সরকার-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞান

সরকার-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞান

১. Politics’ শব্দটি কোন শব্দ হতে এসেছে?- Polis.

২. ‘Nation’ শব্দটি এসেছে? – Natio.

READ ALSO

৩. Civics’ শব্দটি এসেছে কোন শব্দ হতে?- Civis & Civitas.

৪. পৌরনীতি অর্থ কি? – নগর রাষ্ট্র।

৫. Ethics শব্দটি এসেছে কোন শব্দ হতে? – Ethica.

৬. ‘History’ শব্দটি এসেছে কোন শব্দ হতে? – Historia.

৭. সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়? – পুরী।

৮. পরিবার রাষ্ট্রের আদিরূপ কার মতে? – এরিস্টটল।

৯. “মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব” – এরিস্টটল।

১০. ‘Man is born free’ কার উক্তি? – রুশো।

১১. গণতন্ত্রের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? – মধ্যযুগ।

১২. গণতন্ত্র প্রধানত কত প্রকার? – ২ প্রকার।

১৩. শাসন বিভাগের কাজ-আইন প্রয়োগ করা ।

১৪. ‘আমি রাষ্ট্র” কে বলেছেন?- চতুর্দশ লুই।

১৫. ‘Essay on Nationalism’ গ্রন্থের লেখক কে? – হায়েস।

১৬. ফরাসী বিপ্লব কবে হয়-১৭৮৯।

১৭. রাষ্ট্র সম্পর্কে ঐতিহাসিক সংজ্ঞা প্রদান করেন কে?- গার্নার।

১৮. ‘Social Contract’ গ্রন্থটি কবে প্রকাশ করা হয়-১৭৬২।

১৯. ‘Social Contract’ গ্রন্থের লেখক কে? – রুশো।

২০. ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় কবে – ১৬৮৮ সালে।

২১. ছয় দফা দাবির প্রবক্তা? – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২২. Nationality শব্দটি এসেছে মূলত – Natus.

২৩. সংবিধান প্ৰধানত কত প্রকার? -২ প্রকার ।

২৪. Democracy শব্দটি কোন গ্রীক শব্দ হতে এসেছে? – Demos & Kratia.

২৫. নাগরিকতা কত পদ্ধতিতে লাভ করা যায়? – ২টি।

২৬. অধিকার মূলত কত প্রকার? – ২ প্রকার।

২৭. ইংরেজি Federation এর মূল্য ল্যাটিন শব্দ কোনটি? – Fuedus.

২৮. The Spirit of Laws গ্রন্থটি কবে প্রকাশ পায় – ১৭৪৮ ৷

See also  I am trying to-এর ব্যবহার উদাহরণ সহ

২৯. অগাস্ট কোৎ কোন দেশের সমাজ বিজ্ঞানী? ফ্রান্স।

৩০. “আধুনিক গণতন্ত্রে সার্বভৌমত্ব কার” – জনগণের।

৩১. সভ্যতায় দোলনা বলতে কি বুঝায় – পরিবার ।

৩২.বাংলাদেশের সাংবিধানিক নাম কি -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (People Republic of Bangladesh)।

৩৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি-সংবিধান।

৩৪. বাংলাদেশের সংবিধান-লিখিত সংবিধান

৩৫. লিখিত সংবিধান নেই-ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।

৩৬. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান-ভারতের।

৩৭. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান-আমেরিকার।

৩৮. বাংশাদেশের সংবিধান রচনার প্রথম পদক্ষেপ-গণ পরিষদ আদেশ জারি।

৩৯. গণ পরিষদ আদেশ জারি করা হয়-২৩ মার্চ ১৯৭২ সালে।

৪০. সংবিধানের মোট ধারা বা অনুচ্ছেদ কতটি-১৫৩টি।

৪১. বাংলাদেশের সংবিধান দুস্পরিবর্তনীয়।

৪২. সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয়-গ্রীসে।

৪৩. পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কি-প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

৪৪. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন কার্য পরিচালনা করেন কে?-নির্বাচন কমিশন (ইসি)।

৪৫. মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের মধ্যে ময়মনসিংহ কত সেক্টরে ছিল-এগারো।

৪৬. ১৯৭১ সালের ১০ এপ্রিলের ঘোষণা অনুযায়ী মুজিবনগর অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?-সৈয়দ নজরুল ইসলাম।

৪৭. বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে-স্পীকার।

৪৮. জাতীয় সংসদের সর্বমোট আসন কতটি?-৩৫০টি।

৪৯. জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন কে-মোহাম্মদ উল্লাহ ও আব্দুল হামিদ।

৫০. সংসদের কাস্টিং ভোট বলা হয়- স্পিকারের ভোটকে।

Related Posts

আন্তর্জাতিক সাহিত্য নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা চিত্রটির চিত্রকর কে? উঃ লিওনার্দো দ্য ভিঞ্চি ২. প্রশ্ন : মোনালিসা চিত্রকর্মটি কাকে কল্পনা করে আঁকা...

Read moreDetails

বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১.প্রশ্ন : BFDC কী? উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ। ২. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত...

Read moreDetails

বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১. Standard পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?- লন্ডন। ২. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক এবং কত সালে? - লর্ড কার্জন,...

Read moreDetails

নৃবিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান

১. সমাজ কি?-মানুষের সংঘবদ্ধ জীবনব্যবস্থাই সমাজ। যে সব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবন যাপন করি তাদের সংগঠিত রূপই হল সমাজ...

Read moreDetails
x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?