GET-এর ব্যবহার-GET-এর অর্থ ক্রয় করা (to buy something)

GET-এর ব্যবহার।GET-এর অর্থ ক্রয় করা (to buy something)

Note- Buy verb এর পরিবর্তে আমরা GET ব্যবহার করতে পারি।
Structure: subject+verb+object
Example:

  • আপনি কি কিনতে চান?

What do you want to get/buy?

READ ALSO

  • আমি গতকাল একটি মটরসাইকেল কিনেছিলাম।

I got/bought a motorcycle yesterday.

  • করিম আজ একটি মোবাইল কিনেছে।

Karim has gotten a mobile today.

  • রহিমা আগামীকাল একটি কম্পিউটার কিনবে।

Rahima will get/buy a computer tomorrow.

  • সাজু কি মডেল গাড়ি কিনবে?

What kind of model car will Saju get/buy?

  • তুমি কি মোবাইলফোন কিনবে?

Will you get/buy a mobile phone?

  • তুমি কত কেজি আপেল কিনবে?

How many kg of apples will you get/buy?

  • আমি তোমাকে নতুন একটি ফ্রিজ কিনে দেব।

I will get/buy you a new refrigerator.

  • আমি এটা যমুনা ফিউচার পার্ক থেকে কিনেছি।

I got/bought it from Jamuna Future Park.

  • আমেনা নতুন একটি ব্যাগ কিনবে।

Amena will get/buy a new bag.

  • সাজু সাজিয়াকে নতুন একটি মোবাইল কিনে দেবে।

Saju will get/buy Sajia a new mobile.

  • চিংড়ি ও পাঙ্গাস মাছ কিনতে আরিয়ান শুক্রবার বাজারে যাবে।

Aryan will go to the market on Friday to get/buy shrimp and pangasius fish.

  • আমি এটা বসুন্ধরা সিটি থেকে কিনেছিলাম।

I got it form bushundrah city.

GET-বুঝতে পারা।
Structure: Subject+Get+Object
Note- Understand verb এর পরিবর্তে আমরা GET ব্যবহার করতে পারি।

  • আমাকে ভুল বুঝো না।

Don’t get me wrong.

  • সে আমাকে ভুল বুঝেছিল।

She got me wrong.

  • তুমি/আপনি আমাকে ভুল বুঝতেছেন।

You are getting me wrong.

  • বুঝতে পেরেছ?

Got it?

  • আমি তোমাকে ভুল বুঝিনি।

I didn’t get you wrong.

  • তুমি কি আমার কথা বুঝতে পেরেছিলে?

Did you get me?

  • আমি তোমাকে ভুল বুঝেছিলাম।

I got you wrong.

 

See also  That’s why-এর ব্যবহার উদাহরণ সহ

GET-যাওয়া বা পৌঁছানো
Structure: Subject+Get+Object
Note– Go বা Reach এর পরিবর্তে আমরা GET ব্যবহার করতে পারি।

  • আমি প্রতিদিন সকাল দশটায় অফিসে পৌঁছায়।

I get my office 10 am everyday.

  • তুমি কিভাবে স্কুল যাও?

How do you get to school?

  • তুমি কিভাবে অফিসে গিয়েছিলে?

How did you get to office?

  • আরিয়ান কিভাবে মার্কেটে যাবে?

How will arian get to market?

  • সে সেখানে কখন পৌঁছাবে?

When will he get there?

  • তুমি সেখানে কখন পৌঁছাবে?

When will you get there?

  • তুশফা সেখানে কখন পৌঁছাবে?

When will tushfa get there?

  • আনিকা সেখানে কখন পৌঁছেছিল?

When did anika get there?

  • আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যেতে পারি/পৌঁছাতে পারি?

How can i get airport from here?

  • যাত্রাবাড়ি থেকে আমি মতিঝিলে কিভাবে যেতে পারি?

How can i get motijheel from jatrabari?

 

GET-গ্রহণ করা বা পাওয়া
Structure: Subject+Get+Object
Note- কোনো কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থেও আমরা GET ব্যবহার করতে পারি।

  • আমি তোমার চিঠি পেয়েছি।

I get your letter.

  • সে একটি নতুন চাকরি পেয়েছে।

She got a new job.

  • সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পায়নি।

She did’nt get GPA 5 in her ssc exam.

