বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূণ সাধারণ জ্ঞান

১. Standard পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?- লন্ডন।

২. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক এবং কত সালে? – লর্ড কার্জন, ১৯০৫সালে।

READ ALSO

৩. বঙ্গ ভঙ্গের ফলে পূর্ব বাংলা বা বঙ্গ প্রদেশের রাজধানী কোথায় হয়?- ঢাকা।

৪. বঙ্গভঙ্গ রদ করেন কোন ইংরেজ শাসক এবং কত সালে? – ১৯১১ সালে, – লর্ড হার্ডিঞ্জ দিল্লীতে।

৫. বঙ্গ ভঙ্গের ফলে নতুন প্রদেশ কি? – পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ।

৬. বয়কটু কি?- বিলেতি পণ্য বর্জন।

৭. হিন্দু-মুসলমানের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?- ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তির মাধ্যমে।

৮. ‘মার্লি-মিন্টো সংস্কার আইন’ কত সালে জারি হয়?- ১৯০৯ সালে।

৯. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?- ১৯১৪ সালে।

১০. মন্টেগু-চেমসফোর্ড আইন প্রবর্তিত হয় কত সালে?- ১৯১৯ সালে।

১১. ১ম বিশ্বযুদ্ধে কোন দেশ জার্মানির পক্ষে যোগদান করে?- তুরস্ক।

১২. অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?- মহাত্মা গান্ধী।

১৩. খিলাফত আন্দোলন কার নেতৃত্বে, কবে সংঘটিত হয়?- মাওলানা মোহাম্মদআলী, ১৯২০ সালে।

১৪. ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন কে?- ক্ষুদিরাম, (১৯০৮)।

১৫. মাষ্টারদা সূর্যসেন কত সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন?- ১৮ এপ্রিল, ১৯৩০ সালে।

১৬. বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার’ কিসের সাথে জড়িত ছিলেন?- ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে।

১৭. স্বরাজ দলের নেতা কে ? – মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস দার।

১৮. Bengal pact বা বাংলাচুক্তি কি এবং কত সালে এ চুক্তি স্বাক্ষরিত হয়? -এটি হিন্দু মুসলি মিলনের জন্য একটি পদক্ষেপ যা ডিসেম্বর ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।

১৯. ‘কৃষক প্রজা পার্টি কার নেতৃত্বে কত সালে গঠিত হয়?- এ.কে. ফজলুল হক, ১৯৩৭ সালে।

২০. অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী কে?- শেরে বাংলা, এ, কে ফজলুল হক।

See also  I am having a hard time-এর ব্যবহার উদাহরণ সহ

২১. দ্বিজাতিতত্ত্বকে, কত সালে ঘোষণা করেন?- মোহাম্মদ আলী জিন্নাহ, ১৯৩৯ সালে।

২২. ‘ঋণ সালিসী বোর্ড কত সালে গঠিত হয়?- ১৯৩৮ সালে।

২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?- ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ সাল- (ইংল্যান্ড, জার্মানির বিপক্ষে)।

২৪. কংগ্রেস ভারত ছাড় আন্দোলন শুরু করে কত সালে? ১৯৪২ সালে।

২৫. ব্রিটিশ সরকার ভারতে ক্রিপস মিশন প্রেরণ করে কত সালে? ১৯৪২ সালে।

২৬. পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্রের জন্ম হয় কত সালে? – ১৪ আগষ্ট, ১৯৪৭ ও ১৫ আগস্ট, ১৯৪৭।

২৭. ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন?- ব্র্যাডক্লিফ কমিশন।

২৮. ভারত-পাকিস্তানের বিভক্তের সময় বৃটিশ গভর্নর কে ছিলেন?- লর্ডমাউন্টব্যাটেন।

২৯. ভারত-পাকিস্তান কে বৃটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে?- দিল্লী ও করাচীতে।

৩০. কত সালে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?- ১৯৬৫ সাল (১৭ দিন)

৩১. পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করেন?- ইস্কান্দার মির্জা।

৩২. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কবে?- ৭ অক্টোবর ১৯৫৮ সাল।

৩৩. পূর্ব বঙ্গ প্রদেশের প্রথম মূখ্যমন্ত্রী কে হন?- খাজা নাজিমউদ্দীন।

৩৪. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?- ২৩ ফেব্রুয়ারী, ১৯৪৮ সাল।

৩৫. কার নেতৃত্বে, কবে যুক্তফ্রন্ট গঠিত হয়?- ফজলুল হক, ৪ঠা ডিসেম্বর, ১৯৫৩ সাল।

৩৬. যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কবে গঠিত হয়?- ৩ এপ্রিল ১৯৫৪ সাল।

৩৭. বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?- ২৩ জুন ১৯৪৯ সাল

৩৮. ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP) কবে গঠিত হয়?- ১৯৫৭ সালে।

৩৯. “পূর্ব বাংলার নাম করে পূর্ব পাকিস্তান হয়- ২৩শে মার্চ, ১৯৫৬ সাল।

৪০. “বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেয়া হয় কবে?- ২৩শে মার্চ, ১৯৫৬ সাল।

৪১. “রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কবে, কোথায় গঠিত হয়? জানুয়ারী ১৯৪৮, ঢাকায়।

৪২. সর্বদলীয় রাষ্ট্র ভাষা সাম পরিষদ কবে গঠিত হয়- ৩০ জানুয়ারী ১৯৫২।

See also  So That-এর ব্যবহার উদাহরণ সহ

৪৩. “বাঙালী জাতির মুক্তির সনদ” নামে পরিচিত কোনটি?- ৬ দফা।

৪৪. আগরতলা ষড়যন্ত্র মামলা করে দায়ের করা হয়?-৩ জানুয়ারী, ১৯৬৮ সাল।

৪৫. সায়েন্টি জহুরুল হক কে গুলি করে হত্যা করা হয় কবে?- ১৫ ফেব্রুয়ারী, ১৯৬৯।

৪৬. নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান নিহত হয় কবে?- ২০ জানুয়ারী, ১৯৬৯।

৪৭. শহীদ আসাদ নিহত হয় কবে?- ২০ জানুয়ারী, ১৯৬৯ সাল।

৪৮. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়-৮ জানুয়ারি ১৯৬৯ সাল।

৪৯. বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?- ১৩ বছর বয়সে।

৫০. মুজিবনগর নামকরণ করেন কে-তাজউদ্দিন আহম্মেদ।

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read moreDetails

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read moreDetails

নৃবিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান

১. সমাজ কি?-মানুষের সংঘবদ্ধ জীবনব্যবস্থাই সমাজ। যে সব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবন যাপন করি তাদের সংগঠিত রূপই হল সমাজ...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?