বড় ধরনের চমক তৈরি করছে। যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রশ্ন বিদ্ধ করছে। ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। ডিপসিকের সাফল্যের কারণে এনভিডিয়া, মেটা ও মাইক্রোসফট সহ অনেক এআই প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে।

See also  হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার কার্যকর উপায়

বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে। ডিপসিকের কারণে এআই প্রসেসর নির্মাতাদের মুনাফাও কমতে পারে

Related Posts

মোবাইলে বাংলা লেখার জন্য কোন অ্যাপসটি সবচেয়ে ভালো?

মোবাইলে বাংলা লেখার জন্য কিছু জনপ্রিয় এবং ভালো মানের কীবোর্ড অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে সহজেই বাংলা টাইপ করা যায়।...

Read moreDetails

হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার কার্যকর উপায়

প্রতিদিন হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজ আসে, যার অনেকগুলো আমরা ঠিকমতো পড়তেও পারি না। কিন্তু কখনো পুরনো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজতে গেলে...

Read moreDetails

আইফোন চুরি হয়ে গেলে খুঁজে পাওয়ার পদ্ধতি

কারো একটি আইফোন চুরি বা হারানো মানে কেবল একটি মূল্যবান ডিভাইস হারানো নয়, এটি গুরুত্বপূর্ণ ডেটা, ব্যক্তিগত ছবি, এবং সংবেদনশীল...

Read moreDetails

মোবাইল ডাটা কী এবং এটি কীভাবে কাজ করে

মোবাইল ডাটা আমাদের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ। এটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকার সহজ ও কার্যকর মাধ্যম। স্মার্টফোন, ট্যাবলেট বা...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?