Imperative Sentence-এর ৬০টি উদাহরণ: যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। Imperative Sentence-এর বা আদেশ-অনুরোধমূলক বাক্যের Subject You প্রায়ই উহ্য থাকে। সেজন্য প্রথমেই Verb বা ক্রিয়া বসে। বাক্যি অংশে assertive sentence-এর মতো। নিচে Imperative Sentence- এর ৬০টি উদাহরণ দেয়া হলো-
1. Study attentively.
মনোযোগ দিয়ে পড়াশোনা করুন।
2. Give me some water.
আমাকে একটু পানি দাও।
3. Do it right now.
এটা এখনই করুন।
4.Be honest and truthful.
সৎ ও সত্যবাদী হোন।
5.Come here.
এখানে এসো
6.Speak the truth.
সত্য কথা বলো।
7.Never tell a lie.
কখনো মিথ্যা বলবেন না।
8.Do not laugh at others.
অন্যদের নিয়ে হাসবেন না।
9.Let me do I want.
আমাকে করতে দাও আমি চাই।
10.Bring me a glass of water.
আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো।
11.Don’t ever touch my phone.
কখনো আমার ফোন স্পর্শ করবেন না।
12.Give me a pen and a pencil.
আমাকে একটা কলম আর একটা পেন্সিল দাও।
13.Play with intensity and courage.
তীব্রতা এবং সাহসের সাথে খেলুন।
14.Remember me when we are parted.
আমাদের বিচ্ছেদের সময় আমাকে স্মরণ করুন।
15.Never forget the person who loves you.
যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ভুলবেন না।
16.Take a step and don’t move.
একটি পদক্ষেপ নিন এবং নড়বেন না।
17.Don’t be excited about everything without reason.
কারণ ছাড়া সব কিছু নিয়ে উত্তেজিত হবেন না।
18.Do the work immediately.
কাজটি অবিলম্বে করুন।
19.Drive the car slowly.
ধীর গতিতে গাড়ি চালান।
20.Bring me that towel.
আমার জন্য সেই তোয়ালেটি নিয়ে এসো।
21.Hold the ladder tightly
সিঁড়িটি শক্তভাবে ধরে রাখুন
22.Pay the bill immediately
অবিলম্বে বিল পরিশোধ করুন
23.Keep the vase on the table.
ফুলদানি টেবিলে রাখুন।
24.Cast your vote without any fail.
বিনা ব্যর্থতায় ভোট দিন।
25.Be happy and cheerful.
সুখী ও প্রফুল্ল হোন।
26.Park the car here.
এখানে গাড়ি পার্ক করুন।
27.Show mercy on the poor women.
গরীব নারীদের প্রতি করুণা প্রদর্শন কর।
28.Answer my questions now.
এখনই আমার প্রশ্নের উত্তর দিন।
29.Stop the car now.
এখনই গাড়ি থামুন।
30.Write an application to your principal.
আপনার অধ্যক্ষের কাছে একটি আবেদন লিখুন।
31.Wake up.
জেগে উঠুন।
32.Work hard to prove yourself.
নিজেকে প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করুন।
33.Be kind to others.
অন্যের প্রতি সদয় হোন।
34.Do me favour.
আমার প্রতি অনুগ্রহ কর।
35.Open your shoes outside the door.
দরজার বাইরে আপনার জুতা খুলুন।
36.Finish the game now.
গেমটি এখনই শেষ করুন।
37.Do not go there without permission.
অনুমতি ব্যতীত সেখানে যাবেন না।
38.Rise early in the morning.
ভোরে ঘুম থেকে উঠুন।
39.Read this line carefully.
এই লাইনটি মনোযোগ সহকারে পড়ুন।
40. Leave me alone.
আমাকে একা ছেড়ে দাও।
41.Don’t let him go in.
তাকে ভিতরে ঢুকতে দিও না।
42.Close the window
উইন্ডো টি বন্ধ করুন
43. Don’t be late for dinner.
রাতের খাবারের জন্য দেরি করবেন না।
44.Let us have a cup of tea.
আসুন আমরা এক কাপ চা খাই।
45.Nobody wants to get eliminated now.
কেউ এখন নির্মূল হতে চায় না।
46.Try to keep your promise.
আপনার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
47.Get rid of your bad habit.
আপনার খারাপ অভ্যাস থেকে মুক্তি দিন।
48.Stand up.
উঠে দাড়াঁও।
49.Post this letter.
এই চিঠি পোস্ট করুন।
50.Please lend me your bag.
দয়া করে আমাকে আপনার ব্যাগ ধার দিন।
51.Obey my order.
আমার আদেশ পালন কর।
52.Help him.
তাকে সাহায্য কর।
53.Please come in.
দয়া করে ভিতরে আসুন।
54.Enter by this door.
এই দরজা দিয়ে প্রবেশ করুন।
55.Do your homework immediately.
অবিলম্বে আপনার বাড়ির কাজ করুন।
56.Please stop singing.
দয়া করে গান করা বন্ধ করুন।
57.Read this paragraph again.
এই অনুচ্ছেদটি আবার পড়ুন।
58.Visit again.
আবার ভিজিট করুন।
59.Be punctual
সময়োপযোগী হোন
60.Change the music.
সঙ্গীত পরিবর্তন করুন।
আরো পড়ুন: