Imperative Sentence কাকে বলে-চেনার উপায়-উদাহরণসহ

Imperative Sentence

যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। ( The sentence by which a command, advice, or request is called an imperative sentence.) এসব বাক্যের শেষে full stop (.) বা exclamation mark (!) বসে থাকে। এধরনের বাক্যে সাধারণত subject উল্লেখিত থাকে না, উহ্য থাকে।

Structure বা গঠন: Subject (Invisible-উহ্য) + Verb + Extension

উদাহরণ:

Come here.
এদিকে এসো।

Bring the pen.
কলমটি আন।

Go out.
বাইরে যাও ।

Do not tell a lie.
মিথ্যা বলিবে না।

To tell a lie is a great sin.
মিথ্যা বলা মহাপাপ।

Get out from here.
এখান থেকে বের হয়ে যাও।

Get out.
বের হও।

Do not try to call me.
আমাকে ফোন করার চেষ্টা করবে না –

Never try to come my house.
কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিবে না।

Imperative Sentence এর ব্যবহার:
প্রতিদিনের কথা, বক্তব্যে বা লেখায় আমরা নানা ভাবে অনুজ্ঞাসূচক বাক্য বা directives ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে বেশি যেভাবে ব্যবহৃত হয়, তা হলো-

A request: Please, give him a pencil.
একটি অনুরোধ: দয়া করে তাকে একটি পেন্সিল দিন।

A command: Sit down.
একটি আদেশ: বসুন।

An instruction: Do not throw the battery in the trash.
একটি নির্দেশনা: ব্যাটারিটি আবর্জনার মধ্যে ফেলবেন না।

An invitation: Come by at 7 pm, please.
একটি আমন্ত্রণ: দয়া করে সন্ধ্যা 7 টায় আসুন।

An order: Do it quickly.
একটি আদেশ: এটি দ্রুত করুন।

Advice: Never tell a lie.
উপদেশ: কখনো মিথ্যা বলবেন না।

অনুজ্ঞাসূচক বাক্য সাধারণত, ইতিবাচক এবং নেতিবাচক দুই ভাবেই ব্যবহৃত হতে পারে এবং বর্তমান- ভবিষ্যত উভয় সময়কেই নির্দেশ করতে পারে । Verb যদি affirmative হয়, তবে বাক্যটি ইতিবাচক হবে; আর verb যদি Negative হয় তবে অনুজ্ঞাসূচক বাক্যটি হবে নেতিবাচক।

Positive: Children, now wash your hands!
ইতিবাচক: বাচ্চারা, এখন আপনার হাত ধুয়ে ফেলুন!

Negative: Don’t forget to do your homework.
নেতিবাচক: আপনার বাড়ির কাজ করতে ভুলবেন না।

যদিও অনুজ্ঞাসূচক বাক্যের সাহায্যে সাহায্য নির্দেশ, আদেশ, উপদেশ দেয়া হয়, তবে বাক্যে ‘do’, ‘just’ কিংবা ‘please’ যোগ করার মাধ্যমে বাক্যগুলোকে বিনয়ী এবং নমনীয়ভাবে প্রকাশ করা যায়।

Please, write down the details.
দয়া করে বিস্তারিত লিখুন।

Complete this task, please.
দয়া করে এই কাজটি সম্পূর্ণ করুন।

Tag question কিংবা বাক্যে exclamation mark (!) ব্যবহারের মাধ্যমে এধরনের বাক্যকে emphasis করা যায়।

Tag question: Turn off the fan, would you, please?
ট্যাগ প্রশ্ন: ফ্যানটি বন্ধ করুন, দয়া করে?

Exclamative: Someone, call a doctor!
বিস্ময়কর: কেউ, ডাক্তারকে ডাকুন!

আরো পড়ুন-

 

Facebook
Twitter
LinkedIn

Related Posts

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?