বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূণ কিছু সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ কী: মুক্তিযুদ্ধ হলো ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংঘটিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম। ১৯৭১ সালে ২৫ মার্চ এর রাতে পূর্ব পাকিস্তানের মানুষের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালনা করে এবং নিয়মতান্ত্রিক গণহত্যা শুরু করে। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে নয়মাস-দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটে। ওই যুদ্ধের ফলে বিশ্বের ৭তম-জনবহুল দেশ হিসেবে বাংলাদেশের উত্থান ঘটে।বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিচে দেয়া হলো-

১.কত মাস যুদ্ধের পরে বাঙালীর স্বাধীনতা অর্জিত হয়?
উত্তর: দীর্ঘ ৯ মাস।

READ ALSO

২.মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১টি সেক্টরে।

৩.কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর: বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।

৪.কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উত্তর: ১০ নং সেক্টর।

৫.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর: পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।

৬.কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উত্তর: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

৭.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উত্তর: ভারতের আমবাসা এলাকায়।

৮.দুইজন খেতাবধারী নারী মুক্তিযোদ্ধার নাম কি ?
উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।

৯.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি?
উত্তর: অপারেশন সার্চ লাইট

১০.স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করে?
উত্তর: ১৭৫ জন।

১১.স্বাধীনতা যুদ্ধে ক জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর: ৭ জন।

১২.স্বাধীনতা যুদ্ধে কতজন বীরউত্তম খেতাব লাভ করেন?
উত্তর: ৬৮ জন।

১৩.কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর: বীরশ্রেষ্ঠ রুহুল আমীন।

১৪.স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উত্তর: এ এস ঔডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।

See also  Am/is/are to-এর অর্থ-করতে হয়

১৫.বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উত্তর: শহীদুল ইসলাম( লালু) বীর প্রতীক।

১৬.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

১৭.প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

১৮.প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উত্তর: ২ মার্চ, ১৯৭১।

১৯.বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর: আ স ম আব্দুর রব।

২০.কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।

২১.চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ?
উত্তর: ২৬ মার্চ, ১৯৭১ সালে।

২২.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১ সালে।

২৩.শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উত্তর: ১০ জানুয়ারী ১৯৭২।

২৪.‘এ দেশের মাটি চাই, মানুষ নয়’- এ উক্তি কার?
উত্তর: জেনারেল ইয়াহিয়া খান।

২৫.সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১ সালে।

২৬.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।

২৭.বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৬ জন।

২৮.বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।

২৯.মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

৩০.মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।

৩১.মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।

৩২.মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

৩৩.মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবর রহমান।

৩৪.মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

৩৫.মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।

৩৬.জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১।

৩৭.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

See also  সূরা কাফিরুন এর বাংলা উচ্চারণ-অর্থ-ফজিলত-ব্যাখ্যা-Surah Kafirun Bangla

৩৮.মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন?
উত্তর: ডক্টর মালিক (বেসামরিক গভর্নর)।

৩৯.বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন এ কে খন্দকার।

৪০.মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল, কলকতায়।

৪১.শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
উত্তর: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।

৪২.আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?
উত্তর: ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।

৪৩.পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
উত্তর: ২০ জানুয়ারী, ১৯৬৯।

৪৪.আসাদ তিনি কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।

৪৫.আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর: ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।

৪৬.শেখ মুজিবর রহমানকে কবে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।

৪৭.কখন শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষণা দেয়া হয়?
উত্তর: ৩ মার্চ, ১৯৭১।

৪৮.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন?
উত্তর: আ.স.ম আবদুর রব।

৪৯.শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর

৫০.মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: প্রায় ৩০ লাখ

৫১.বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?
উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১

৫২.মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত কমান্ডর ছিল না?
উত্তর: ১০ নং সেক্টরে

 

Photo By: Wikipedia

Facebook
Twitter
LinkedIn

Related Posts

No Content Available

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?