Exclamatory sentence এর অর্থ হলো আবেগ সূচক বাক্য। যে sentence এ মনের আবেগ অনুভূতি সূচক বাক্য প্রকাশ পায় তাকে Exclamatory sentence বলে। আবেগ বা emotion বলতে মনের হঠাৎ পরিবতিত অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।
যেমন:
Alas! He is dead.
হায়! তিনি মারা গেছেন।
ব্যাখ্যা: উপরের sentence টি থেকে ‘Alas!’ শব্দটি (Interjection) বাদ দিলে He is dead -Assertive sentence হয়ে যায় ।
- ‘What’ এবং ‘How’ WH-word দুটিও Exclamatory sentence এ ব্যবহৃত হয়।
যেমন:-
What a nice bird it is!
কি সুন্দর পাখি এটা!
How nice the bird is!
পাখিটা কত সুন্দর!
ব্যাখ্যা: Sentence দুইটিতে What এবং How (কি এবং কত) কোনো প্রশ্ন করেনি। উহারা অত্যাধিক সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, উহারা সৌন্দয্যের আধিক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। What এখানে Adjective এবং How এখানে Adverb রূপে বসেছে।
- Sentence দুটোকে Assertive করলে উহাদের পরিবর্তে verb, adverb বসে। যেমন:-
It is a very nice bird.
এটা খুব সুন্দর পাখি।
The bird is very nice.
পাখিটি খুব সুন্দর।
সুতরাং, Exclamatory sentence য়েও ‘What’ এবং ‘How’ শব্দ দুটি আধিক্য বোঝাতে যথাক্রমে Adjective ও adverb রুপে (nice কে qualify বা modify করতে) ব্যবহৃত হয়। তবে এ ধরনের sentence এ subject এর পূর্বে কোন auxiliary verb বসবে না।
- Subject এর পূর্বে auxiliary verb বসলে, তা অবশ্যই Interrogative হবে। যেমন:
How long it is!
ইহা কত লম্বা!(অর্থাৎ, অনেক লম্বা) Exclamatory Sentence.
How long is it? ইহা কতটুকু লম্বা? Interrogative Sentence (প্রশ্ন বুঝাচ্ছে – অর্থাৎকতটুকু লম্বা তা পরিমাপ করে দেখতে হবে)। Subject ‘it’ – এর পূর্বে ‘is’ auxiliary verb বসছে। সুতরাং, উহা Interrogative sentence.
- WH–word (WHAT এবং How) Interrogative এবং Exclamatory উভয় প্রকার sentence এর শুরুতে বসে। পার্থক্য শুধু এই যে, Exclamatory Sentence এ subject এর পূর্বে কোন auxliliary verb বসে না। কিন্তু, Interrogative sentence এ subject এর পূর্বে অবশ্যইauxiliary verb বসবে। Exclamatory sentence এ ‘What’ এবং ‘How’ আসলে Interjection এর effect আনে।
Structure-গঠন
What/How এর জন্য: what a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is !
How beautiful you are !
Alas/Hurrah এর জন্য: Structure:Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas ! I am undone!
If/had এর জন্য: Structure:If/had+subject+verb+extension+!
If I were a king !
Example-উদাহরণ
Hurrah! Our cricket team has won the series.
হুররাহ! আমাদের ক্রিকেট দল সিরিজ জিতেছে।
Alas! He has failed the competition.
হায়রে! তিনি প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন।
What a pity!
কি আফসোস!
What a talent-full girl she is!
কি প্রতিভা-পূর্ণ মেয়ে সে!
How sweetly the cuckoo sings!
কোকিল কত মধুর গান গায়!
What a wonderful land Bangladesh is!
কি চমৎকার দেশ বাংলাদেশ!
Fantastic!
চমত্কার!
What an idea!
কি দারুণ বুদ্ধি!
Put that down now!
এটা এখন নিচে রাখুন!
Leave the package at the door.
দরজায় প্যাকেজটি রেখে দিন।
Walk softly, please.
দয়া করে আস্তে হাঁটুন।
Were I a Super Hero!
আমি কি সুপার হিরো হতাম!
We won!
আমরা জিতেছি!
You’re adorable!
আপনি আরাধ্য!
I’m going to miss this place!
আমি এই জায়গা মিস করতে যাচ্ছি!
You’re late again!
তুমি আবার দেরী করেছ!