  • আমি তোমার পাঠানোর পার্সেলটি গ্রহণ করেছি।

I have got your parcel.

GET যখন পাওয়া অর্থ বুঝাবে
GET-এর সাথে যখন Object এর নাম থাকে যেমন-বই, খাতা, কলম, গ্লাস ইত্যাদি তখন তার অর্থ বুঝাবে ‘পাওয়া’।
যেমন-

  • I will get a leptop from him

আমি তার কাছ থেকে একটি ল্যাপটপ পাব।

  • I wil get my mobile.

আমি আমার মোবাইল পাব।

  • I wil get her book.

আমি তার বইটি পাব।

  • I wil get new mobile.

আমি নতুন মোবাইল পাব।

যখন আমরা কোনো জিনিস নিজেরা গিয়ে করি তখন GET ব্যবহার করা যায়
যেমন-

  • Let me get some food for you.
See also  Could not but এর অর্থ-না করে পারিনি

তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি।

  • Please get a plate.

একটা প্লেট নিয়ে আস।

  • I have got a mobile for you.

আমি তোমার জন্য একটি মোবাইল নিয়ে এসেছি।

  • Did you get something for you.

তুমি কি আমার জন্য কিছু এনেছ?

  • Who Will get vegetables form the market?

বাজার থেকে কে সবজি নিয়ে আসবে?

  • Will you get vegetables form the market?

তুমি কি বাজার থেকে সবজি নিয়ে আসবে?

Get vs Bring এর ব্যবহার-
Bring এর অর্থ আনা বা নিয়ে আসা-

  • I will bring the vegetables from the market.
  • আমি বাজার থেকে সবজি নিয়ে আসবো।

বিঃদ্র: অর্থাৎ Get তখনই ব্যবহার করা হয় যখন আমরা কোনো জিনিস নিজেরা গিয়ে করি। এখানে যদি Bring এর ব্যবহার করা হয় তাহলে এটা বুঝায় না যে আমাকে বাজারে যেতে হবে এবং সবজি নিয়ে আসতে হবে। Bring-মানে শুব্দ নিয়ে আসা। অর্থাৎ এমন কিছু জিনিস তোমার কাছে আছে সেটা নিয়ে আসবে। মানে আগে থেকেই আছে সেই বস্তুটি। কিন্তু Bring এর পরিবর্তে যদি Get-এর ব্যবহার করা হয় তাহলে এর অর্থ দাড়াবে-আমাকে বাজারে যেতে হবে এবং সবজি নিয়ে আসতে হবে। মানে কোনো কিছু আনতে নিজেকেই যেতে হবে এবং আনতে হবে।

যেমন-

  • তুমি কি আমার জন্য একটা ড্রিংক নিয়ে আসবে?

Can i get you a drink?

নিয়েছি vs কিনেছি

  • আমি একটা নতুন মোবাইলি নিয়েছি।

I have got a new mobile.

  • আমি একটা নতুন মটরসাইকেল নিয়েছি।

I have got a new motorcycle.

আমি একটা নতুন মোবাইল কিনেছি।
I have bought a new mobile.

আমাদের বাড়িতে নতুন একটি সোফা এনেছি।

We got a new sofa to our house.

বিঃদ্র:দুটো বাক্যের অর্থই কিন্তু এক। অনেক সময় আমরা কেনার অর্থ না বলে নেয়ার কথা বলি। এই কেনার পরিবর্তে নেয়ার কথা বলবো তখন আমরা Get ব্যবহার করবো।

Get+ Adjective

  • বাইরে শীত পড়ছিলো
See also  Intend to-এর ব্যবহার উদহারণ সহ

It was getting cold outside.

  • অন্ধকার হয়ে আসছে।

It is getting dark.

  • দিনগুেলো আরো গরম হচ্ছে।

The days are getting warmer.

  • আমি সত্যি বললে সে রেগে যায়।

He gets angry when i tell the truth.

Get+ To

  • আমি কীভাবে স্টেশনে যাব।

How do i get to the station?

  • আমি কিভাবে চীনাটাউনে যাব?

How do i get to the chinatown?

  • সে কীভাবে ঢাকা যাবে?

How do he get to dhaka?

  • আপনি কিভাবে তাকে চিনেন?

How did you get to know her?

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?