সরকার-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞান

সরকার-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞান

১. Politics’ শব্দটি কোন শব্দ হতে এসেছে?- Polis.

২. ‘Nation’ শব্দটি এসেছে? – Natio.

READ ALSO

৩. Civics’ শব্দটি এসেছে কোন শব্দ হতে?- Civis & Civitas.

৪. পৌরনীতি অর্থ কি? – নগর রাষ্ট্র।

৫. Ethics শব্দটি এসেছে কোন শব্দ হতে? – Ethica.

৬. ‘History’ শব্দটি এসেছে কোন শব্দ হতে? – Historia.

৭. সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়? – পুরী।

৮. পরিবার রাষ্ট্রের আদিরূপ কার মতে? – এরিস্টটল।

৯. “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব” – এরিস্টটল।

১০. ‘Man is born free’ কার উক্তি? – রুশো।

১১. গণতন্ত্রের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? – মধ্যযুগ।

১২. গণতন্ত্র প্রধানত কত প্রকার? – ২ প্রকার।

১৩. শাসন বিভাগের কাজ-আইন প্রয়োগ করা ।

১৪. ‘আমি রাষ্ট্র” কে বলেছেন?- চতুর্দশ লুই।

১৫. ‘Essay on Nationalism’ গ্রন্থের লেখক কে? – হায়েস।

১৬. ফরাসী বিপ্লব কবে হয়-১৭৮৯।

১৭. রাষ্ট্র সম্পর্কে ঐতিহাসিক সংজ্ঞা প্রদান করেন কে?- গার্নার।

১৮. ‘Social Contract’ গ্রন্থটি কবে প্রকাশ করা হয়-১৭৬২।

১৯. ‘Social Contract’ গ্রন্থের লেখক কে? – রুশো।

২০. ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় কবে – ১৬৮৮ সালে।

২১. ছয় দফা দাবির প্রবক্তা? – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২২. Nationality শব্দটি এসেছে মূলত – Natus.

২৩. সংবিধান প্ৰধানত কত প্রকার? -২ প্রকার ।

২৪. Democracy শব্দটি কোন গ্রীক শব্দ হতে এসেছে? – Demos & Kratia.

২৫. নাগরিকতা কত পদ্ধতিতে লাভ করা যায়? – ২টি।

২৬. অধিকার মূলত কত প্রকার? – ২ প্রকার।

২৭. ইংরেজি Federation এর মূল্য ল্যাটিন শব্দ কোনটি? – Fuedus.

২৮. The Spirit of Laws গ্রন্থটি কবে প্রকাশ পায় – ১৭৪৮ ৷

See also  মেট্রোরেলের ভাড়া ও সময়সূচি

২৯. অগাস্ট কোৎ কোন দেশের সমাজ বিজ্ঞানী? ফ্রান্স।

৩০. “আধুনিক গণতন্ত্রে সার্বভৌমত্ব কার” – জনগণের।

৩১. সভ্যতায় দোলনা বলতে কি বুঝায় – পরিবার ।

৩২.বাংলাদেশের সাংবিধানিক নাম কি -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (People Republic of Bangladesh)।

৩৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি-সংবিধান।

৩৪. বাংলাদেশের সংবিধান-লিখিত সংবিধান

৩৫. লিখিত সংবিধান নেই-ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

৩৬. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান-ভারতের।

৩৭. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান-আমেরিকার।

৩৮. বাংশাদেশের সংবিধান রচনার প্রথম পদক্ষেপ-গণ পরিষদ আদেশ জারি।

৩৯. গণ পরিষদ আদেশ জারি করা হয়-২৩ মার্চ ১৯৭২ সালে।

৪০. সংবিধানের মোট ধারা বা অনুচ্ছেদ কতটি-১৫৩টি।

৪১. বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয়।

৪২. সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়-গ্রীসে।

৪৩. পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কি-প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

৪৪. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কার্য পরিচালনা করেন কে?-নির্বাচন কমিশন (ইসি)।

৪৫. মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের মধ্যে ময়মনসিংহ কত সেক্টরে ছিল-এগারো।

৪৬. ১৯৭১ সালের ১০ এপ্রিলের ঘোষণা অনুযায়ী মুজিবনগর অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?-সৈয়দ নজরুল ইসলাম।

৪৭. বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে-স্পীকার।

৪৮. জাতীয় সংসদের সর্বমোট আসন কতটি?-৩৫০টি।

৪৯. জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন কে-মোহাম্মদ উল্লাহ ও আব্দুল হামিদ।

৫০. সংসদের কাস্টিং ভোট বলা হয়- স্পিকারের ভোটকে।

Facebook
Twitter
LinkedIn

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read more
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?