২০২২ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [প্রথমপর্ব]

২০২২ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস, বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে।

তাই একজন পরীক্ষার্থীকে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত।

READ ALSO

নিচে ২০২২ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো-

১. ২১ জুলাই ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন?
উত্তর: পঞ্চগড় ও মাগুড়া

২. ২০২২ সালে বাংলাদেশের সাথে কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়?
উত্তর: ওমান

৩. দেশের প্রথম ৬ লেন-বিশিষ্ট কালনা সেতু কোন নদীর ওপর নির্মিত?
উত্তর: মধুমতি

৪. ১৫ জুলাই ২০২২ কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্ধোধন করে?
উত্তর: ইরান

৫.‘উন্মুক্ত বলকান’ এর সদস্য দেশ কতটি?
উত্তর: ৩টি

৬. উন্মক্ত বলকানভুক্ত দেশগুলো কি কি?
উত্তর: আলবেনিয়া, উত্তর মেসিডেনিয়া ও সার্বিয়া

৭. ৮ জুলাই ২০২২ জাপানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়?
উত্তর: শিনজো আবে

৮. ৩০ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে?
উত্তর: কেতানজি ব্রাউন জ্যাকসন

৯. Partners in the Blue Pacific (PBP) ভুক্ত দেশ কতটি?
উত্তর: ৫টি

১০. Partners in the Blue Pacific (PBP) ভুক্তদেশগুলো কি কি?
উত্তর: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য

১১. কোন সংস্থা চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারত্ব নামের প্রকল্প গ্রহণ করেছে?
উত্তর: G7

১২. ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তর: ইউক্রেন

১৩. ২০২২ সালের জুলাইয়ে ইরান কোন মুদ্রাকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করে?
উত্তর: রাশিয়ান রুবল

১৪. ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের?
উত্তর: সাঁওতাল

১৫. শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: রনিল বিক্রমাসিংহে

See also  বাংলাদেশের শিল্প-সংস্কৃতি-নাটক-নাট্যতত্ত্ব নিয়ে ১৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১৬. শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: দিনেশ গুনাবর্ধনে

১৭. ৩২তম NATO শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৮-৩০ জুন ২০২২

১৮. ৩২তম NATO শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মাদ্রিদ, স্পেন

১৯. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৪-২৫ জুন

২০. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কিগালি, রুয়ান্ডা

২১. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৪ সালে

২২. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সামোয়া

২৩. ২৯ জুন ২০২২ NATO কোন দুটি দেশকে সদস্যপদের জন্য আমন্ত্রণ জানায়?
উত্তর: ফিনল্যান্ড ও সুইডেন

২৪. কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৫৬টি

২৫. ২৫ জুন ২০২২ কোন দেশ কমনওয়েলথের ৫৫ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: গ্যাবন

২৬. ২৫ জুন ২০২২ কোন দেশ কমনওয়েলথের ৫৬ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: টোগো

২৭. ব্রিটিশ শাসনাধীন না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কোনগুলো?
উত্তর: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো

২৮. ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি
উত্তর: ১৫৭টি

২৯. ২১ মে ২০২২ কোন দেশ ICSID এর ১৫৭তম সদস্যপদ লাভ করে?
উত্তর: কিরগিজস্তান

৩০. Mercer এর সাম্প্রতিক তথ্যমতে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: হংকং

৩১. Mercer এর সাম্প্রতিক তথ্যমতে সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: আঙ্কারা

৩২. Mercer এর সাম্প্রতিক তথ্যমতে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: ৯৮তম

৩৩. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত

৩৪. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশে^ কততম?
উত্তর: তৃতীয়

৩৫. সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন

৩৬. সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: ২৫ তম

৩৭. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন

See also  ডিসেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স।Current Affairs 2022 December (প্রথমপর্ব)

৩৮.গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মিসর

৩৯. গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: রাশিয়া

৪০. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র

৪১. ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন

৪২. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত

৪৩. ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: তৃতীয়

৪৪. দ্বিতীয় নারী হিসেবে ২০২২ সালে ফিল্ডস পদক লাভ করেন কে?
উত্তর: মারিনা ভিয়াজোভস্কা

৪৫. বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্লু পদক লাভ করেন কে?
উত্তর: দিয়া সিদ্দিকী

৪৬. বাংলাদেশ এখন পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজে জয় লাভ করে?
উত্তর: ৩১টি

৪৭. ২০২২ সালের উইম্বলডনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তর: নোভাক জোকোভিচ ও ইয়েলেনা রিবাকিনা

৪৮. ২০২২ সালের ১৫তম নারী হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: নেদারল্যান্ডস

Facebook
Twitter
LinkedIn

Related Posts

২০২২ সালের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

১. দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী? উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ২. ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন...

Read more
২০২২ সালেরর নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলাদেশ কবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে? উত্তর: ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে বাংলাদেশ কততম দেশ হিসেবে মারাকেল চুক্তি অনুস্বাক্ষর করে? উত্তর:...

Read more
২০২২ সালের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স [দ্বিতীয়পর্ব]

দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, পিরোজপুর। বঙ্গমাতা বেগম...

Read more
২০২২ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

১.পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয় কবে? উত্তর: ২৭ জুন ২০২২ ২.পর্তুগালের রাজধানী লিসবনে পাঁচ দিনব্যাপী জাতিসংঘের মহাসাগর সম্মেলন শুরু...

Read more

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?